1st August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
1st August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১লা আগস্ট – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 1st August Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. বার্মিংহামে চলমান কমনওয়েলথ গেমস (CWG) ২০২২ – এ অংশগ্রহণকারী ভারতের সবচেয়ে কনিষ্ঠ ক্রীড়াবিদ কে?
(A) দেবব্রত রায়
(B) আনহাত সিং
(C) নরেন্দ্র গাহলট
(D) সুরকুমার সিং
- ১৪ বছর বয়সী স্কোয়াশ খেলোয়াড় আনাহাত সিং বার্মিংহামে চলমান কমনওয়েলথ গেমস (CWG) ২০২২ এ অংশগ্রহণকারী ভারতের সর্বকনিষ্ঠ ক্রীড়াবিদ।
- তিনি দিল্লির বাসিন্দা এবং বর্তমানে নবম শ্রেণীতে অধ্যয়নরত।
- ২০২২ সালে এশিয়ান জুনিয়র স্কোয়াশে তার জয়ের পর তাকে ভারতীয় দলের জন্য নির্বাচিত করা হয়েছিল।
- ২৯শে জুলাই ২০২২-এ, আনাহাত তার প্রতিপক্ষ জাদা রসকে পরাজিত করে CWG 2022-এ তার অভিষেক ম্যাচ জিতেছিল।
২. কোন ফর্মুলা ওয়ান রেসিং ড্রাইভার সম্প্রতি ‘হাঙ্গেরিয়ান F1 গ্র্যান্ড প্রিক্স’-এ জয়লাভ করেছেন?
(A) কার্লোস সেঞ্জ
(B) ম্যাক্স ভার্স্টাপেন
(C) চার্লস লেক্লার্ক
(D) লুইস হ্যামিল্টন
- ৩১শে জুলাই ২০২২ এ রেড বুলের ম্যাক্স ভার্স্ট্যাপেন হাঙ্গেরিয়ান ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স-এ জয়লাভ করেছেন ।
- মার্সিডিজের লুইস হ্যামিল্টন এবং জর্জ রাসেল যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে এসেছেন।
- ম্যাক্স ভার্স্টাপেন ২০২২ সালে এ পর্যন্ত ৮টি রেস জিতেছেন – সৌদি আরব জিপি, এমিলিয়া রোমাগনা জিপি, মিয়ামি জিপি, স্প্যানিশ জিপি, আজারবাইজান জিপি, কানাডিয়ান জিপি, ফ্রেঞ্চ জিপি এবং এবার হাঙ্গেরিয়ান জিপি।
৩. বার্মিংহামে চলমান কমনওয়েলথ গেমস ২০২২-এ পুরুষদের ৬৭ কেজি বিভাগে সম্প্রতি কোন ভারতীয় ভারোত্তোলক স্বর্ণপদক জিতেছেন?
(A) বিকাশ ঠাকুর
(B) সতীশ শিবলিঙ্গম
(C) জেরেমি লালরিন্নুঙ্গা
(D) গুরদীপ সিং
- ভারতীয় ভারোত্তোলক জেরেমি লালরিনুঙ্গা ৩১শে জুলাই ২০২২-এ বার্মিংহামে চলমান কমনওয়েলথ গেমস ২০২২-এ পুরুষদের ৬৭ কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন।
- ৩০শে জুলাই মীরাবাই চানুর স্বর্ণ পদক জেতার পর এটি CWG-2022 এ ভারতের দ্বিতীয় স্বর্ণপদক।
- মেয়েদের ৪৯ কেজি বিভাগে সোনা জিতেছিলেন মিরাবাই চানু।
৪. দিল্লির পরবর্তী পুলিশ কমিশনার হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) বিবেক রথী
(B) সতীশ সিং
(C) রবি গুপ্ত
(D) সঞ্জয় অরোরা
- রাকেশ আস্থানার স্থলাভিষিক্ত হবেন তিনি।
- এর আগে, ২০২১ সালের আগস্ট থেকে তিনি Indo-Tibetan Border Police (ITBP)-এর ডিজি হিসাবে নিযুক্ত ছিলেন।
- ২০০৪ সালে তিনি ‘পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস’-এ ভূষিত হয়েছেন।
৫. কোন রাজ্যের পুলিশকে সম্প্রতি উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু কর্তৃক মর্যাদাপূর্ণ ‘President’s Colours’ প্রদান করা হয়েছে?
