19th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
19th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৯ই অক্টোবর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 19th October Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 18th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. International Solar Alliance এর সভাপতি ও সহ-সভাপতি হিসেবে সম্প্রতি কোন দুটি দেশ নির্বাচিত হয়েছেন?
(A) ভারত ও ফ্রান্স সংযুক্ত আরব
(B) ইতালি এবং নরওয়ে
(C) সুইডেন এবং জার্মানি
(D) আমিরাত এবং নেদারল্যান্ডস
- ভারত ও ফ্রান্স যথাক্রমে আন্তর্জাতিক সৌর জোটের সভাপতি ও সহ-সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছে।
- সদর দফতর: গুরুগ্রাম
- প্রতিষ্ঠা: ৩০শে নভেম্বর ২০১৫
- মহাপরিচালক: অজয় মাথুর
২. নতুন ‘কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস’ হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) সোনালি সিং
(B) পি.এল. সাহু
(C) শকুন্তলা দেবী
(D) ভারতী দাস
- তিনি অর্থ মন্ত্রকের ২৭তম কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস হিসাবে নিযুক্ত হয়েছেন, যিনি ভারত সরকারের অ্যাকাউন্টিং সংক্রান্ত বিষয়ে প্রধান উপদেষ্টা।
৩. U-23 Wrestling World Championship এ ভারতের প্রথম Greco-Roman পদক কে জিতলেন?
(A) সজন ভানওয়ালা
(B) সাগর জগলান
(C) আমান সেহরাওয়াত
(D) অন্তিম পাঙ্গল
- ভারতের Greco-Roman কুস্তিগীর সজন ভানওয়ালা ৭৭কেজি বিভাগে ভারতের হয়ে একটি ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জিতেছেন।
- তিনি U-23 Wrestling World Championship এ ভারতের প্রথম গ্রিকো-রোমান পদক জিতলেন।
- ইউক্রেনের দিমিত্রো ভাসেটস্কিকে হারিয়ে ঐতিহাসিক পদকটি জিতলেন এই কুস্তিগীর।
৪. কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের জন্য চালু করা ‘ইন্টিগ্রেটেড পেনশনার পোর্টাল’-টির নাম কী?
(A) Kalyan
(B) Bhavishya
(C) Jeevan
(D) SANKALP
- ভারত সরকার কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের জন্য ‘BHAVISHYA’ নামে একটি সমন্বিত পেনশনার পোর্টাল চালু করেছে।
- এই পোর্টালটি পেনশনভোগীদের সকল প্রয়োজনের জন্য একটি অবিরাম সমাধান হিসাবে কাজ করবে।
৫. BCCI এর সভাপতি হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) রজার বিনি
(B) সুনীল গাভাস্কার
(C) মদন লাল
(D) মহিন্দর অমরনাথ
- রজার বিনি, ১৯৮৩ সালের ভারতের ওয়ার্ড কাপ বিজয়ে সর্বোচ্চ উইকেট গ্রহণকারী।
- ৩৬তম ‘বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া’ (BCCI)-এর সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি।
- তিনি ২৭টি টেস্ট এবং ৭২টি ওয়ানডেতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
৬. সম্প্রতি কে পুরুষদের Ballon d’Or পুরস্কার জিতে নিয়েছেন?
(A) রবার্ট লেভান্ডোস্কি
(B) মোহাম্মদ সালাহ
(C) করিম বেনজেমা
(D) ক্রিশ্চিয়ানো রোনালদো
- রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা প্রথমবারের মতো পুরুষদের ব্যালন ডি’অর পুরস্কার জিতে নিয়েছে।
- ১৬ বছরে প্রথমবারের মতো, মেসি বা রোনাল্ডো কেউই Ballon d’Or পুরস্কারে পডিয়াম ফিনিশ করতে সক্ষম হননি।
৭. মহিলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) কোন বছরে অনুষ্ঠিত হতে চলেছে?
(A) ২০২২
(B) ২০২৪
(C) ২০২৬
(D) ২০২৩
- মহিলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৩ সালে অনুষ্ঠিত হতে চলেছে৷
- BCCI-এর ৯১তম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা করা হয়েছে৷ মহিলাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩ সালে ২৬শে ফেব্রুয়ারি ICC মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সমাপ্তির পরপরই শুরু হতে চলেছে।
৮. ১১০ মিটারের হার্ডলেস ১৩ সেকেন্ডের নিচে সম্পন্ন করা প্রথম ভারতীয় হয়ে উঠলেন কে?
(A) রিথ আব্রাহাম
(B) জ্যোতি ইয়ারাজি
(C) দেবশ্রী মজুমদার
(D) অনুরাধা বিসওয়াল
- জ্যোতি ইয়ারাজি বেঙ্গালুরুতে ন্যাশনাল ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নিজের রেকর্ড ভেঙে ১১০ মিটার হার্ডলস ১৩ সেকেন্ডে সম্পন্ন করেছে।
- এই টুর্নামেন্টে রেলওয়ের হয়ে প্রতিনিধিত্ব করার সময় তিনি ১২.৮২ সেকেন্ডে জয়লাভ করেছেন।
- INS Vikrant | আইএনএস বিক্রান্ত সম্পর্কিত বিস্তারিত তথ্য
- ৬৪তম রামন ম্যাগসেসে পুরস্কার ২০২২ – বিজয়ীদের তালিকা
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- ৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার 2022 – 67th Filmfare Awards
- 2022 Commonwealth Games – কমনওয়েলথ গেমস ২০২২
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here