16-18th May Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
16-18th May Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৬-১৮ই মে – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 16-18th May Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 13-15th May Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. Duroflex এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে ঘোষণা করা হয়েছে?
(A) রাম চরণ তেজা
(B) অনুষ্কা শর্মা
(C) বিরাট কোহলি
(D) এম এস ধোনি
ডুরোফ্লেক্স প্রাইভেট লিমিটেড, ক্রিকেটার বিরাট কোহলিকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে স্বাক্ষর করেছে।
এই ক্যাম্পেইনটির শিরোনাম ‘Great Sleep Great Health’. [/spoiler]
২. নিচের কোন ব্যক্তিত্ব বিমান বাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ?
(A) এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত
(B) এয়ার মার্শাল বালাকৃষ্ণান মণিকান্তন
(C) য়ার মার্শাল পঙ্কজ মোহন সিনহা
(D) এয়ার মার্শাল এসপি ধরকার
১৫ই মে ২০২৩ থেকে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন । [/spoiler]
৩. দ্বিতীয় কোন ব্যক্তি ২৬ বার মাউন্ট এভারেস্ট চড়ার রেকর্ড করেছেন ?
(A) পাসাং দাওয়া শেরপা
(B) তামাস গাস্পার
(C) কামি রিতা শেরপা
(D) লাকপা শেরপা
- পাসাং দাওয়া শেরপা একজন নেপালী পর্বতারোহী। তিনি দ্বিতীয় ব্যক্তি যিনি ২৬ বার মাউন্ট এভারেস্টে চড়েছেন।
- প্রথম ব্যক্তি যিনি ২৬ বার মাউন্ট এভারেস্ট জয় করেছেন তিনি হলেন কামি রিতা শেরপা ।
দেখে নাও : মাউন্ট এভারেস্ট সম্পর্কিত বিভিন্ন তথ্য ।
দেখে নাও : মাউন্ট এভারেস্ট জয়ীদের সম্পর্কিত বিভিন্ন তথ্য ।
[/spoiler]৪. জল জীবন মিশন ২০২৩ সালের মে মাসে ১২ কোটি ট্যাপ ওয়াটার সংযোগের একটি মাইলফলক অর্জন করেছে৷ জল জীবন মিশন কোন সালে চালু হয়েছিল?
(A) ২০১৯
(B) ২০২০
(C) ২০২১
(D) ২০২২
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবসে অর্থাৎ ১৫ই আগস্ট ২০১৯ -এ লাল কেল্লা থেকে জল জীবন মিশন (JJM) এর ঘোষণা করেছিলেন। [/spoiler]
৫. ডকুমেন্টারি “গৌরী”, মন্ট্রিল ২০২৩ -এর সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালে “বেস্ট লং ডকুমেন্টারি অ্যাওয়ার্ড” পেয়েছে। এই ডকুমেন্টারির ডিরেক্টর হলেন –
(A) শৌনক সেন
(B) কার্তিকি গনসালভেস
(C) কবিতা লঙ্কেশ
(D) বিবেক অগ্নিহোত্রী
কবিতা লঙ্কেশ পরিচালিত সাংবাদিক ও কর্মী গৌরী লঙ্কেশের উপর ভিত্তি করে একটি ডকুমেন্টারি “গৌরী”, মন্ট্রিল 2023 সালের সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালে “বেস্ট লং ডকুমেন্টারি অ্যাওয়ার্ড” জিতেছে। [/spoiler]
৬. SGX Nifty ৩ জুলাই, ২০২৩ থেকে ডিলিস্ট করা হবে। এটি কি নামে পরিচিত হবে?
(A) GIFT Nifty
(B) GIFT Index Nifty 50
(C) GIFT Index Nifty 100
(D) GIFT Index Nifty 500
৩রা জুলাই থেকে এটি GIFT Nifty নামে পরিচিত হবে। [/spoiler]
৭. নিচের কোন দেশ এশিয়া পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি কনফারেন্স ২০২৩ আয়োজন করতে চলেছে ?
(A) ভারত
(B) চীন
(C) জাপান
(D) রাশিয়া
নতুন দিল্লিতে ১৮-১৯ মে এটি অনুষ্ঠিত হবে । [/spoiler]
৮. কোন মহাকাশ সংস্থা ‘Aeolus Satellite’ তৈরি করেছে?
(A) JAXA
(B) ISRO
(C) NASA
(D) ESA
Aeolus Satellite হল ESA দ্বারা তৈরি করা সবচেয়ে কার্যকর আবহাওয়া উপগ্রহগুলির মধ্যে একটি। [/spoiler]
৯. কোন কোম্পানি ‘Watsonx’ AI ডেটা প্ল্যাটফর্ম চালু করেছে?
