Science MCQ

বিজ্ঞান MCQ – সেট ৬৩ – পদার্থবিদ্যা

বিজ্ঞান MCQ – সেট ৬৩ – পদার্থবিদ্যা । কার্য, ক্ষমতা ও শক্তি

দেওয়া রইলো কার্য,ক্ষমতা  ও শক্তি সম্পর্কিত ১০ টি প্রশ্নোত্তর ।

১. 2N বল একটি নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকে 60° কোণ উৎপন্ন করে 5m দূরে সরে গেল । কাজের পরিমাণ নির্ণয় কর?

(A) 10 জুল
(B) 1.2 জুল
(C) 5 জুল
(D)  2 জুল

[spoiler title=”উত্তর : “] (C) 5 জুল

W=F. S= F. S. CosA=2.5.cos60⁰ =2.5.1/2=5 জুল

[/spoiler]

২. শক্তি স্কেলার রাশি কারণ এর 

(A) শুধু মান আছে
(B) শুধু দিক আছে
(C) মান ও দিক উভয় আছে
(D) মান ও দিক উভয় নেই

[spoiler title=”উত্তর : “] (A) শুধু মান আছে [/spoiler]

৩. ব্রিটিশ পদ্ধতিতে ক্ষমতার একক কি?

(A) HP
(B) Watt
(C) Kg-watt
(D) Jul/m

[spoiler title=”উত্তর : “] (A) HP [/spoiler]

৪. বাক্যে গুলো ভালো করে পড়ে উত্তর দিন
(i) কার্য পজিটিভ ও নেগেটিভ হয়
(ii) শক্তি শূন্য হতে পারে না
(iii) কার্য করার হার কে ক্ষমতা বলে
নীচের কোনটি সঠিক

(A) শুধু (i)
(B) শুধু (ii)
(C) (i) ও (iii)
(D) (i), (ii) ও (iii)

[spoiler title=”উত্তর : “] (C) (i) ও (iii) [/spoiler]

৫. 1 Jul = কত erg?

(A) 10².10².10³
(B) 10⁵.10².10
(C) 10².10².10²
(D) 10¹⁰.10.10

[spoiler title=”উত্তর : “] (A) 10².10².10³ [/spoiler]

৬. 1 watt =কত HP?

(A) 0.00134
(B) 1.34
(C) 746
(D) 476

[spoiler title=”উত্তর : “] (A) 0.00134 [/spoiler]

৭. নীচের কোনটি সঠিক নয়?

(A) যান্ত্রিকশক্তি = গতিশক্তি + স্থিতিশক্তি
(B) যান্ত্রিকশক্তি সর্বদা ধ্রুবক
(C) কার্য শূন্য হতে পারে না
(D) ক্ষমতা = কার্য /সময়

[spoiler title=”উত্তর : “] (C) কার্য শূন্য হতে পারে না [/spoiler]

৮. S.I. পদ্ধতিতে ক্ষমতার পরম একক হল—

(A) জুল/মিটার
(B) জুল /সেকেন্ড
(C) erg /সেকেন্ড
(D) Erg/মিটার

[spoiler title=”উত্তর : “] (B) জুল /সেকেন্ড [/spoiler]

৯. সূর্যকে, পৃথিবী 365 দিনে একবার পরিক্রমণ করলে, পৃথিবী দ্বারা কার্য কত হবে?

(A) 365×9.8 জুল
(B) 365×981 জুল
(C) 24×9.8 জুল
(D) 0

[spoiler title=”উত্তর : “] (D) 0 [/spoiler]

১০. কার্যের অভিকর্ষীয় একক হল –

(A) জুল
(B) জুল /সেকেন্ড
(C) কিলোগ্রাম. মিটার
(D) গ্রাম. সেন্টিমিটার

[spoiler title=”উত্তর : “] (D) গ্রাম. সেন্টিমিটার [/spoiler]

আরো দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Tapan Dalui

BanglaQuiz Telegram Group Quiz Master. Author of Physics section of BanglaQuiz Website.

Related Articles

দেখে নাও
Close
Back to top button