NotesCurrent TopicsGeneral Knowledge Notes in Bengali

জাতীয় চিকিৎসক দিবস – National Doctors’ Day – ১ লা জুলাই

National Doctors’ Day

জাতীয় চিকিৎসক দিবস – National Doctors’ Day – ১ লা জুলাই

আজ ১ লা জুলাই, প্রতি বছর, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (Indian Medical Association/ IMA) কর্তৃক আজকের দিন ‘জাতীয় চিকিৎসক দিবস‘ (National Doctors’ Day) হিসাবে পালিত হয়। ১ লা জুলাই কিংবদন্তী চিকিৎসক তথা বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের (Dr. Bidhan Chandra Roy) জন্ম ও মৃত্যুবার্ষিকী । তাঁর স্মরণেই ১ লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস রূপে পালন করা হয়।

জাতীয় চিকিৎসক দিবসের ইতিহাস

বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায় ১৮৮১ সালের ১ লা জুলাই জন্মগ্রহণ করেন । তাঁর মৃত্যু হয় ১৯৬২ সালের ১ লা জুলাই। চিকিৎসা ক্ষেত্রে তাঁর অবদানকে স্বীকৃতি জানাতে ১৯৯১ সালে এই দিনটি প্রথম উদযাপন করা হয়েছিল। যাদবপুর টি.বি.হাসপাতাল, চিত্তরঞ্জন সেবা সদন, কমলা নেহেরু মেমোরিয়াল হাসপাতাল, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন (কলেজ), চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল এবং চিত্তরঞ্জন সেবা সদন (মহিলা ও শিশু বিভাগ)-র মতো হাসপাতাল ও চিকিৎসা ক্ষেত্রে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ব্রিটিশ মেডিকেল জার্নালে, তাঁকে ভারত উপমহাদেশের প্রথম মেডিক্যাল পরামর্শদাতা বলা হয়েছিল।

ভারতে চিকিৎসক দিবস ১ লা জুলাই পালন করা হলেও বিশ্বজুড়ে চিকিৎসকের দিবস বিভিন্ন তারিখে পালিত হয় ।

  • banglaquiz-in-443979.hostingersite.com এর পক্ষ থেকে সকল চিকিৎসদের প্রতি রইল অশেষ শ্রদ্ধা ।

জাতীয় চিকিৎসক দিবসের গুরুত্ব(Importance of Doctors’ Day)

চিকিৎসাক্ষেত্রের সঙ্গে যুক্ত সকল ব্যক্তিদের ভূমিকাকে সম্মান জানানোর জন্য ‘জাতীয় চিকিৎসক দিবস’ পালন করা হয় । এদিন ডক্টরদের কাজ এবং দায়িত্বগুলি স্বীকৃতি দেওয়ার বিশেষ দিন। কোভিড -১৯ অতিমারি প্রাদুর্ভাবে যখন গোটা বিশ্বে মানুষ ভীত, তখনও পিপিই কিটের বেড়াজালে নিজেকে আটকে রেখে সংক্রমণে আক্রান্তের নিরন্তর সেবা করে চলেছেন চিকিৎসক । করোনা কালে এবারে এই দিনটির গুরুত্ব কয়েকগুণ বেড়ে গিয়েছে । ভারতে বর্তমানে প্রতি ১৩৪৩ জন ব্যক্তি প্রতি একজন চিকিৎসক রয়েছেন।

জানো কি !!
২০২০ সাল পর্যন্ত ভারতে নথিভুক্ত চিকিৎসকের সংখ্যা ১২,৫৫,৭৮৬ জন ।   

২০২১ সালের থিম (Theme) :

২০২১ সালের জাতীয় চিকিৎসক দিবসের থিম হল “Building the future with family doctors” ।

২০২২ সালের থিম (Theme) :

২০২২ সালের জাতীয় চিকিৎসক দিবসের থিম হল “Family Doctors on the Front Line” ।

২০২৩ সালের থিম (Theme) :

২০২৩ সালের জাতীয় চিকিৎসক দিবসের থিম হল – “Celebrating Resilience and Healing Hands”.

আরও দেখে নাও :


প্রতিবছর কোন দিনটিতে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয় ?

ভারতে প্রতিবছর ১লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়।

২০২২ সালের জাতীয় চিকিৎসক দিবসের থিম কি ছিল ?

২০২২ সালের জাতীয় চিকিৎসক দিবসের থিম – Family Doctors on the Front Line

ভারতে জাতীয় চিকিৎসক দিবস কার জন্মদিন উপলক্ষে পালন করা হয় ?

বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায় ১৮৮১ সালের ১ লা জুলাই জন্মগ্রহণ করেন । তাঁর জন্মদিন উপলক্ষেই ভারতে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয় ।

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button