Daily Current Affairs in BengaliCurrent Affairs

15th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

15th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৫ই জুলাই – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 15th July Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 14th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ভারত সরকার কোন দেশের সাহায্যে পাহাড়ি সড়ক অবকাঠামোর জন্য নির্দেশিকা তৈরি করছে?

(A) ইসরায়েল
(B) ফ্রান্স
(C) চীন
(D) জাপান

[spoiler title=’উত্তর ‘ ] (D) জাপান
সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক (MoRTH) জাপানের সহায়তায় ভারতে পাহাড়ী সড়ক অবকাঠামো উন্নত করার জন্য পাঁচটি নির্দেশিকা তৈরি করেছে। [/spoiler]

২. কোন রাজ্য সম্প্রতি নিলামের জন্য সর্বাধিক সংখ্যক খনিজ ব্লক ঘোষণা করেছে?

(A) আসাম
(B) মধ্য প্রদেশ
(C) রাজস্থান
(D) ঝাড়খণ্ড

[spoiler title=’উত্তর ‘ ] (B) মধ্য প্রদেশ
মধ্যপ্রদেশ রাজ্য ১৪ই জুলাই, ২০২৩ -এ রেকর্ড সংখ্যক ৫১টি খনিজ ব্লকের নিলামের জন্য নোটিশ দরপত্র (NIT) জারি করেছে। [/spoiler]

৩. নিচের কোন অঞ্চলে নামদা শিল্প বিখ্যাত ?

(A) মণিপুর
(B) আসাম
(C) জম্মু ও কাশ্মীর
(D) নাগাল্যান্ড

[spoiler title=’উত্তর ‘ ] (C) জম্মু ও কাশ্মীর
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) এর অংশ হিসাবে স্কিল ইন্ডিয়ার পাইলট প্রকল্পের অধীনে কাশ্মীরের নামদা শিল্পকে সফলভাবে পুনরুজ্জীবিত করা হচ্ছে। [/spoiler]

৪. সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে কাকে ছাড়িয়ে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ?

(A) অনিল কুম্বলে
(B) জহির খান
(C) কপিল দেব
(D) হরভজন সিং

[spoiler title=’উত্তর ‘ ] (D) হরভজন সিং
স্পিনার রবিচন্দ্রন অশ্বিন হরভজন সিংকে ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন। উল্লেখ্য যে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী কিন্তু এখনও অনিল কুম্বলে । [/spoiler]

৫. বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ভারতের দলকে নেতৃত্ব দেবেন কে?

(A) মীরাবাই চানু
(B) গীতা রানী
(C) রেনু বালা চানু
(D) খুমুকছম সঞ্জিতা চানু

[spoiler title=’উত্তর ‘ ] (A) মীরাবাই চানু
টোকিও ২০২০ অলিম্পিকের রৌপ্য পদক বিজয়ী মীরাবাই চানু সৌদি আরবের রিয়াদে বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে পাঁচ সদস্যের ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন।
রিয়াদ ইভেন্টটি ২০২৪ প্যারিস অলিম্পিকের জন্য একটি বাছাইপর্বের ইভেন্ট হবে। [/spoiler]

৬. WHO এর ৯টি প্রায়োরিটি রোগের তালিকাভুক্ত কোন রোগটি ইউরোপ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য জুড়ে সম্প্রতি ছড়িয়ে পড়ছে?

(A) ক্রিমিয়ান-কঙ্গো হেমোরেজিক ফিভার
(B) চিকুনগুনিয়া
(C) ডেঙ্গু জ্বর
(D) সোয়াইন ফ্লু

[spoiler title=’উত্তর ‘ ] (A) ক্রিমিয়ান-কঙ্গো হেমোরেজিক ফিভার
অত্যন্ত বিপজ্জনক ক্রিমিয়ান-কঙ্গো হেমোরেজিক ফিভার (CCHF) ভাইরাস ইউরোপ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে তার নাগালের বিস্তার ঘটাচ্ছে, যা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। [/spoiler]

৭. সম্প্রতি খবরে দেখা PBW RS1 কোন ফসলের একটি নতুন জাত?

(A) আখ
(B) তুলা
(C) ভাত
(D) গম

[spoiler title=’উত্তর ‘ ] (D) গম

  • পাঞ্জাব এগ্রিকালচারাল ইউনিভার্সিটি (PAU) PBW RS1 নামে একটি নতুন গমের জাত নিয়ে এসেছে, যাতে উচ্চ মাত্রার অ্যামাইলোজ স্টার্চ রয়েছে। রস হল প্রতিরোধী স্টার্চ।
  • এই নতুন গম রক্তে শর্করা এবং স্থূলতা নিয়ন্ত্রণ করতে এবং টাইপ-২ ডায়াবেটিস এবং কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমাতে সাহায্য করবে।
[/spoiler]

৮. ফোলকোডিন (Pholcodine ) কোন ওষুধে থাকে ?

(A) কাশির সিরাপ
(B) অ্যান্টি-পাইরেটিক
(C) ব্যথানাশক
(D) অ্যান্টি-সেপটিক

[spoiler title=’উত্তর ‘ ] (A) কাশির সিরাপ
ফোলকোডিন সাধারণত কাশির সিরাপে থাকে। সম্প্রতি ভারতের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ প্রাণঘাতী অ্যালার্জির প্রতিক্রিয়ার উদ্বেগের কারণে ফোলকোডাইন-যুক্ত কাশি এবং ঠান্ডা প্রতিকারের সাথে যুক্ত সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে একটি সতর্কতা জারি করার পরিকল্পনা করেছে। [/spoiler]

৯. বিশ্বের প্রথম মিথেন চালিত Zhuque-2 রকেট মহাকাশে প্রেরণ করলো কোন দেশ ?

(A) ভারত
(B) চীন
(C) রাশিয়া
(D) মার্কিন যুক্তরাষ্ট্র

[spoiler title=’উত্তর ‘ ] (B) চীন
সম্প্রতি চীনা কোম্পানি ল্যান্ডস্পেস দ্বারা তৈরি Zhuque-2 রকেটটি গোবি মরুভূমিতে জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপ করা হয়েছে। [/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button