Daily Current Affairs in BengaliCurrent Affairs

19th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

19th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৯ই অক্টোবর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 19th October Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 18th October Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. International Solar Alliance এর সভাপতি ও সহ-সভাপতি হিসেবে সম্প্রতি কোন দুটি দেশ নির্বাচিত হয়েছেন?

(A) ভারত ও ফ্রান্স সংযুক্ত আরব
(B) ইতালি এবং নরওয়ে
(C) সুইডেন এবং জার্মানি
(D) আমিরাত এবং নেদারল্যান্ডস

[spoiler title=”উত্তর”] (A) ভারত ও ফ্রান্স সংযুক্ত আরব

  • ভারত ও ফ্রান্স যথাক্রমে আন্তর্জাতিক সৌর জোটের সভাপতি ও সহ-সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছে।
  • সদর দফতর: গুরুগ্রাম
  • প্রতিষ্ঠা: ৩০শে নভেম্বর ২০১৫
  • মহাপরিচালক: অজয় মাথুর
[/spoiler]

২. নতুন ‘কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস’ হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) সোনালি সিং
(B) পি.এল. সাহু
(C) শকুন্তলা দেবী
(D) ভারতী দাস

[spoiler title=”উত্তর”] (D) ভারতী দাস

  • তিনি অর্থ মন্ত্রকের ২৭তম কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস হিসাবে নিযুক্ত হয়েছেন, যিনি ভারত সরকারের অ্যাকাউন্টিং সংক্রান্ত বিষয়ে প্রধান উপদেষ্টা।
[/spoiler]

৩. U-23 Wrestling World Championship এ ভারতের প্রথম Greco-Roman পদক কে জিতলেন?

(A) সজন ভানওয়ালা
(B) সাগর জগলান
(C) আমান সেহরাওয়াত
(D) অন্তিম পাঙ্গল

[spoiler title=”উত্তর”] (A) সজন ভানওয়ালা

  • ভারতের Greco-Roman কুস্তিগীর সজন ভানওয়ালা ৭৭কেজি বিভাগে ভারতের হয়ে একটি ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জিতেছেন।
  • তিনি U-23 Wrestling World Championship এ ভারতের প্রথম গ্রিকো-রোমান পদক জিতলেন।
  • ইউক্রেনের দিমিত্রো ভাসেটস্কিকে হারিয়ে ঐতিহাসিক পদকটি জিতলেন এই কুস্তিগীর।
[/spoiler]

৪. কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের জন্য চালু করা ‘ইন্টিগ্রেটেড পেনশনার পোর্টাল’-টির নাম কী?

(A) Kalyan
(B) Bhavishya
(C) Jeevan
(D) SANKALP

[spoiler title=”উত্তর”] (B) Bhavishya

  • ভারত সরকার কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের জন্য ‘BHAVISHYA’ নামে একটি সমন্বিত পেনশনার পোর্টাল চালু করেছে।
  • এই পোর্টালটি পেনশনভোগীদের সকল প্রয়োজনের জন্য একটি অবিরাম সমাধান হিসাবে কাজ করবে।
[/spoiler]

৫. BCCI এর সভাপতি হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) রজার বিনি
(B) সুনীল গাভাস্কার
(C) মদন লাল
(D) মহিন্দর অমরনাথ

[spoiler title=”উত্তর”] (A) রজার বিনি

  • রজার বিনি, ১৯৮৩ সালের ভারতের ওয়ার্ড কাপ বিজয়ে সর্বোচ্চ উইকেট গ্রহণকারী।
  • ৩৬তম ‘বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া’ (BCCI)-এর সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি।
  • তিনি ২৭টি টেস্ট এবং ৭২টি ওয়ানডেতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
[/spoiler]

৬. সম্প্রতি কে পুরুষদের Ballon d’Or পুরস্কার জিতে নিয়েছেন?

(A) রবার্ট লেভান্ডোস্কি
(B) মোহাম্মদ সালাহ
(C) করিম বেনজেমা
(D) ক্রিশ্চিয়ানো রোনালদো

[spoiler title=”উত্তর”] (C) করিম বেনজেমা

  • রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা প্রথমবারের মতো পুরুষদের ব্যালন ডি’অর পুরস্কার জিতে নিয়েছে।
  • ১৬ বছরে প্রথমবারের মতো, মেসি বা রোনাল্ডো কেউই Ballon d’Or পুরস্কারে পডিয়াম ফিনিশ করতে সক্ষম হননি।
[/spoiler]

৭. মহিলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) কোন বছরে অনুষ্ঠিত হতে চলেছে?

(A) ২০২২
(B) ২০২৪
(C) ২০২৬
(D) ২০২৩

[spoiler title=”উত্তর”] (D) ২০২৩

  • মহিলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৩ সালে অনুষ্ঠিত হতে চলেছে৷
  • BCCI-এর ৯১তম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা করা হয়েছে৷ মহিলাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩ সালে ২৬শে ফেব্রুয়ারি ICC মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সমাপ্তির পরপরই শুরু হতে চলেছে।
[/spoiler]

৮. ১১০ মিটারের হার্ডলেস ১৩ সেকেন্ডের নিচে সম্পন্ন করা প্রথম ভারতীয় হয়ে উঠলেন কে?

(A) রিথ আব্রাহাম
(B) জ্যোতি ইয়ারাজি
(C) দেবশ্রী মজুমদার
(D) অনুরাধা বিসওয়াল

[spoiler title=”উত্তর”] (B) জ্যোতি ইয়ারাজি

  • জ্যোতি ইয়ারাজি বেঙ্গালুরুতে ন্যাশনাল ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নিজের রেকর্ড ভেঙে ১১০ মিটার হার্ডলস ১৩ সেকেন্ডে সম্পন্ন করেছে।
  • এই টুর্নামেন্টে রেলওয়ের হয়ে প্রতিনিধিত্ব করার সময় তিনি ১২.৮২ সেকেন্ডে জয়লাভ করেছেন।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button