Current Topics

2022 Commonwealth Games – কমনওয়েলথ গেমস ২০২২

India at the 2022 Commonwealth Games

2022 Commonwealth Games – কমনওয়েলথ গেমস ২০২২

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো 2022 Commonwealth Games / কমনওয়েলথ গেমস ২০২২ নিয়ে। দেখে নেবো বিস্তারিত তথ্য ও সাথে সম্পূর্ণ মেডেল বিজেতাদের তালিকা India at the 2022 Commonwealth Games

বিভিন্ন আন্তর্জাতিক গেমসের ভেন্যু | Venue of Important International Games

এর আগের কমনওয়েলথ গেমস হয়েছিল অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে ২০১৮ সালে। ২০১৮ সালের কমনওয়েলথ গেমস সম্পর্কে জানতে নিচে লিংকে ক্লিক করুন।

কমনওয়েলথ গেমস ২০১৮

২০১৮ সালের কমনওয়েলথ গেমসে ভারত ২৬টি স্বর্ণপদকসহ তৃতীয় স্থান অধিকার করেছিল (প্রথম – অস্ট্রেলিয়া, দ্বিতীয় – ইংল্যান্ড ) ।

কমনওয়েলথ গেমসের ভেন্যু

সালস্থান
২০১৪গ্লাসগো, স্কটল্যান্ড
২০১৮ গোল্ডকোস্ট, অস্ট্রেলিয়া
২০২২বার্মিংহাম, ইংল্যান্ড
২০২৬ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া
Venue of Commonwealth Games

২০২২ কমনওয়েলথ গেমস সম্পর্কিত তথ্য

২৮শে জুলাই ২০২২ থেকে ৮ই আগস্ট পর্যন্ত ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হচ্ছে ২২তম কমনওয়েলথ গেমস।

Birmingham 2022 Commonwealth Games logo

এই গেমসে অংশগ্রহণ করবে কমনওয়েলথ গেমস এসোসিয়েশন এর ৭২টি দেশ।

স্পনসর : বার্মিংহাম ২০২২ এর অফিসিয়াল স্পনসর হল – Longines, University of Birmingham, E.ON, Chase, Severn Trent এবং Dettol.

ম্যাসকট : কমনওয়েলথ গেমস ২০২২ এর ম্যাস্কট হলো Perry the Bull । এটি ডিজাইন করেছেন এম্মা লৌ ।

Perry and Emma Lou
কমনওয়েলথ গেমস ২০২২ এর ম্যাস্কট Perry the Bull এবং তার স্রষ্টা এম্মা লৌ

ভারতে কমনওয়েলথ গেমস ব্রডকাস্ট করার অধিকার পেয়েছে – Sony Pictures Sports Network

কমনওয়েলথ ২০২২ – বিভিন্ন দেশের অবস্থান

কমনওয়েলথ ২০২২ – এ শীর্ষে থাকা ১০টি দেখার বিভিন্ন তথ্য নিচে দেওয়া রইলো

নংদেশগোল্ডসিলভারব্রোন্জেমোট মেডেল
অস্ট্রেলিয়া৬৬৫৫৫৩১৭৪
ইংল্যান্ড৫৫৫০৫৩১৬৮
কানাডা২৬৩১৩৪৯২
ভারত২২১৬২৩৬১
নিউজিল্যান্ড১৯১২১৭৪৮
স্কটল্যান্ড১২১১২৬৪৯
নাইজেরিয়া১২১৪৩৫
ওয়েলস১৩২৭
দক্ষিণ আফ্রিকা১১২৭
১০নর্দান আয়ারল্যান্ড১৮
বিভিন্ন দেশের মেডেল সংখ্যা

২০২২ সালের কমনওয়েলথ – এ ভারত চতুর্থ স্থানে রয়েছে ।

কমনওয়েলথ ২০২২ – ভারতীয় মেডেল বিজেতাদের সম্পূর্ণ তালিকা

২০১৮ সালের কমনওয়েলথ গেমসে ভারত তৃতীয় স্থান অধিকার করেছিল। তবে ২০২২ সালে ২২টি স্বর্ণ পদকসহ ভারত চতুর্থ স্থান অধিকার করে নিয়েছে।

২০২২ সালের কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে পতাকাবাহী ছিলেন হকি খেলোয়াড় মনপ্রীত সিং এবং ব্যাডমিন্টন অ্যাথলিট পি ভি সিন্ধু ।

