Daily Current Affairs in BengaliCurrent Affairs

29th October Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৯শে অক্টোবর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 29th October Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 28th October Current Affairs Quiz 2023 – Bengali


১. নিচের কোন ক্রিকেটার টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে টানা ছয়টি হাফ সেঞ্চুরি করেছেন?

(A) বিরাট কোহলি
(B) রিয়ান পরাগ
(C) মনীশ পান্ডে
(D) রুরুতাজ গায়কওয়াদ

উত্তর
(B) রিয়ান পরাগ

  • বিশ্বকাপ চলার মাঝেই ঘরোয়া ক্রিকেটে নতুন কীর্তি গড়ে ফেললেন অসমের ব্যাটার রিয়ান পরাগ।
  • প্রথম ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ছ’টি অর্ধশতরান করলেন তিনি।
  • সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কেরলের বিরুদ্ধে অপরাজিত ৫৭ করার পরেই এই নজির গড়েছেন তিনি।
  • রিয়ান এর আগে বিহার, সার্ভিসেস, সিকিম, চণ্ডীগড় এবং হিমাচল প্রদেশের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন। ষষ্ঠ অর্ধশতরান এসেছে কেরলের বিরুদ্ধে।

২. নিম্নলিখিত উত্তর-পূর্ব রাজ্যগুলির মধ্যে কোনটি মেরা হাউচংবা বার্ষিক উৎসব উদযাপন করেছে?

(A) মণিপুর
(B) মিজোরাম
(C) মেঘালয়
(D) অরুণাচল প্রদেশ

উত্তর
(A) মণিপুর
মণিপুরে, বার্ষিক উৎসব – মেরা হাউচংবা ইম্ফলের কাংলায় পালিত হয়েছে।
পার্বত্য উপজাতি এবং রাজ্যের উপত্যকার জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধি ও সুসংহত করার জন্য উৎসবটি অনুষ্ঠিত হয়।

৩. লি কেকিয়াং ৬৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন?

(A) উত্তর কোরিয়া
(B) তাইওয়ান
(C) চীন
(D) হংকং

উত্তর
(C) চীন

  • দশ বছর চিনের প্রিমিয়ার হিসেবে দায়িত্ব ছিলেন।
  • সাত মাস আগে সেই দায়িত্ব থেকে অবসর নেন তিনি। বিশ্রামেই কাটছিল দিনগুলি।
  • সম্প্রতি চিনের সাংহাইতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হলে তিনি। চিনের প্রাক্তন প্রিমিয়ার লি কেকিয়াং।
  • মৃত্যুকালে তাঁর বয়স হয় ৬৮ বছর।

৪. কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের স্বদেশ দর্শন 2.0 প্রকল্পে পাঞ্জাবের কোন দুটি শহর বেছে নেওয়া হয়েছে?

(A) অমৃতসর ও মোগা
(B) অমৃতসর ও কাপুরথালা
(C) পাটিয়ালা ও কাপুরথালা
(D) অমৃতসর ও পাঠানকোট

উত্তর
(B) অমৃতসর ও কাপুরথালা
পাঞ্জাবে, দুটি শহর, অমৃতসর এবং কাপুরথালা, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের স্বদেশ দর্শন 2.0 প্রকল্পের অধীনে নির্বাচিত দেশের ১৫টি রাজ্যের ঐতিহাসিক ও ধর্মীয় পর্যটন গুরুত্বের ৩০টি শহরের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে।

৫. কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের চতুর্থ প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে নিম্নলিখিত কে লেহের সিন্ধু সংস্কৃতি কেন্দ্রে অংশগ্রহণ করবে?

(A) নরেন্দ্র মোদি
(B) অমিত শাহ
(C) দ্রৌপদী মুর্মু
(D) মনোজ সিনহা

উত্তর
(C) দ্রৌপদী মুর্মু
এই অনুষ্ঠান উপলক্ষ্যে ৩১শে অক্টোবর লেহ পৌঁছবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ।

৬. প্যারা এশিয়ান গেমস ২০২২ -এ ভারত কয়টি পদক জিতেছে?

(A) ১১০
(B) ১১১
(C) ১১২
(D) ১১৩

উত্তর
(B) ১১১
ভারত ২৯টি স্বর্ণ, ৩১টি রৌপ্য এবং ৫১টি ব্রোঞ্জ সহ মোট ১১১টি পদক জিতে নিয়েছে ২০২৩ সালে আয়োজিত প্যারা এশিয়ান গেমস ২০২২-এ ।

৭. বিউটিওয়ার্ল্ড মিডল ইস্ট ২০২৩ (Beautyworld Middle East 2023) হোস্ট করতে চলেছে –

(A) দুবাই
(B) কুয়েত সিটি
(C) কায়রো
(D) শারম এল শেখ

উত্তর
(A) দুবাই
বিউটিওয়ার্ল্ড মিডল ইস্ট ২০২৩ (Beautyworld Middle East 2023) হোস্ট করতে চলেছে দুবাই ।

৮. ২০২৩ সালের অক্টোবরে পাটনার মহেন্দ্রু ঘাটে কে রোজগার মেলার উদ্বোধন করেছিলেন?

(A) অমিত শাহ
(B) রাজেন্দ্র আরলেকার
(C) নীতীশ কুমার
(D) গিরিরাজ সিং

উত্তর
(D) গিরিরাজ সিং
পাটনার মহেন্দ্রু ঘাটে রোজগার মেলার উদ্বোধন করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং৷

৯. “Warrior on Wheels – Wheelchair to Padma Shri” – বইটি সম্প্রতি কে প্রকাশ করেছেন ?

(A) নরেন্দ্র মোদি
(B) দ্রৌপদী মুর্মু
(C) অমিত শাহ
(D) মনোজ সিনহা

উত্তর
(D) মনোজ সিনহা
লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা শ্রীনগরের রাজভবনে “ওয়ারিয়র অন হুইলস – হুইলচেয়ার টু পদ্মশ্রী” শীর্ষক বইটি প্রকাশ করেছেন৷

১০. গীতা প্রেস গোরখপুরের ট্রাস্টি বৈজনাথ আগরওয়াল ৯০ বছর বয়সে মারা গেছেন। বৈজনাথ আগরওয়াল গীতা প্রেসের ট্রাস্টি হিসেবে কতদিন কাজ করেছিলেন?

(A) ১০
(B) ২০
(C) ৩০
(D) ৪০

উত্তর
(D) ৪০

  • প্রয়াত হয়েছেন উত্তর প্রদেশের গোরক্ষপুরের গীতা প্রেসের ট্রাস্টি বৈজনাথ আগরওয়াল।
  • বৈজনাথ আগরওয়ালের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
  • গত ৪০ বছর ধরে গীতা প্রেসের ট্রাস্টি হিসাবে, বৈজনাথজির জীবন সামাজিক সচেতনতা এবং মানব কল্যাণে নিবেদিত।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button