Daily Current Affairs in BengaliCurrent Affairs

11th October Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১১ই অক্টোবর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 11th October Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 10th October Current Affairs Quiz 2023 – Bengali


১. কোন রাজ্য সরকার ১১০০ জন মহিলা বিট কনস্টেবলকে গোলাপী স্কুটার দিতে চলেছে ?

(A) মধ্য প্রদেশ
(B) তামিলনাড়ু
(C) কেরালা
(D) উত্তর প্রদেশ

উত্তর
(D) উত্তর প্রদেশ

  • উত্তরপ্রদেশ সরকার সেফ সিটি প্রজেক্টের অধীনে ৩,০০০টি পিঙ্ক বুথ স্থাপন এবং মহিলা বীটদের গোলাপী স্কুটার দেওয়ার পরিকল্পনা করেছে৷
  • এর প্রথম পর্যায়ে ২০টি ধর্মীয় স্থানে গোলাপী বুথ নির্মাণ এবং ১৭টি পৌর কর্পোরেশনে ১১০০ জন মহিলা-বিট কনস্টেবলকে বৈদ্যুতিক দ্বি-চাকার স্কুটার প্রদান করা হবে ।

২. কোন জায়গায়, ভারত সরকার ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০২৩ আয়োজন করতে চলেছে ?

(A) নতুন দিল্লি
(B) লখনউ
(C) ইন্দোর
(D) জয়পুর

উত্তর
(A) নতুন দিল্লি
বিশ্বব্যাপী খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে একত্রিত করতে ভারত সরকার ৩-৫ই নভেম্বর নয়াদিল্লিতে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০২৩ -এর আয়োজন করছে।

৩. নিচের কোন রাজ্য সরকার ‘লেক লড়কি (Lek Ladki)’ প্রকল্প অনুমোদন করেছে?

(A) ওড়িশা
(B) পশ্চিমবঙ্গ
(C) মহারাষ্ট্র
(D) ঝাড়খণ্ড

উত্তর
(D) ঝাড়খণ্ড

  • মহারাষ্ট্র সরকার ‘লেক লাডকি’ (প্রিয় কন্যা) প্রকল্প অনুমোদন করেছে। এটি হলুদ বা জাফরান রেশন কার্ডধারী পরিবারের জন্য প্রযোজ্য হবে।
  • মহারাষ্ট্রের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই প্রকল্পের সূচনা ঘোষণা করেছিলেন। মেয়েরা এই স্কিমের অধীনে নগদ ৭৫ হাজার টাকা পাবে।

৪. অষ্টম ব্রিকস আন্তর্জাতিক প্রতিযোগিতা সম্মেলন (BRICS International Competition Conference) কোথায় অনুষ্ঠিত হবে ?

(A) নতুন দিল্লি
(B) ব্রাসিলিয়া
(C) জাকার্তা
(D) নিউইয়র্ক

উত্তর
(A) নতুন দিল্লি
কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (CCI) ১১-১৩ই অক্টোবর, নতুনদিল্লিতে অষ্টম BRICS আন্তর্জাতিক প্রতিযোগিতা সম্মেলনের আয়োজন করছে।

৫. ২০২৩ সালের আন্তর্জাতিক কন্যা শিশু দিবস (International Day of the Girl Child)-এর থিম কী?

(A) Invest in Girls’ Rights: Our Leadership, Our Well-being
(B) Our time is now—our rights, our future
(C) Digital generation. Our generation
(D) My voice, our equal future

উত্তর
(A) Invest in Girls’ Rights: Our Leadership, Our Well-being

  • আন্তর্জাতিক কন্যা শিশু দিবস প্রতিবছর ১১ই অক্টোবর পালন করা হয়ে থাকে।
  • জাতিসংঘের সাধারণ সভার মধ্যে কানাডায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপনের প্রস্তাব রাখা হয় ।
  • ২০১১ সালের ১৯ ডিসেম্বর তারিখে এই প্রস্তাব রাষ্ট্রসংঘের সাধারণ সভায় গৃহীত হয় ও ২০১২ সালের ১১ অক্টোবর তারিখে প্রথম আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন করা হয়।

৬. GCC সেটআপে বেঙ্গালুরুকে ছাড়িয়ে কোন শহর গ্লোবাল আইটি পরিষেবা পাওয়ার হাউস (Global IT Services Powerhouse) হিসাবে আবির্ভূত হয়েছে?

(A) কলকাতা
(B) মুম্বাই
(C) হায়দ্রাবাদ
(D) গুরুগ্রাম

উত্তর
(C) হায়দ্রাবাদ
হায়দ্রাবাদ গ্লোবাল আইটি পরিষেবা পাওয়ার হাউস হিসাবে সম্প্রতি বেঙ্গালুরুকে ছাড়িয়ে গেছে

৭. পবন সেহরাওয়াত কোন খেলার সঙ্গে যুক্ত?

(A) কাবাডি
(B) ক্রিকেট
(C) ফুটবল
(D) হকি

উত্তর
(A) কাবাডি

  • এশিয়ান গেমসে সোনাজয়ী পবন সেরাওয়াত এ বার ঝড় তুললেন প্রো কবাডি লিগের নিলামে ।
  • প্রো কবাডি লিগের নবম সংস্করণে পবন সেরাওয়াতকে ২ কোটি ২৬ লক্ষ টাকা দিয়ে কিনেছিল তামিল তালাইভাস।
  • গত পিকেএলে পবনই ছিলেন সবচেয়ে দামি প্লেয়ার। এ বারও তিনিই প্রো কবাডি লিগের সবচেয়ে দামি প্লেয়ার।

৮. ২০২৩ সালে বিশ্ব দৃষ্টি দিবস (World Sight Day ) কবে পালন করা হবে ?

(A) ১১ই অক্টোবর
(B) ১২ই অক্টোবর
(C) ১৩ই অক্টোবর
(D) ১৪ই অক্টোবর

উত্তর
(B) ১২ই অক্টোবর

  • প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্ব দৃষ্টি দিবস পালন করা হয়।
  • এ দিবসের মূল লক্ষ্য হলো অন্ধত্ব, দৃষ্টি প্রতিবন্ধকতা এবং চোখের যত্নের বিষয়ে বিশ্ব জনগোষ্ঠীকে সচেতন করে তোলা।
  • ২০২৩ সালে এই দিবসটি ১২ই অক্টোবর পালন করা হবে ।

৯. মন্ত্রিসভা সম্প্রতি একটি স্বায়ত্তশাসিত (autonomous) সংস্থা প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে। এটি হল –

(A) Sabka Yuva Bharat
(B) Mera Yuva Bharat
(C) Aapka Yuva Bharat
(D) Hamara Yuva Bharat

উত্তর
(B) Mera Yuva Bharat

  • প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে স্বায়ত্তশাসিত সংস্থা মেরা যুবা ভারত (মাই ভারত) গঠনে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
  • এর লক্ষ্য হল, প্রযুক্তির মাধ্যমে তরুণদের উন্নয়নে একটি সক্ষম ব্যবস্থা গড়ে তোলা, যুব সম্প্রদায়ের নেতৃত্বে দেশের বিকাশ ও আশা-আকাঙ্খা পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা এবং সরকারের সর্বস্তরে বিকশিত ভারত-এর ভাবনাকে ছড়িয়ে দেওয়া।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button