(A) অন্ধ্র প্রদেশ
(B) আসাম
(C) উত্তর প্রদেশ
(D) তামিলনাড়ু
- উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ৩১শে জুলাই ২০২২ এ তামিলনাড়ু (TN) পুলিশকে মর্যাদাপূর্ণ ‘প্রেসিডেন্টস কালার’ প্রদান করেছেন।
- এটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সামরিক, আধাসামরিক এবং পুলিশ বাহিনীকে দেওয়া সর্বোচ্চ সম্মান।
- যদিও এটি তামিলনাড়ু পুলিশের জন্য ২০০৯ সালে অনুমোদিত হয়েছিল, এতদিন আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি।
- তামিলনাড়ু দক্ষিণ ভারতের প্রথম পুলিশ বাহিনী যারা এই সম্মান পেয়েছে।
৬. অচিন্ত শেউলী কমনওয়েলথ গেমস ২০২২-এ কোন ভারোত্তোলন বিভাগে ভারতের হয়ে তৃতীয় সোনা জিতেছেন?
(A) ৬৭ কেজি
(B) ৮৬ কেজি
(C) ৭৩ কেজি
(D) ৬০ কেজি
- ভারতীয় ভারোত্তোলক অচিন্ত শেউলী মোট ৩১৩ কেজি (১৪৩ কেজি ও ১৭০ কেজি) ভার উত্তোলনের পরে ৩১শে জুলাই, ২০২২-এ বার্মিংহামে চলমান কমনওয়েলথ গেমসের তৃতীয় দিনে পুরুষদের ৭৩ কেজি ইভেন্টে ভারতের তৃতীয় সোনা জিতেছেন।
৭. কোন রাজ্য সম্প্রতি ‘মুখ্যমন্ত্রী সারথী যোজনা’ চালু করেছে?
(A) ঝাড়খন্ড
(B) উত্তর প্রদেশ
(C) বিহার
(D) কর্ণাটক
- এই প্রকল্পের অধীনে, রাজ্য সরকার সমস্ত বিভাগ/সম্প্রদায়ের শিক্ষার্থীদের, যারা UPSC, JPSC এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিংয়ের খরচ বহন করতে অক্ষম, তাদের সরকারি খরচে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করবে।
৮. সম্প্রতি কোন দিনটিতে পৃথিবী তার সবচেয়ে ছোট দিনের রেকর্ড করলো?
(A) ২৮শে জুলাই
(B) ২রা আগস্ট
(C) ১লা আগস্ট
(D) ২৯শে জুলাই
- ২৯শে জুলাই ২০২২ এ পৃথিবী তার সবচেয়ে ছোট দিন রেকর্ড করলো।
- সাধারণত নিজের অক্ষের চারিদিকে একপাক ঘুরতে পৃথিবীর সময় লাগে ২৪ঘন্টা, কিন্তু ২৯শে জুলাই ২০২২ এ ২৪ ঘন্টার থেকে ১.৫৯ মিলিসেকেন্ড আগেই একটি সম্পূর্ণ পাক শেষ করে ফেলে পৃথিবী।
- এর আগে নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরতে এত কম সময় কখনো লাগেনি পৃথিবীর।
- এর আগে ২০২০ সালের ১৯শে জুলাই ২৪ ঘন্টার ১.৪৭ মিলিসেকেন্ড আগে একটি পাক সম্পন্ন করেছিল পৃথিবী।
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here