NotesGeneral Knowledge Notes in Bengali

ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস PDF । Sources of Indian Constitution – PDF Download

Sources of Indian Constitution PDF

ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস নিয়ে। ভারতীয় সংবিধানের রচয়িতারা পৃথিবীর বহুদেশের সংবিধান থেকে উপাদান সংগ্রহ করেছেন | তবে গ্রেট ব্রিটেনের শাসনব্যবস্থা এবং ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক প্রণীত ভারত শাসন আইন, বিশেষত ভারত শাসন আইন, ১৯৩৫ হল স্বাধীন ভারতের সংবিধানের প্রধান উৎস ।

ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস তালিকা

ভারতীয় সংবিধানের কোন অংশটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তার একটি সুন্দর তালিকা নিচে দেওয়া রইলো।

১. সংসদীয় আইন ব্যবস্থা
২. আইনের শাসন
৩. আইন প্রণয়ন পদ্ধতি
৪. একক নাগরিকত্বের ধারণা
৫. পাবলিক একাউন্টস কমিটি
৬. দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ
৭. লোকসভার স্পিকারের কার্যাবলী
৮. রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান
৯ .শক্তিশালী নিম্ন কক্ষ বিশিষ্ট আইনসভা
ব্রিটেন
১. সংবিধান সংশোধনের পদ্ধতি
২. রাজ্যসভায় সদস্য নির্বাচন
দক্ষিণ আফ্রিকা
জরুরী অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদজার্মানি
১. শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, অবশিষ্ট ক্ষমতা (Residual Power )
২. কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার বন্টন
কানাডা
লোকপালসুইডেন
১. মৌলিক  দায়িত্ব
২. পঞ্চবার্ষিকী পরিকল্পনা
৩. লোকসভার স্পিকারের কার্যাবলী
সোভিয়েত রাশিয়া
১. যুগ্ম তালিকা
২. প্রস্তাবনার ভাষা
অস্ট্রেলিয়া
১. রাষ্ট্রের নিৰ্দেশাত্বক নীতি
২. রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য
৩.রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি
আয়ারল্যান্ড
১. মৌলিক  অধিকার
২. বিচারব্যবস্থার স্বাধীনতা
৩. বিচারবিভাগীয় পুনর্বিবেচনা
৪. সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণের পদ্ধতি
৫. প্রস্তাবনা
৬. লিখিত সংবিধানের ধারণা
৭. রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি
৮. সুপ্রিম কোর্টের ধারণা
৯. রাষ্ট্রপতি সৈন্যবাহিনীর সর্বোচ্চ কমান্ডার
মার্কিন যুক্তরাষ্ট্র
১. রাজ্যপাল
২. যুক্তরাষ্ট্রীয় বিচারব্যবস্থার ক্ষমতা
৩. যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো
ভারত শাসন আইন , ১৯৩৫
সুপ্রিমকোর্টের কার্য পরিচালনার নিয়মাবলীজাপান
স্বাধীনতা, সাম্য ও সৌভাতৃত্বের ধারণাফ্রান্স
ভারতীয় সংবিধানের উৎস তালিকা

ভারতীয় সংবিধানের উৎস সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে?

দক্ষিণ আফ্রিকা

ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?

অস্ট্রেলিয়া

ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে?

আমেরিকা

ভারতীয় সংবিধানের নির্দেশমুলক নীতিগুলি কোন দেশের সংবিধানের থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া হয়েছে ?