২০২২ সালের কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম পদক জিতে নেন – সংকেত সাগর (ভারোত্তোলন / ব্রোন্জ ) ।

commonweath medal
Common Wealth Medal India
নংনামইভেন্টমেডেল
সাইকম মিরাবাই চানুভারোত্তোলনগোল্ড
জেরেমি লালরিনুঙ্গাভারোত্তোলনগোল্ড
অচিন্ত্য শিউলিভারোত্তোলনগোল্ড
রুপা রানী তিরকি
নয়নমনি সাইকিয়া
লাভলী চৌবে
পিংকি সিং
লন বল
(মহিলা টিম )
গোল্ড
হরমিত দেশাই
সানিল শেঠি
অচন্ত শরৎ
সাথিয়ান জ্ঞানসেকরন
টেবিল টেনিস
(পুরুষ টিম )
গোল্ড
সুধীরপ্যারা পাওয়ারলিফটিংগোল্ড
বজরং পুনিয়াকুস্তিগোল্ড
সাক্ষী মালিককুস্তিগোল্ড
দীপক পুনিয়াকুস্তিগোল্ড
১০রবি কুমার দাহিয়াকুস্তিগোল্ড
১১ভিনেশ ফোগাটকুস্তিগোল্ড
১২নবীন মালিককুস্তিগোল্ড
১৩ভাবিনা প্যাটেলটেবিল টেনিসগোল্ড
১৪নিতু ঘাংঘাসবক্সিংগোল্ড
১৫অমিত পানঘলবক্সিংগোল্ড
১৬এলডহোস পলঅ্যাথলেটিক্সগোল্ড
১৭নিখাত জারিনবক্সিংগোল্ড
১৮শ্রীজা আকুলাটেবিল টেনিসগোল্ড
১৯পি. ভি. সিন্ধুব্যাডমিন্টনগোল্ড
২০লক্ষ্য সেনব্যাডমিন্টনগোল্ড
২১সাত্বিক সাইরাজ র‍্যাঙ্কিং রেড্ডি
চিরাগ শেঠি
ব্যাডমিন্টনগোল্ড
২২শরথ অচন্তটেবিল টেনিসগোল্ড
২৩সংকেত সাগরভারোত্তোলনসিলভার
২৪বিন্দ্যারানী দেবীভারোত্তোলনসিলভার
২৫শুশীলা লিকমাবামজুডোসিলভার
২৬বিকাশ ঠাকুরভারোত্তোলনসিলভার
২৭শ্রীকান্ত কিদাম্বি
সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি
বি সুমিত রেড্ডি
লক্ষ্য সেন
চিরাগ শেঠি
গায়ত্রী গোপীচাঁদ
তৃষা জলি
আকর্ষি কাশ্যপ
অশ্বিনী পোনাপ্পা
পি ভি সিন্ধু
ব্যাডমিন্টন
(মিক্সড টিম )
সিলভার
২৮তুলিকা মানজুডোসিলভার
২৯মুরালি শ্রীশঙ্করঅ্যাথলেটিক্সসিলভার
৩০আংশু মালিককুস্তিসিলভার
৩১প্রিয়াঙ্কা গোস্বামীঅ্যাথলেটিক্সসিলভার
৩২অবিনাশ সাবলঅ্যাথলেটিক্সসিলভার
৩৩সুনীল বাহাদুর
নবনীত সিং
চন্দন সিং
দীনেশ কুমার
লন বোলিংসিলভার
৩৪আবদুল্লাহ আবুবকরঅ্যাথলেটিক্সসিলভার
৩৫সাথিয়ান জ্ঞানসেকরন
শরৎ অচন্ত
টেবিল টেনিসসিলভার
৩৬ভারতীয় মহিলা ক্রিকেট দলক্রিকেটসিলভার
৩৭সাগর আহলাওয়াতবক্সিংসিলভার
৩৮ভারতীয় পুরুষ হকি দলহকিসিলভার
৩৯গুরুরাজা পূজারিভারোত্তোলনব্রোঞ্জ
৪০বিজয় কুমার যাদবজুডোব্রোঞ্জ
৪১হরজিন্দর কৌরভারোত্তোলনব্রোঞ্জ
৪২লাভপ্রীত সিংভারোত্তোলনব্রোঞ্জ
৪৩সৌরভ ঘোষালস্কোয়াশব্রোঞ্জ
৪৪গুরদীপ সিংভারোত্তোলনব্রোঞ্জ
৪৫তেজস্বিন শঙ্করঅ্যাথলেটিক্সব্রোঞ্জ
৪৬দিব্যা কাকরানকুস্তিব্রোঞ্জ
৪৭মোহিত গ্রেওয়ালকুস্তিব্রোঞ্জ
৪৮জেসমিন ল্যাম্বোরিয়াবক্সিংব্রোঞ্জ
৪৯পূজা গেহলটকুস্তিব্রোঞ্জ
৫০পূজা সিহাগকুস্তিব্রোঞ্জ
৫১মোহাম্মদ হুসামুদ্দিনবক্সিংব্রোঞ্জ
৫২দীপক নেহরাকুস্তিব্রোঞ্জ
৫৩সোনালবেন প্যাটেলটেবিল টেনিসব্রোঞ্জ
৫৪রোহিত টোকাসবক্সিংব্রোঞ্জ
৫৫ভারতীয় মহিলা হকি দলহকিব্রোঞ্জ
৫৬সন্দীপ কুমারঅ্যাথলেটিক্সব্রোঞ্জ
৫৭আন্নু রানীঅ্যাথলেটিক্সব্রোঞ্জ
৫৮সৌরভ ঘোষাল
দীপিকা পাল্লিকাল
স্কোয়াশব্রোঞ্জ
৫৯শ্রীকান্ত কিদাম্বিব্যাডমিন্টনব্রোঞ্জ
৬০গায়ত্রী গোপীচাঁদ
তৃষা জলি
ব্যাডমিন্টনব্রোঞ্জ
৬১সাথিয়ান জ্ঞানসেকরনটেবিল টেনিসব্রোঞ্জ
Commonwealth Games 2022: India medals tally

