Daily Current Affairs in BengaliCurrent Affairs

23rd December Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

23rd December Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৩শে ডিসেম্বর – ২০২১ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 23rd December Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি কোন দেশ সফলভাবে তার দেশীয়ভাবে তৈরি ‘বাবর ক্রুজ মিসাইল 1B’-নামের একটি উন্নত সংস্করণের মিসাইলের টেস্টফাইয়ার সম্পন্ন করেছে?

(A) পাকিস্তান
(B) তুরস্ক
(C) ইজরায়েল
(D) ইরান

[spoiler title=”উত্তর : “] (A) পাকিস্তান

  • মিসাইলটি ‘বাবর ক্রুজ মিসাইল 1A’ এর উন্নত একটি সংস্করণ, যা পাকিস্তান দ্বারা ২০২১এর ১১ই ফেব্রুয়ারি টেস্টফায়ার করা হয়েছিল।
  • তবে এই ‘বাবর ক্রুজ মিসাইল 1B’ নামক মিসাইলটির সফল টেস্টফায়ার করা হল ২১শে ডিসেম্বর ২০২১এ, যা প্রায় ৯০০কিমি দূরের টার্গেটে আঘাত হানতে পারে।

 

[/spoiler]

২. ২০২২ সালের ICC Under -19 Men’s World Cup-এ ভারতীয় দলের হয়ে নেতৃত্ব দেবেন কে?

(A) নিশান্ত সিন্ধু
(B) সিদ্ধার্থ যাদব
(C) দীনেশ বানা
(D) যশ ধুল

[spoiler title=”উত্তর : “] (D) যশ ধুল

  • ICC Under -19 Men’s World Cup ১৪ই জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে।

 

[/spoiler]

৩. ‘BrahMos Aerospace Limited’-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) নীরজ শ্রীবাস্তব
(B) অতুল দিনকর রানে
(C) অমর সিং রাঠোর
(D) অভয় আগরওয়াল

[spoiler title=”উত্তর : “] (B) অতুল দিনকর রানে

BrahMos Aerospace Limited:

  • এটি একটি ইন্দো-রাশিয়ান মাল্টিন্যাশনাল এরোস্পেস এবং ডিফেন্স কর্পোরেশন, যার মূল উৎপাদন বস্তু হল ক্রুজ মিসাইল (Cruise Missile)।
  • এটি ১৯৯৮ সালে এ. শিবথানু পিল্লাই দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
  • এটির সদর দফতর নয়াদিল্লিতে।
[/spoiler]

৪. ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) সম্প্রতি নিচের কোন কর্পোরেট গভর্নেন্স ইনিশিয়েটিভ চালু করেছে?

(A) NSE Corporate
(B) NSE Money
(C) NSE Go
(D) NSE Prime

[spoiler title=”উত্তর : “] (D) NSE Prime

NSE:

  • ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড হল ভারতের শীর্ষস্থানীয় স্টক এক্সচেঞ্জ যা মহারাষ্ট্রের মুম্বাই-এ অবস্থিত।
  • NSE ১৯৯২ সালে দেশের প্রথম ডিম্যাটেরিয়ালাইজড ইলেকট্রনিক এক্সচেঞ্জ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
  • নগদ ইক্যুইটিতে NSE বিশ্বের 4 তম স্থানে রয়েছে।
[/spoiler]

৫. ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের (BWF) অ্যাথলেটস কমিশনের সদস্য হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) সাইনা নেহওয়াল
(B) পারুপল্লী কাশ্যপ
(C) বি সুমিত রেড্ডি
(D) পিভি সিন্ধু

[spoiler title=”উত্তর : “] (D) পিভি সিন্ধু

  • ২০১৬ সালে রিও অলিম্পিকেও রৌপ্য পদক জিতেছিলেন সিন্ধু।
  • মর্যাদাপূর্ণ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে, সিন্ধু ২০১৯ সালে দুটি ব্রোঞ্জ এবং একটি সোনার পাশাপাশি দুটি রৌপ্য জিতেছে।
[/spoiler]

৬. কোন রাজ্য সম্প্রতি পুলিশ ডিপার্টমেন্টের সমস্ত পদে ট্রান্সজেন্ডারদের ১% সংরক্ষণ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে?