আয়ারল্যান্ড

নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির পিডিএফ ফাইল ডাউনলোড করে নাও ।


Download File

  • File Name : ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস – বাংলা কুইজ
  • File Format : PDF
  • Size : 1748 KB
  • No of pages : 03
  • Language : Bengali
  • Subject : Indian Polity

এরকম আরও কিছু পোস্ট

ভারতীয় সংবিধানের বিভিন্ন পার্ট । Parts Articles of the Indian Constitutions – PDF Download

ভারতীয় সংবিধানের প্রস্তাবনা । Preamble to the Constitution of India

সংবিধানের তফসিল

ভারতীয় সংবিধানের WRIT বা লেখ

ভারতের অর্থ কমিশন ।Finance Commission in India

Covered Topic : ভারতীয় সংবিধান বই pdf download, Sources of Indian Constitution PDF in Bengal, কোন দেশ থেকে কি ভারতীয় সংবিধানে নেওয়া হয়েছে,ভারতীয় সংবিধানের উৎস গুলি আলোচনা করো 

গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর :

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে আগত ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া রইলো।

১. [WBCS Preli 02] কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণাটি গ্রহণ করা হয়েছে?
Ⓐ আয়ারল্যান্ডের সংবিধান থেকে
Ⓑ ভারত শাসন আইন, ১৯৩৫
Ⓒ সোভিয়েত রাশিয়ার সংবিধান
Ⓓ সুইজারল্যান্ডের সংবিধান
উত্তর : Ⓐ আয়ারল্যান্ডের সংবিধান থেকে

২. “Socialist” শব্দটি ভারতীয় সংবিধানের মুখবন্ধতে যোগ করা হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ?
Ⓐ ৩৮ তম সংশোধনী আইন
Ⓑ ৪২ তম সংশোধনী আইন
Ⓒ ৪৬ তম সংশোধনী আইন
Ⓓ ৪৪ তম সংশোধনী আইন
উত্তর : Ⓑ ৪২ তম সংশোধনী আইন

৩. যুগ্ম তালিকা বা কংকার্রেন্ট লিস্ট -এর ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
Ⓐ দক্ষিণ আফ্রিকা
Ⓑ অস্ট্রেলিয়া
Ⓒ কানাডা
Ⓓ জার্মানি
উত্তর : Ⓑ অস্ট্রেলিয়া


৪. [WBCS Preli 10] ভারতীয় সংবিধান নিম্নোক্ত আইনকে মডেল করে গড়ে উঠেছে
Ⓐ ভারত শাসন আইন, ১৮৪৮
Ⓑ ভারত শাসন আইন, ১৯১৯
Ⓒ ভারত শাসন আইন, ১৯৩৫
Ⓓ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ১৯০৯
উত্তর : Ⓒ ভারত শাসন আইন, ১৯৩৫

৫. বিচারসংক্রান্ত ক্ষেত্রে ‘জনস্বার্থ মামলা’ বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের ধারণাটি কোন দেশ থেকে ভারতে এসেছে ?
Ⓐ ব্রিটেন
Ⓑ আমেরিকা
Ⓒ কানাডা
Ⓓ আয়ারল্যান্ড
উত্তর : Ⓐ ব্রিটেন

৬. ভারতীয় সংবিধানে বর্ণিত “বিচারবিভাগীয় পুনর্বিবেচনা” ( জুডিশিয়াল রিভিউ ) -এর ধারণা গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে ?
Ⓐ ফ্রান্স
Ⓑ আমেরিকা
Ⓒ ব্রিটেন
Ⓓ কানাডা
উত্তর : Ⓑ আমেরিকা

৭. ভারতীয় সংবিধান সংশোধনী পদ্ধতি গড়ে উঠেছে কোন দেশের সংবিধানের অনুকরণে ?
Ⓐ দক্ষিণ আফ্রিকা
Ⓑ কানাডা
Ⓒ সুইজারল্যান্ড
Ⓓ ব্রিটেন
উত্তর : Ⓐ দক্ষিণ আফ্রিকা


৮. মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
Ⓐ আমেরিকা
Ⓑ রাশিয়া
Ⓒ কানাডা
Ⓓ আয়ারল্যান্ড
উত্তর : Ⓐ আমেরিকা


৯. ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
Ⓐ সুইডেন
Ⓑ আয়ারল্যান্ড
Ⓒ জার্মানি
Ⓓ সোভিয়েত রাশিয়া
উত্তর : Ⓓ সোভিয়েত রাশিয়া