কমনওয়েলথ গেমসে ভারতীয়দের মেডেল বিভাগ

লিঙ্গ অনুযায়ী মেডেল তালিকা নিচে দেওয়া রইলো –

2022 Commonwealth Games
2022 Commonwealth Games

কোন খেলায় কতগুলি মেডেল এসেছে তার তালিকা নিচে দেওয়া রইলো –

কমনওয়েলথে বিভিন্ন খেলায় মেডেল সংখ্যা
কমনওয়েলথে বিভিন্ন খেলায় মেডেল সংখ্যা

কমনওয়েলথ গেমস ২০২২ – প্রশ্নোত্তর

১. ২০২২ সালের কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয় ?
বার্মিংহাম, ইংল্যান্ড ।

২. ২০২২ সালের কমনওয়েলথ গেমসের ম্যাসকট কী ?
পেরি ( Perry, a bull)

৩. কমন ওয়েলথ গেমস ২০২২ এর থিম কী ?
গেমস ফর এভরিওয়ান ।

৪. ভারত ২০২২ সালের কমনওয়েলথ গেমসে মোট কতগুলি পদক অর্জন করে?
৬১ টি ( স্বর্ণ : ২২, রৌপ্য : ১৬, ব্রোঞ্জ : ২৩)

৫. কমনওয়েলথ গেমস ২০২২ এ ভারতের হয়ে সর্বাধিক পদক কে জিতেছেন ?
অচিন্ত্য শরথ কমল ( ৪ টি, টেবিল টেনিস )

৬. কমন ওয়েল্থ গেমস এর প্রবর্তক কে ?
Melville Marks Robinson ।

৭. ২০২২ সালের কমনওয়েলথ গেমসে কোন ক্রীড়ার ক্ষেত্রে ভারতীয়রা সব কটি বিভাগে মেডেল অর্জন করেছেন ?
Wrestling । ( ১২ টি ইভেন্টে ১২ টি মেডেল)

৮. ২০২২ সালের কমনওয়েলথ গেমসে সবার্ধিক পদক জেতে কোন দেশ ?
অস্ট্রেলিয়া ।

৯. এই বছর কমনওয়েলথ গেমসে মোট কতগুলি ধরনের খেলা/ইভেন্ট হয়েছে ?
২০ টি ।

১০. কমনওয়েলথ গেমসে ২০২২ সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক কে ছিলেন ?
অচিন্ত্য শরথ কমল, পি ভি সিন্ধু ।

১১. ২০২২ সালের কমনওয়েলথ গেমসে ভারতের কনিষ্ঠতম পদক জয়ী ক্রীড়াবিদ কে ?
Jeremy Lalrinnunga ( পুরুষদের ভারোত্তোলন, ৬৭ কেজি বিভাগ )

১২. প্রথম কোন ভারতীয় কমনওয়েলথ গেমসে স্বর্ণ পদক জিতেছেন ?
মিলখা সিং। (১৯৫৮)

১৩. ২০২২ সালের কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী ভারতের কনিষ্ঠতম ক্রীড়াবিদ কে ?
অনাহত সিং ( ১৪ বছর, স্কোয়াস)

১৪. কমন ওয়েলথ্ গেমস চালু হয় ১৯৩০ সাল থেকে। ১৯৩০-১৯৫০ সাল পর্যন্ত এই প্রতিযোগিতা কী নামে পরিচিত ছিল ?
British Empire Games

১৫. ২০২৬ সালের কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে ?
ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া ।

Download Section

  • File Name: 2022 Commonwealth Games – কমনওয়েলথ গেমস ২০২২
  • File Size: 2.3 MB
  • No. of Pages: 12
  • Language: Bengali

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button