(A) আইবিএম
(B) মাইক্রোসফট
(C) গুগল
(D) Apple
IBM Watsonx চালু করেছে – একটি AI এবং ডেটা প্ল্যাটফর্ম যা দেশগুলিকে তাদের ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তা ইনটিগ্রেট করতে সাহায্য করবে। [/spoiler]
১০. ভারতের প্রথম পড ট্যাক্সি প্রকল্প প্রথম রাজ্য শুরু করলো ?
(A) পশ্চিমবঙ্গ
(B) আসাম
(C) কর্ণাটক
(D) উত্তর প্রদেশ
পড ট্যাক্সি একটি দ্রুত এবং পরিবেশ-বান্ধব স্বয়ংক্রিয় গাড়ি যা যাত্রীদের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে সক্ষম। উত্তরপ্রদেশ হল প্রথম রাজ্য যেখানে পড ট্যাক্সি পাওয়া যায়। [/spoiler]
১১. ‘যুগে যুগেন ভারত জাতীয় জাদুঘর’ কোথায় স্থাপন করা হবে?
(A) নয়াদিল্লি
(B) পাঞ্জাব
(C) মুম্বাই
(D) আহমেদাবাদ
যুগে যুগেন ভারত জাতীয় জাদুঘর হল একটি নতুন জাদুঘর যা সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন দিল্লির উত্তর/দক্ষিণ ব্লকে স্থাপন করা হবে। [/spoiler]
১২. কে সম্প্রতি (মে ’23) Competition Commission of India (CCI) এর প্রথম মহিলা এবং অ-সচিব আমলা চেয়ারপার্সন হয়েছেন?
(A) সঙ্গীতা ভার্মা
(B) রবনীত কৌর
(C) পুনম কোহালি
(D) এস জয়শ্রী
ক্যাবিনেটের নিয়োগ কমিটি (ACC) ভারতের প্রতিযোগিতা কমিশনের (CCI) চেয়ারপার্সন হিসাবে ১৯৮৮ সালের পাঞ্জাব ক্যাডারের আইএএস অফিসার রবনীত কৌরকে নিয়োগের অনুমোদন দিয়েছে। [/spoiler]
১৩. সম্প্রতি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস নিয়ন্ত্রক বোর্ডের (PNGRB) চেয়ারম্যান হিসেবে কে (মে ‘23) নিযুক্ত হয়েছেন?
(A) গজেন্দ্র সিং
(B) দিনেশ কুমার সররফ
(C) অরুণ রস
(D) অনিল কুমার জৈন
- তিনি পদে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৫ বছরের জন্য নিয়োগ পেয়েছেন।
- দীনেশ কুমার সররফ 4ঠা ডিসেম্বর ২০২০ -এ অবসর নেওয়ার পর থেকে PNGRB-এর চেয়ারম্যান পদটি শূন্য ছিল ।
১৪. জাতীয় ডেঙ্গু দিবস ২০২৩ ভারত জুড়ে _________________ তারিখে পালন করা হয়েছিল।
(A) ১২ মে
(B) ১৪ মে
(C) ১৫ মে
(D) ১৬ মে
সাধারণ জনগণের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা তৈরি করতে এবং ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা প্রচারের জন্য ১৬মে ২০২৩ তারিখে সারা ভারতে জাতীয় ডেঙ্গু দিবস ২০২৩ পালিত হয়েছিল। [/spoiler]
১৫. ভারতীয় নৌবাহিনী সম্প্রতি ভারতীয় নৌ জাহাজ (INS) ____________ থেকে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।
(A) আইএনএস কলকাতা
(B) আইএনএস সুরাত
(C) আইএনএস কোচি
(D) আইএনএস মুরমুগাও
একটি ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল ভারতীয় নৌবাহিনীর ফ্রন্টলাইন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস (ইন্ডিয়ান নেভাল শিপ) মুরমুগাও থেকে সফলভাবে পরীক্ষা করা হয়েছে। [/spoiler]
১৬. “The Golden Years: The Many Joys of Living a Good long Life” বইটি কে লিখেছেন?
(A) বিক্রম শেঠ
(B) অরুন্ধতী রায়
(C) রাস্কিন বন্ড
(D) অরবিন্দ আদিগা
রাস্কিন বন্ড, একজন ভারতীয় লেখক, হার্পারকলিন্স ইন্ডিয়া দ্বারা প্রকাশিত “দ্য গোল্ডেন ইয়ারস: দ্য মেনি জয়স অফ লিভিং এ গুড লং লাইফ” শিরোনামের একটি নতুন বই লিখেছেন, যা ১৯ মে ২০২৩ -এ প্রকাশিত হবে (তাঁর ৮৯তম জন্মদিনে ) [/spoiler]
To check our latest Posts - Click Here