26th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
26th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৬শে ফেব্রুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 26th February Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 25th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. নিচের কোনটি AI ল্যাঙ্গুয়েজে মডেল LLaMA চালু করতে চলেছে ?
(A) আমাজন
(B) মাইক্রোসফট
(C) গুগল
(D) মেটা
LLaMA হল একটি বৃহৎ ল্যাংগুজে মডেল যা ChatGPT-এর মতো এবং এটি META তৈরি করতে চলেছে। [/spoiler]
২. “New START Treaty’” কোন দুটি দেশের মধ্যে চুক্তি ?
(A) মার্কিন যুক্তরাষ্ট্র-আরব আমিরাত
(B) মার্কিন যুক্তরাষ্ট্র-রাশিয়া
(C) ফ্রান্স-ভারত
(D) ভারত-শ্রীলঙ্কা
নিউ স্টার্ট চুক্তি হল মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে শেষ অবশিষ্ট পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি এই চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করার রাশিয়ার অভিপ্রায় ঘোষণা করেছেন।
এই চুক্তিটি ২০১০ সালে স্বাক্ষরিত হয়েছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মধ্যে।
[/spoiler]৩. ‘মুকাব’ কোন দেশের সাথে যুক্ত একটি নতুন উন্নয়ন প্রকল্প ?
(A) ইসরাইল
(B) ফ্রান্স
(C) অস্ট্রেলিয়া
(D) সৌদি আরব
মুকাব একটি নতুন উন্নয়ন প্রকল্প যা সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেছেন।
এই পরিকল্পনার লক্ষ্য দেশটির রাজধানী রিয়াদে ‘দ্য মুকাব’ নামে বিশ্বের বৃহত্তম অভ্যন্তরীণ-নগর ভবন নির্মাণ করা।
[/spoiler]৪. ULTRASAT, কোন দেশের প্রথম টেলিস্কোপ মিশন?
(A) সংযুক্ত আরব আমিরাত
(B) ইসরাইল
(C) ইরান
(D) ফ্রান্স
ULTRASAT, ইসরাইলের প্রথম টেলিস্কোপ মিশন।
২০২৬ সালের প্রথম দিকে NASA এবং ইসরায়েল স্পেস এজেন্সির মধ্যে পার্টেরশিপের মাধ্যমে এটি জিওস্টেশনারি কক্ষপথে শুরু করার পরিকল্পনা রয়েছে।
[/spoiler]৫. সম্প্রতি কোন দেশে প্রায় ৬.৮ মাত্রার ভূমিকম্প পরিলক্ষিত হয়েছে ?
(A) বাহরাইন
(B) ভুটান
(C) তাজিকিস্তান
(D) উজবেকিস্তান
২৩শে ফেব্রুয়ারি তাজিকিস্তানে এই ভূমিকম্প পরিলক্ষিত হয়েছে। চীন এবং তাজিকিস্তানের আশেপাশের দেশগুলোতেও এর সামান্য প্রভাব পরিলক্ষিত হয়েছে।
- রাজধানী – দুশানবে
- মুদ্রা – তাজিকি সোমনি
- প্রেসিডেন্ট – ইমোমালি রহমান
- অফিসিয়াল ভাষা – তাজিক
৬. ২০২৪ থেকে ২০২৭ – এই চার বছরের মেয়াদের জন্য জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) বহিরাগত অডিটর হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে?
(A) সত্য পাল মালিক
(B) গিরিশ চন্দ্র মুর্মু
(C) আরিফ মোহাম্মদ খান
(D) যশবন্ত সিনহা
কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG), গিরিশ চন্দ্র মুর্মুকে ২০২৪ থেকে ২০২৭ -এই চার বছরের মেয়াদের জন্য জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বহিরাগত অডিটর হিসেবে নির্বাচিত করা হয়েছে।
- এটি জাতিসংঘের একটি সংস্থা যা শ্রম সমস্যা, আন্তর্জাতিক শ্রম মান এবং সামাজিক সুরক্ষা নিয়ে কাজ করে।
- এটি একটি ত্রিপক্ষীয় সংস্থা যা সরকার, নিয়োগকর্তা এবং শ্রমিকদের একত্রিত করে।
- ১৯১৯ সালে ভার্সাই চুক্তি দ্বারা এটি প্রতিষ্ঠিত হ।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
- ১৯৬৯ সালে এই সংস্থা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল।
To check our latest Posts - Click Here