Science MCQ

বিজ্ঞান MCQ – সেট ৬৪ – পদার্থবিদ্যা

Physics MCQ Set – 64

বিজ্ঞান MCQ – সেট ৬৪ – পদার্থবিদ্যা । তাপ ও তাপমাত্রা

দেওয়া রইলো তাপ ও তাপমাত্রা সম্পর্কিত ১০ টি প্রশ্নোত্তর ।

১. তাপ সম্পর্কে কোনটি সঠিক নয়? 

  • (i) স্কেলার রাশি
  • (ii) এক প্রকার শক্তি
  • (iii) বিসমাথ ও অ্যান্টিমনির জোরা লাগিয়ে একপ্রান্তে তাপ দিলে তড়িৎ প্রবাহ হয়
  • (iv) তাপ, তাপমাত্রার ফল

(A) কেবল (i)
(B) (ii) ও (iii)
(C) কেবল (iii)
(D) কেবল (iv)

উত্তর :
(D) কেবল (iv)

২. S. I. পদ্ধতিতে লীনতাপের একক কি?

(A) জুল
(B) ক্যালোরি/গ্রাম
(C) জুল /কেজি
(D) গ্রাম / ক্যালোরি

উত্তর :
(C) জুল /কেজি

৩. ফারেনহাইট স্কেলের স্থিরাঙ্কগুলির  প্রাথমিক অন্তর কত?

(A) 180⁰ F
(B) 32⁰ F
(C) 212⁰ F
(D) 0⁰ F

উত্তর :
(A) 180⁰ F

৪. জলসম এর  S. I. একক কি?

(A) গ্রাম
(B) কিলোগ্রাম
(C) জুল /কেলভিন
(D) জুল

উত্তর :
(B) কিলোগ্রাম

৫. জলের ব্যতিক্রমী প্রসারণ সংক্রান্ত পরীক্ষাটি করেন –

(A) বিজ্ঞানী জুল
(B) বিজ্ঞানী চার্লস
(C) বিজ্ঞানী হোপ
(D) বিজ্ঞানী নিউটন

উত্তর :
(C) বিজ্ঞানী হোপ

৬. কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি ?

(A) অ্যালকোহল
(B) জল
(C) পেট্রোল
(D) ডিজেল

উত্তর :
(B) জল

৭. যে যন্ত্রের সাহায্যে তাপ পরিমাপ করা হয় , তার নাম

(A) ক্যালােরিমিটার
(B) থার্মোমিটার
(C) ব্যারােমিটার
(D) গ্যালভানােমিটার

উত্তর :
(A) ক্যালােরিমিটার

৮. ক্যালোরিমিতির নীতি কখন প্রযোজ্য হয় না ?

  • (i) কোনো দুটি বস্তুর মধ্যে তাপ আদানপ্রদানের সময় যদি বস্তু দুটির সঙ্গে পারিপার্শ্বিকের তাপ বিনিময় ঘটে.
  • (ii) তাপশক্তি রাসায়নিক বা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়
  • (iii) বস্তু দুটির তাপের পরিমাণ ভিন্ন হলে

(A) কেবল (i) সঠিক
(B) কেবল (ii) সঠিক
(C) (i) ও (ii) সঠিক
(D) (ii) ও (iii) সঠিক

উত্তর :
(C) (i) ও (ii) সঠিক

৯. 1 ক্যালরি = কত জুল?

(A) 4.2
(B) 3.4
(C) 4.2×10⁶
(D) 2.4

উত্তর :
(A) 4.2

১০. 5⁰c উষ্ণতা ফারেনহাইট স্কেলে কত হবে?

(A) 44⁰
(B) 43⁰
(C) 41⁰
(D) 40⁰

উত্তর :
(C) 41⁰ 

আরো দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Tapan Dalui

BanglaQuiz Telegram Group Quiz Master. Author of Physics section of BanglaQuiz Website.

Related Articles

দেখে নাও
Close
Back to top button