Daily Current Affairs in BengaliCurrent Affairs

15th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

15th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৫ই মে  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 15th May Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. নিচের কোন ফুটবল দল 2022 Italian Cup চ্যাম্পিয়ন হয়েছে?

(A) Juventus
(B) Inter Milan
(C) Atlanta
(D) Venezia

[spoiler title=”উত্তর : “] (B) Inter Milan

  • ১২ই মে ২০২২ এ ফাইনালে জুভেন্টাসকে ৪-২ গোলে পরাজিত করার পর ইন্টার মিলান ২০২২ সালের ইতালিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়েছে।
  • এটি ছিল ইন্টার মিলানের অষ্টম ইতালিয়ান কাপ।
[/spoiler]

২. ফোর্বস ম্যাগাজিনের তালিকায় এখনও পর্যন্ত ২০২২ সালে বিশ্বের সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদ কে হলেন?

(A) লিওনেল মেসি
(B) নেইমার
(C) ক্রিস্টিয়ানো রোনালদো
(D) লেব্রন জেমস

[spoiler title=”উত্তর : “] (A) লিওনেল মেসি

  • মেসির মোট আয় ১৩০ মিলিয়ন ডলার।
  • ফোর্বসের তালিকা অনুসারে, মেসির পরে রয়েছেন লস অ্যাঞ্জেলেস লেকার্সের US সুপারস্টার লেব্রন জেমস, যিনি ১২১.২ মিলিয়ন ডলার আয় করেছেন।
  • ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালডো ১১৫ মিলিয়ন ডলার আয় করে তৃতীয় স্থানে রয়েছেন।
[/spoiler]

৩. বিশ্বব্যাপী ফোর্বসের সর্বশেষ Global 2000 তালিকায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের স্থান কত?

(A) ৫১
(B) ৫৭
(C) ৫৫
(D) ৫৩

[spoiler title=”উত্তর : “] (D) ৫৩

  • রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ফোর্বসের সর্বশেষ Global 2000 বিশ্বব্যাপী পাবলিক কোম্পানির তালিকায় ৫৩ তম স্থানে রয়েছে।
  • রিলায়েন্স হল তালিকায় শীর্ষস্থানীয় ভারতীয় সংস্থা, তারপরে ভারতীয় স্টেট ব্যাঙ্ক ১০৫ নম্বরে, HDFC ব্যাঙ্ক ১৫৩ নম্বরে এবং ICICI ব্যাঙ্ক ২০৪ নম্বরে রয়েছে ৷
  • Berkshire Hathaway কোম্পানি এই লিস্টে প্রথম স্থানে রয়েছে।
[/spoiler]

৪. কোন দিনটিতে প্রতিবছর আন্তর্জাতিক পরিবার দিবস পালিত হয়?

(A) ১৪ই মে
(B) ১৭ই মে
(C) ১৬ই মে
(D) ১৫ই মে

[spoiler title=”উত্তর : “] (D) ১৫ই মে

  • প্রতি বছর ১৫ই মে আন্তর্জাতিক পরিবার দিবস পালন করা হয়।
  • দিবসটি ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ঘোষণা করেছিল।
  • ২০২২ সালের ‘International Family Day’-এর থিম হল – “Families and Urbanization”।
[/spoiler]

৫. ‘গগনযান মানব মিশন’ কর্মসূচির জন্য ISRO সম্প্রতি একটি human-rated সলিড রকেট বুস্টার এর টেস্ট সফলভাবে সম্পন্ন করেছে। রকেট বুস্টারটির নাম কি?

(A) HS-200
(B) UA120
(C) SRB-A
(D) AJ-60A

[spoiler title=”উত্তর : “] (A) HS-200

  • ISRO সফলভাবে ১৩ই মে ২০২২-এ এই টেস্ট সম্পন্ন করেছে।
  • শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে পরীক্ষাটি চালানো হয়।
[/spoiler]

৬. কেন্দ্রীয় সরকার অবিলম্বে নিম্নলিখিত কোন পণ্যের রপ্তানি নিষিদ্ধ করেছে?

(A) চাল
(B) ভুট্টা
(C) আঁখ
(D) গম

[spoiler title=”উত্তর : “] (D) গম

  • কেন্দ্রীয় সরকার অবিলম্বে গম রপ্তানি নিষিদ্ধ করেছে।
  • ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড ১৩ই মে ২০২২ এ এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
  • গম রপ্তানি নীতিতে বিভিন্ন সংশোধনী আনা হয়েছে।
[/spoiler]

৭. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি পদত্যাগ করেছেন?

(A) ত্রিপুরা
(B) অরুণাচলপ্রদেশ
(C) পাঞ্জাব
(D) তামিলনাড়ু

[spoiler title=”উত্তর : “] (A) ত্রিপুরা

  • ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হলেন মানিক সাহা।
  • ত্রিপুরার রাজধানী আগরতলা।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button