Daily Current Affairs in BengaliCurrent Affairs

2nd Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

2nd May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১লা এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 2nd May Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. ‘সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি’ (CIA)-এর প্রথম চিফ টেকনোলজি অফিসার (CTO) হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) দীনেশ প্রসাদ সাকলানি
(B) নন্দ মুলচন্দনী
(C) নিমি ম্যাককনিগলি
(D) রবিন্দর এস ভাল্লা

উত্তর :
(B) নন্দ মুলচন্দনী

  • CIA মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার প্রথম স্তর।
  • এর আগে তিনি মার্কিন প্রতিরক্ষা বিভাগের অধীনে জয়েন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টারের CTO এবং ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি ভারতের নতুন পররাষ্ট্র সচিব (Foreign Secretary) হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন?

(A) হর্ষ বর্ধন শ্রিংলা
(B) বিনয় মোহন কোয়াত্রা
(C) রবীশ কুমার
(D) অরিন্দম বাগচী

উত্তর :
(B) বিনয় মোহন কোয়াত্রা

  • ভারতের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন বিনয় মোহন কোয়াত্রা।
  • তিনি হর্ষ বর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হলেন যিনি ৩০শে এপ্রিল ২০২২ তারিখে অবসর নিয়েছেন।
  • পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেওয়ার আগে বিনয় মোহন কোয়াত্রা নেপালে ভারতের দূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
  • এর আগে, তিনি আগস্ট ২০১৭ থেকে ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত ফ্রান্সে ভারতের রাষ্ট্রদূত হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন।

৩. কোন ভারতীয় বক্সার “DreamJab” নামক এক প্রোগ্রাম চালু করার উদ্দেশ্যে ‘ড্রিম স্পোর্টস ফাউন্ডেশন’ (DSF) এর সাথে পার্টনারশিপ করেছেন?

(A) বিকাশ কৃষাণ যাদব
(B) শিব থাপা
(C) মেরি কম
(D) বিজেন্দর সিং

উত্তর :
(C) মেরি কম

  • এই প্রোগ্রামটির লক্ষ্য ভারতের ভবিষ্যত বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নদের সমর্থন ও সাহায্য করা।
  • এই প্রোগ্রামে ৩০জন তরুণ ও প্রতিভাবান ক্রীড়াবিদকে বক্সিং খেলায় ব্যাপক প্রশিক্ষণ প্রদান করা হবে।

৪. দূরদর্শনের কোন টিভি সিরিজটি Exchange4media News Broadcasting Awards (ENBA) এর ১৪তম সংস্করণে ভূষিত হয়েছে?

(A) “Dogs”
(B) ‘Best Friend Forever’
(C) ‘Pit Bulls and Parolees’
(D) ‘Too Cute!’

উত্তর :
(B) ‘Best Friend Forever’

  • ‘Best Friend Forever’ হল ডিডি ন্যাশনাল-এ আধা ঘন্টার রক্ত সাপ্তাহিক লাইভ ফোন-ইন শো, যেখানে দুজন প্রাণী বিশেষজ্ঞ লোকেদের তাদের পোষা প্রাণীর যত্ন নেওয়ার বিষয়ে গাইড করে।

৫. টুনা মাছ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য কোন দিনটিকে বিশ্ব টুনা দিবস হিসেবে পালন করা হয়?

(A) ১লা মে
(B) ২৮শে এপ্রিল
(C) ২রা মে
(D) ৩০শে এপ্রিল

উত্তর :
(C) ২রা মে

  • ২০১৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ টুনা মাছ সংরক্ষণের জন্য দিবসটি চালু করেন।
  • টুনা মানুষের জন্য খাদ্যের একটি উল্লেখযোগ্য উৎস কারণ এই মাছে Omega 3, ভিটামিন B12, প্রোটিনস এবং অন্যান্য খনিজ পদার্থের প্রচুর গুণ রয়েছে।

৬. কোন দেশ এশিয়ান গেমসে তার ক্রীড়াবিদদের পাঠাতে অস্বীকার করেছে?

(A) দক্ষিণ কোরিয়া
(B) ইন্দোনেশিয়া
(C) জাপান
(D) অস্ট্রেলিয়া

উত্তর :
(D) অস্ট্রেলিয়া

  • অস্ট্রেলিয়া ১লা মে, ২০২২-এ ঘোষণা করেছে যে তারা চীনের হ্যাংজুতে এই বছরের এশিয়ান গেমসে ক্রীড়াবিদদের পাঠাবে না।
  • ইভেন্টটি সাংহাই থেকে দক্ষিণ-পশ্চিমে ১০-২৫ সেপ্টেম্বরের মধ্যে হ্যাংজুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

৭. চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক কে?

(A) এমএস ধোনি
(B) রবিন উথাপ্পা
(C) মঈন আলী
(D) ডোয়াইন ব্রাভো

উত্তর :
(A) এমএস ধোনি

  • রবীন্দ্র জাদেজা তার অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরে এমএস ধোনিকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে পুনরায় নিযুক্ত করা হয়েছে।
  • দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা তার খেলায় মনোযোগ দেওয়ার জন্য CSK এর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

৮. সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী কবে পালিত হয়?

(A) ২৯শে এপ্রিল
(B) ২রা মে
(C) ১লা মে
(D) ২৮শে এপ্রিল

উত্তর :
(B) ২রা মে

  • সত্যজিৎ রায়ের ১০১ তম জন্মবার্ষিকী ২রা মে, ২০২২-এ পালিত হল।
  • এই কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা তার অসাধারণ চলচ্চিত্রের জন্য বিখ্যাত, যার মধ্যে রয়েছে ‘চারুলতা’, ‘পথের পাঁচালী’ এবং ‘দেবী’-এর মতো ক্লাসিকাল সিনেমা।
  • সত্যজিৎ রায় প্রথম ভারতীয় যিনি লাইফটাইম অ্যাচিভমেন্টের জন্য অস্কার পেয়েছিলেন এবং তিনি ১৯৯২ সালে সম্মানিক একাডেমি পুরস্কার পেয়েছিলেন।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button