১০. ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
Ⓐ দক্ষিণ আফ্রিকা
Ⓑ ইউ এস এ
Ⓒ ইউ কে
Ⓓ আয়ারল্যান্ড
উত্তর : Ⓒ ইউ কে


১১. ভারতীয় সংবিধানে বর্ণিত জরুরি অবস্থার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
Ⓐ জার্মানি
Ⓑ সুইডেন
Ⓒ দক্ষিণ আফ্রিকা
Ⓓ গ্রেট বিট্রেন
উত্তর : Ⓐ জার্মানি


১২. শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রশাসনিক কাঠামো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
Ⓐ কানাডা
Ⓑ ইউ কে
Ⓒ ইউ এস এস আর
Ⓓ ইউ এস এ
উত্তর : Ⓐ কানাডা


১৩. ভারতীয় সংবিধানে বর্ণিত লোকপালের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
Ⓐ সুইজারল্যান্ড
Ⓑ কানাডা
Ⓒ সুইডেন
Ⓓ জার্মানি
উত্তর : Ⓒ সুইডেন


১৪. কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি গৃহীত হয়েছে ?
Ⓐ আমেরিকা
Ⓑ ব্রিটেন
Ⓒ কানাডা
Ⓓ দক্ষিণ আফ্রিকা
উত্তর : Ⓐ আমেরিকা


১৫. পাবলিক একাউন্টস কমিটির ধারণা কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে ?
Ⓐ গ্রেট ব্রিটেন
Ⓑ আমেরিকা
Ⓒ কানাডা
Ⓓ সুইডেন
উত্তর : Ⓐ গ্রেট ব্রিটেন


১৬. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব – বোধের যে ধারণা উল্লিখিত হয়েছে, সেটি গৃহীত হয়েছে নিম্নলিখিত কোন ঐতিহাসিক ঘটনার অনুপ্রেরণায় ?
Ⓐ বলশেভিক বিপ্লব
Ⓑ ফরাসি বিপ্লব
Ⓒ ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব
Ⓓ আমেরিকার স্বাধীনতা সংগ্রাম
উত্তর : Ⓑ ফরাসি বিপ্লব


১৭. ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণা গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান অনুসারে ?
Ⓐ মার্কিন যুক্তরাষ্ট্র
Ⓑ গ্রেট ব্রিটেন
Ⓒ কানাডা
Ⓓ অস্ট্রেলিয়া
উত্তর : Ⓐ মার্কিন যুক্তরাষ্ট্র


১৮. ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
Ⓐ আমেরিকা
Ⓑ অস্ট্রেলিয়া
Ⓒ দক্ষিণ আফ্রিকা
Ⓓ জার্মানি
উত্তর : Ⓑ অস্ট্রেলিয়া


১৯. সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারকদের অপসারণ পদ্ধতির ধারণা কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছিল ?
Ⓐ মার্কিন যুক্তরাষ্ট্র
Ⓑ সুইডেন
Ⓒ জাপান
Ⓓ দক্ষিণ আফ্রিকা
উত্তর : Ⓐ মার্কিন যুক্তরাষ্ট্র


২০. রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি ভারতীয় সংবিধানে কোন দেশের সংবিধান অনুসারে গৃহীত হয়েছে ?

Ⓐ মার্কিন যুক্তরাষ্ট্র
Ⓑ আয়ারল্যান্ড
Ⓒ অস্ট্রেলিয়া
Ⓓ ব্রিটেন
উত্তর : Ⓑ আয়ারল্যান্ড


২১. জরুরি অবস্থার সময় মৌলিক অধিকারগুলি রদ করার ধারণাটি ভারতীয় সংবিধানে কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
Ⓐ দক্ষিণ আফ্রিকা
Ⓑ মার্কিন যুক্তরাষ্ট্র
Ⓒ জার্মানি
Ⓓ সুইডেন
উত্তর : Ⓒ জার্মানি

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button