(A) গুজরাট
(B) অন্ধ্র প্রদেশ
(C) কর্ণাটক
(D) রাজস্থান

[spoiler title=”উত্তর : “] (C) কর্ণাটক

কর্ণাটক:

  • জেলার সংখ্যা : 31টি।
  • লোকসভা আসন : 28টি।
  • রাজ্যসভার আসন : 12টি।
  • জাতীয় উদ্যান : আনশি জাতীয় উদ্যান, বান্দিপুর জাতীয় উদ্যান, ব্যানারঘাটা জাতীয় উদ্যান, কুদ্রেমুখ জাতীয় উদ্যান, রাজীব গান্ধী (নাগারহোল) জাতীয় উদ্যান।
  • বাঁধ : আলমাট্টি বাঁধ (কৃষ্ণা নদী), কৃষ্ণ রাজা সাগর বাঁধ (কাবেরী নদী), তুঙ্গভদ্রা বাঁধ (তুঙ্গভদ্রা নদী), বাণী বিলাস সাগর বাঁধ (বেদাবতী নদী), সুপা বাঁধ (কালী নদী)।
[/spoiler]

৭. ভারত ওড়িশা উপকূলে সম্প্রতি নিচের কোন শর্ট-রেঞ্জ-এর, ‘সারফেস টু সারফেস গাইডেড ব্যালিস্টিক মিসাইল’-টির সফলভাবে টেস্টফায়ার করেছে?

(A) নির্ভয়
(B) পূর্ণিমা
(C) শক্তি
(D) প্রলয়

[spoiler title=”উত্তর : “] (D) প্রলয়

  • ‘প্রলয়’ হল একটি ৩৫০-৫০০ কিলোমিটারের শর্ট-রেঞ্জ-এর, মিসাইল যার পেলোড ক্ষমতা ৫০০-১,০০০ কেজি।
[/spoiler]

৮. প্রতি বছর কবে ‘জাতীয় কৃষক দিবস’ (National Farmers’ Day) পালন করা হয়?

(A) ২৩শে ডিসেম্বর
(B) ২২শে ডিসেম্বর
(C) ২৩শে জানুয়ারী
(D) ১৩ই জানুয়ারী

[spoiler title=”উত্তর : “] (A) ২৩শে ডিসেম্বর

  • ২৩ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী এবং কৃষক নেতা চৌধুরী চরণ সিং-এর জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কিষান দিবস হিসাবে পালিত হয়।
  • তিনি ২৮শে জুলাই, ১৯৭৯ থেকে ১৪ই জানুয়ারি, ১৯৮০ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
[/spoiler]

৯. বাংলাদেশের ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান মেন্’স হকি চ্যাম্পিয়নশিপ ২০২১-এ কোন দেশ ব্রোঞ্জ পদক জিতেছে?

(A) পাকিস্তান
(B) থাইল্যান্ড
(C) মালয়েশিয়া
(D) ভারত

[spoiler title=”উত্তর : “] (D) ভারত

  • ভারত পাকিস্তানকে ৪-৩ ব্যবধানে হারিয়ে পাঁচ দলের টুর্নামেন্টে তৃতীয় হয়েছে।
  • প্রথম হিসাবে সোনা জিতেছে দক্ষিণ কোরিয়া এবং রৌপ্য পদক জিতেছে জাপান।
[/spoiler]

১০. মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে অনুষ্ঠিত, ‘জুনিয়র US ওপেন স্কোয়াশ টুর্নামেন্ট’-এ অনুর্ধ্ব-১৫ মেয়েদের বিভাগে কে জিতেছে?

(A) শ্রীময়ী ঘোষাল
(B) আনহাত সিং
(C) সাইরাস পোঞ্চা
(D) মিগুয়েল রদ্রিগেজ

[spoiler title=”উত্তর : “] (B) আনহাত সিং

  • ভারতের আনহাত সিং ২২শে ডিসেম্বর ২০২১-এ ফিলাডেলফিয়ায় অনূর্ধ্ব-১৫ মেয়েদের বিভাগে ‘জুনিয়র US ওপেন স্কোয়াশ টুর্নামেন্ট’-এ জয়ী হয়েছে।
  • ফাইনালে আনহাত মিশরের জায়েদা মারেইকে পরাজিত করে।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button