Daily Current Affairs in BengaliCurrent Affairs

23rd January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

23rd January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৩শে জানুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 23rd January Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 22nd December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ডিরেক্টরেট অফ জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA) এর পরবর্তী প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) সিবি জর্জ
(B) ডক্টর বিনয় প্রকাশ সিং
(C) বিকাশ পুরোহিত
(D) বিক্রম দেব দত্ত

উত্তর
(D) বিক্রম দেব দত্ত

  • কেন্দ্রীয় সরকার ২১শে জানুয়ারী ২০২৩-এ ডিরেক্টরেট অফ জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA) এর পরবর্তী প্রধান হিসাবে বিক্রম দেব দত্তকে নিয়োগের অনুমোদন দিয়েছে।
  • তিনি বর্তমানে এয়ার ইন্ডিয়া অ্যাসেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
  • অরুণ কুমারের স্থলাভিষিক্ত হলেন তিনি।

২. ২০২৩ সালে ISSF শুটিং বিশ্বকাপের ফান্ড পরিচালনা করার জন্য দিল্লি হাইকোর্ট কাকে প্রশাসক (Administrator) হিসাবে নিযুক্ত করেছে?

(A) রাজেশ বিন্দল
(B) এ কে সিক্রি
(C) মনোজ মিশ্র
(D) প্রীতঙ্কর দিওয়াকার

উত্তর
(B) এ কে সিক্রি

  • অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারক, এ কে সিক্রিকে দিল্লি হাইকোর্ট ২০২৩ সালে ISSF শুটিং বিশ্বকাপের জন্য তহবিলের ব্যবহার পরিচালনা করার জন্য প্রশাসক হিসাবে নিযুক্ত করেছে।
  • ২০২৩ সালের মার্চে ভোপালে অনুষ্ঠিত হবে ISSF শুটিং বিশ্বকাপ।

৩. ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলাদের একক ফাইনালে জিতলেন কে?

(A) আকনে ইয়ামাগুচি
(B) আন সেয়ং
(C) হান ইউ
(D) তাই জু-ইং

উত্তর
(B) আন সেয়ং

  • ২২শে জানুয়ারী ২০২৩ এ ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে, কোরিয়ার আন সেয়ং নয়া দিল্লির কে ডি যাদব ইনডোর স্টেডিয়ামে মহিলাদের একক ফাইনালে জয়লাভ করেছেন।
  • ফাইনালে, অ্যান সেয়ং বিশ্বের এক নম্বর জাপানি আকনে ইয়ামাগুচিকে হারিয়েছে।
  • থাইল্যান্ডের কুনলাভুত ভিটিদসর্ন পুরুষদের একক শিরোপা জিতেছেন।
  • ইভেন্টের পুরুষ একক ফাইনালে তিনি বিশ্বের এক নম্বর ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনকে পরাজিত করেছেন।

৪. সম্প্রতি কে ‘NSCI অল ইন্ডিয়া স্নুকার ওপেন ২০২৩’ জিতে নিয়েছেন?

(A) লক্ষ্মণ রাওয়াত
(B) ধ্রুব সিতওয়ালা
(C) পঙ্কজ আদবানি
(D) আদিত্য মেহতা

উত্তর
(A) লক্ষ্মণ রাওয়াত

  • পেট্রোলিয়াম স্পোর্টস প্রমোশন বোর্ডের লক্ষ্মণ রাওয়াত সম্প্রতি ‘বল্কলাইন’ NSCI অল ইন্ডিয়া স্নুকার ওপেন ২০২৩ জিতে নিলেন।
  • ফাইনালে তিনি সহযোগী আদিত্য মেহতাকে ৯-৬-এ পরাজিত করে এই টুর্নামেন্টটি জিতে নিয়েছেন।
  • NSCI : National Sports Club of India এই স্নুকার টুর্নামেন্টটির আয়োজন করে।

৫. কোন রাজ্যে ‘Business 20’ ইনসেপশন মিটিং অনুষ্ঠিত হচ্ছে?

(A) কর্ণাটক
(B) মহারাষ্ট্র
(C) গুজরাট
(D) মধ্য প্রদেশ

উত্তর
(C) গুজরাট

  • G20-এর অংশ হিসাবে Business 20 (B20)-এর উদ্বোধনী সভা, ২৩শে জানুয়ারী, ২০২৩-এ গুজরাটের গান্ধীনগরে শুরু হয়েছে।
  • উদ্বোধনী বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল এবং অশ্বিনী বৈষ্ণব, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, G20-এর জন্য ভারতের শেরপা, অমিতাভ কান্ত, টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেকরন এবং একাধিক জাতীয় ও আন্তর্জাতিক ব্যবসায়িক নির্বাহী উপস্থিত ছিলেন।

৬. হিন্দুস্তান ইউনিলিভার কার সহায়তায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা উদ্যোগ চালু করেছে?

(A) UNESCO
(B) NITI আয়োগ
(C) UNDP
(D) WHO

উত্তর
(C) UNDP

HUL :

  • CEO : সঞ্জীব মেহতা
  • প্রতিষ্ঠা : ১৯৩৩
  • সদর দপ্তর : মুম্বাই

UNDP :

  • সদর দপ্তর : নিউইয়র্ক
  • প্রতিষ্ঠা : ২২শে নভেম্বর ১৯৬৫

৭. ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা পঞ্চম কালভারী শ্রেণীর সাবমেরিনটির নাম কি?

(A) INS কালভারি
(B) INS ভেলা
(C) INS খান্দেরি
(D) INS ভাগির

উত্তর
(D) INS ভাগির

  • ভারতীয় নৌবাহিনী ২৩শে জানুয়ারী, ২০২৩ এ পঞ্চম কালভারী শ্রেণীর সাবমেরিন Vagir কে কমিশন করেছে।
  • মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button