31st July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
31st July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৩১শে জুলাই – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 31st July Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. Bloomberg Billionaires Index অনুযায়ী বর্তমানে এশিয়ার সবচেয়ে ধনী মহিলা কে?
(A) নীতা আম্বানি
(B) কৃষ্ণা গোদরেজ
(C) সাবিত্রী জিন্দাল
(D) কিরণ মজুমদার
- ১৮ বিলিয়ন ডলারের সম্পদের সাথে সাবিত্রী জিন্দাল চীনের ইয়াং হাইয়ানকে ছাড়িয়ে এশিয়ার সবচেয়ে ধনী মহিলা হিসাবে আবির্ভূত হয়েছেন।
- সাবিত্রী তার প্রয়াত স্বামী ওম প্রকাশ জিন্দাল কর্তৃক প্রতিষ্ঠিত ওপি জিন্দাল গ্রুপের চেয়ারপার্সন ।
- কোম্পানিটি ইস্পাত উৎপাদনের দিক থেকে ভারতে তৃতীয় বৃহত্তম।
২. টি-টোয়েন্টির ইতিহাসে পরপর দুটি শতরানকারী প্রথম ক্রিকেটার হলেন কে?
(A) গুস্তাভ ম্যাককিওন
(B) বেন স্টোকস
(C) রোহিত শর্মা
(D) বিরাট কোহলি
- ফ্রান্সের ক্রিকেটার গুস্তাভ ম্যাককিওন তার আন্তর্জাতিক ক্যারিয়ারে একটি ব্যতিক্রমী সূচনা করেছেন।
- তিনি টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে পরপর দুটি শতরান করেছেন।
- ২৭শে জুলাই ২০২২ এ নরওয়ের বিরুদ্ধে ‘2024 T20 World Cup Europe Qualifier’ ম্যাচে ৫৩ বলে ১০১ রান করে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন।
- এছাড়াও এর আগে, তিনি ২৫শে জুলাই সুইজারল্যান্ডের বিরুদ্ধে ১০৯ রানের সাথে তার সেঞ্চুরি করেছিলেন এবং T20I তে সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় (১৮ বছর) হয়েছিলেন।
৩. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি ‘মুখ্যমন্ত্রী মহতারি ন্যায় রথ’ লঞ্চ করেছেন?
(A) মধ্য প্রদেশ
(B) উত্তর প্রদেশ
(C) মহারাষ্ট্র
(D) ছত্তিশগড়
- ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ২৮শে জুলাই ২০২২-এ রাজ্যের মহিলাদের তাদের সাংবিধানিক অধিকার সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্যে ‘মুখ্যমন্ত্রী মহতারি ন্যায় রথ’-লঞ্চ করেছেন।
- এই রথটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের মাধ্যমে মহিলাদের অধিকার সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য রাজ্যজুড়ে ভ্রমণ করবে।
- রথটিতে একটি বড় LED স্ক্রিন থাকবে যার উপর ছত্তিশগড়ী এবং হিন্দি ভাষায় জাতীয়ভাবে পুরস্কৃত শিক্ষামূলক শর্ট ফিল্মগুলি দেখানো হবে।
- প্রতিটি রথে দুজন আইনজীবী থাকবেন, যারা মহিলাদের অভিযোগ শুনবেন এবং তথ্য ও পরামর্শ দেবেন।
- ‘হরেলী তিহার’ উপলক্ষে এই রথযাত্রা শুরু করা হয়েছে।
৪. সম্প্রতি কে কমনওয়েলথ গেমস ২০২২ এ ভারতের প্রথম স্বর্ণপদক জিতলেন?
(A) কুঞ্জরানি দেবী
(B) মীরাবাই চানু
(C) সতীশ শিবলিঙ্গম
(D) বিকাশ ঠাকুর
- ভারতের ভারোত্তোলক মীরাবাই চানু মহিলাদের ৪৯ কেজি ভারোত্তোলন বিভাগে কমনওয়েলথ গেমস ২০২২-এ ভারতের প্রথম স্বর্ণপদক জিতেছেন।
- তিনি মোট ২০১ কেজির (৮৮ কেজি ১১৩ কেজি) বড় উত্তোলন করেছেন।
- রৌপ্য পদক জিতেছেন মরিশাসের মারি হানিত্রা রোইলিয়া রানাইভোসো।
৫. সম্প্রতি কে ভারোত্তোলনে মহিলাদের ৫৫ কেজিতে বিভাগে রৌপ্য জিতেছেন?
(A) বিন্দিয়ারানি দেবী
(B) কার্নাম মালেস্বরী
(C) স্বাতী সিং
(D) নিলম শেট্টি
- ভারতের ভারোত্তোলক, বিন্দিয়ারানী দেবী মহিলাদের ৫৫ কেজি বিভাগে রৌপ্য জিতেছেন।
- তিনি মোট ২০২ কেজির (৮৬ কেজি ও ১১৬ কেজি) ভারোত্তোলন করেছেন।
- নাইজেরিয়ার আদিজাত আদেনিকে ওলারিনয়ে এই ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন।
৬. সম্প্রতি কে বার্মিংহামে কমনওয়েলথ গেমস ২০২২-এ পুরুষদের ৬১ কেজি ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন?
(A) প্রদীপ সিং
(B) সতীশ শিবলিঙ্গম
(C) গুরুরাজা পূজারি
(D) দীপক লাঠের
- ভারতীয় ভারোত্তোলক, গুরুরাজা পূজারি বার্মিংহাম কমনওয়েলথ গেমস ২০২২-এ পুরুষদের ৬১কেজি ফাইনালে একটি ব্রোঞ্জ পদক জিতেছেন।
- তিনি ২৬৯ কেজির সম্মিলিত ভারোত্তোলন করেছেন (snatch-এ ১১৮ কেজি এবং ১৫১ কেজির ক্লিন অ্যান্ড জার্ক)।
৭. প্রতিবছর কোন দিনটিতে বিশ্ব বনরক্ষী দিবস (World Ranger Day) পালিত হয়?
(A) ৩১শে জুলাই
(B) ৩০শে জুন
(C) ১৪ই আগস্ট
(D) ১লা আগস্ট
- প্রতি বছর ৩১শে জুলাই বিশ্ব রেঞ্জার দিবস পালন করা হয়।
- প্রকৃতি সংরক্ষণে পার্ক রেঞ্জারদের (বনরক্ষীদের) অবদানকে সম্মান জানাতে ‘ইন্টারন্যাশনাল রেঞ্জার ফেডারেশন’ এই দিবসটি প্রতিষ্ঠা করেছে।
- এই দিনটি সেই রেঞ্জারদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন, যারা দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।
৮. প্রখ্যাত নির্মলা মিশ্র সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কি জন্য বিখ্যাত ছিলেন?
(A) অভিনেত্রী
(B) লেখিকা
(C) সাংবাদিক
(D) গায়িকা
- তিনি প্রধানত ওড়িয়া এবং বাংলা ভাষার গায়িকা হিসাবে বিখ্যাত ছিলেন।
- ওড়িয়া সঙ্গীতে তার আজীবন অবদানের জন্য তিনি ‘সঙ্গীত সুধাকর বালকৃষ্ণ দাস পুরস্কার’ পেয়েছিলেন।
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here