Daily Current Affairs in BengaliCurrent Affairs

19th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

19th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৯শে মার্চ  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি19th March Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. ‘World Happiness Report 2022’ অনুসারে ভারতের র‍্যাঙ্কিং কত?

(A) ১২১
(B) ১৩৬
(C) ৫৮
(D) ১১১

[spoiler title=”উত্তর : “] (B) ১৩৬

  • তালিকায় ভারত ১৩৬ তম স্থানে রয়েছে, এমনকি পাকিস্তানের নিচে (পাকিস্তান ১২১)।
  • জাতিসংঘের বার্ষিক World Happiness Report এ ফিনল্যান্ডকে পঞ্চমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে।
  • রিপোর্টে আফগানিস্তানকে সবচেয়ে অসুখী দেশ হিসাবে স্থান দেওয়া হয়েছে এবং তার পরে লেবানন।
[/spoiler]

২. ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনের কত তম সংস্করণ ১৯শে মার্চ ২০২২-এ অনুষ্ঠিত হল?

(A) ১২তম
(B) ১৪তম
(C) ১৫তম
(D) ১১তম

[spoiler title=”উত্তর : “] (B) ১৪তম

  • জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা নয়াদিল্লিতে দুদিনের সরকারি সফরে এসেছেন।
  • এটি নরেন্দ্র মোদী ও ফুমিও কিশিদার মধ্যে প্রথম বৈঠক হবে।
[/spoiler]

৩. ৩৫তম ‘Surajkund International Crafts Mela 2022’-এর থিম স্টেট কোন রাজ্য?

(A) মণিপুর
(B) আসাম
(C) জম্মু ও কাশ্মীর
(D) পাঞ্জাব

[spoiler title=”উত্তর : “] (C) জম্মু ও কাশ্মীর

  • 35 তম ‘সুরাজকুন্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা’ ১৯শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল ২০২২ পর্যন্ত ফরিদাবাদে অনুষ্ঠিত হবে।
  • মেলাটি হস্তশিল্প, তাঁত এবং ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের সমৃদ্ধি এবং বৈচিত্র্য প্রদর্শন করবে।
  • সুরজকুন্ড মেলায় ৩০টিরও বেশি দেশ অংশগ্রহণ করবে।
[/spoiler]

৪. পুরুষ ও মহিলাদের জন্য Senior National Weightlifting Championships 2021-22 কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

(A) ভুবনেশ্বর
(B) গুরুগ্রাম
(C) নাগপুর
(D) মোহালি

[spoiler title=”উত্তর : “] (A) ভুবনেশ্বর

  • পুরুষ ও মহিলাদের জন্য ‘Senior National Weightlifting Championships 2021-22 ১৯-৩১শে মার্চ ২০২২ থেকে ভুবনেশ্বরে অনুষ্ঠিত হবে।
  • ভারতীয় রেলওয়ের পুরুষ দল গত চার বছর ধরে জাতীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়ে আসছে এবং মহিলা দল গত দুটি জাতীয় চ্যাম্পিয়নশিপ থেকে বিজয়ী।
[/spoiler]

৫. কেরালার ২৬তম ‘International Film Festival’ ১৮ই মার্চ ২০২২-এ কোন শহরে শুরু হয়েছে?

(A) কোচি
(B) তিরুবনন্তপুরম
(C) কোট্টায়াম
(D) কোজিকোড

[spoiler title=”উত্তর : “] (B) তিরুবনন্তপুরম

  • সাত দিনব্যাপী এই ইভেন্টে এশিয়ান, আফ্রিকান, ল্যাটিন আমেরিকান এবং ইউরোপের বিভিন্ন দেশের ১৮০টিরও বেশি সিনেমা প্রদর্শিত হবে।
  • উৎসবটিতে তুর্কি চলচ্চিত্র নির্মাতা লিসা ক্যালানকে সম্মানিত করা হয়েছে।
  • তিনি ২০০৫ সালে ISIS এর হামলায় তার পা হারিয়েছিলেন।
[/spoiler]

৬. কোন কোম্পানি ভারতের প্রথম ‘Fuel Cell Electric Vehicle’ (FCEV) চালু করেছে?

(A) Ola
(B) Tata
(C) Honda
(D) Toyota

[spoiler title=”উত্তর : “] (D) Toyota

  • কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি সম্প্রতি গ্রীন হাইড্রোজেন-ভিত্তিক অ্যাডভান্স ‘Fuel Cell Electric Vehicle’ (FCEV) চালু করেছেন।
  • Toyota Mirai নামে, এটি ভারতের প্রথম ধরনের প্রকল্প যার লক্ষ্য দেশে ফুয়েল সেল ইলেকট্রিক যানবাহনের জন্য একটি ইকোসিস্টেম তৈরি করা।
  • এই যানগুলি হাইড্রোজেন দ্বারা চালিত এবং সম্পূর্ণ পরিবেশ বান্ধব।
[/spoiler]

৭. কোন দেশে সম্প্রতি মহাত্মা গান্ধীর নামে ‘Green Triangle’ উদ্বোধন করা হয়েছে?

(A) শ্রীলঙ্কা
(B) মায়ানমার
(C) মাদাগাস্কার
(D) নেপাল

[spoiler title=”উত্তর : “] (C) মাদাগাস্কার
ভারতের স্বাধীনতার ৭৫তম বছর স্মরণে মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোতে মহাত্মা গান্ধীর নামে একটি “Green Triangle” উদ্বোধন করা হয়েছে। [/spoiler]

৮. কোন দেশ সম্প্রতি ‘ডে-লাইট সেভিং টাইম’ (DST) স্থায়ী করে ‘Sunshine Protection Act’ পাস করেছে?

(A) রাশিয়া
(B) কানাডা
(C) ব্রাজিল
(D) মার্কিন যুক্তরাষ্ট্র

[spoiler title=”উত্তর : “] (D) মার্কিন যুক্তরাষ্ট্র
এই আইনে শীতের আগমন এবং প্রস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ ঘড়ির কাঁটা এগিয়ে এবং পিছিয়ে রাখার দ্বিবার্ষিক প্রথা বাতিল করা হয়েছে। [/spoiler]

৯. কাকে সম্প্রতি ‘Covid-19 Commitment Award’ প্রদান করা হল?

(A) মনোহরলাল খট্টার
(B) মমতা ব্যানার্জী
(C) মুকেশ ত্যাগী
(D) গনেসি লাল

[spoiler title=”উত্তর : “] (A) মনোহরলাল খট্টার

  • ১৬ই মার্চ, ২০২২-এ, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারকে এশিয়া ওয়ান ম্যাগাজিন দ্বারা ‘COVID-19 Commitment Award’-এ সম্মানিত করা হয়েছিল।
  • করোনা মহামারীর চ্যালেঞ্জিং পরিবেশ সত্ত্বেও রাজ্যের অর্থনীতির পুনরুজ্জীবন এবং সমাজের সামষ্টিক কল্যাণে অবদানের জন্য মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকে এই সম্মান দেওয়া হয়েছে।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button