Science MCQ

বিজ্ঞান MCQ – সেট ৭৩

Physics MCQ - Set 73

বিজ্ঞান MCQ – সেট ৭২

১. কোন বস্তুর ওজন 29.4 নিউটন হলে তার ভর কত?

(A) 2 কেজি
(B) 3 কেজি
(C) 4 কেজি
(D) 6 কেজি

উত্তর :
(B) 3 কেজি

W=mg

29.4=m×9.8

M=29.4/9.8=3


২. কোল-বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয় ?

(A) ইথেন
(B) মিথেন
(C) LPG
(D) CNG

উত্তর :
(B) মিথেন

৩. আয়তন প্রসারণ গুনাঙ্কের একক কী ?

(A) 1/কেলভিন
(B) 1/লিটার
(C) Cm3
(D) m3

উত্তর :
(A) 1/কেলভিন

৪. নীচের কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক ?

(A) বিশুদ্ধ জলের
(B) চিনির জলীয় দ্রবণের
(C) তরল হাইড্রোজেন ক্লোরাইডের
(D) অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের

উত্তর :
(C) তরল হাইড্রোজেন ক্লোরাইডের

৫. নীচের কোন যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত ?

(A) সোডিয়াম ক্লোরাইড
(B) হাইড্রোজেন ক্লোরাইড
(C) ন্যাপথালিন
(D)  গ্লুকোজ

উত্তর :
(A) সোডিয়াম ক্লোরাইড

৬. নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে নীচের কোন যৌগটি উৎপন্ন হয় ?

(A) NO
(B) NO2
(C) N2O5
(D) HNO3

উত্তর :
(A) NO

৭. মিথেন অণুতে H — C — H বন্ধন কোণের মান কত?

(A) 109⁰28′
(B) 120⁰
(C) 120⁰28′
(D) 180⁰

উত্তর :
(A) 109⁰28′

৮. কোনো তেজস্ক্রিয় মৌলের থেকে কোন কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না?

(A) আলফা
(B) বিটা
(C) গামা
(D) সব গুলি

উত্তর :
(C) গামা

৯. ফুলারিনকে অতিরিক্ত অক্সিজেন সম্পুর্ণ দহন করলে কী গ্যাস উৎপন্ন হয়?

(A) কার্বন-ডাই-অক্সাইড
(B) কার্বন
(C) মিথেন
(D) কার্বন -মনো-অক্সাইড

উত্তর :
(A) কার্বন-ডাই-অক্সাইড

১০. কোন ফসফরাস -কে জলের নিচে রাখা হয়?

(A) লাল
(B) সাদা
(C) কালাে
(D) হলুদ

উত্তর :
(B) সাদা

১১. লিভার এর কার্যনীতি কে আবিষ্কার করেন?

(A) নিউটন
(B) গ্যালেলিও
(C) আর্কিমিডিস
(D) হেনরি লুস্যাক

উত্তর :
(C) আর্কিমিডিস

১২. প্রোটিন থেকে বায়োফুয়েল তৈরিতে সক্ষম

(A) শৈবাল
(B) ইস্ট
(C) পেনিসিলিয়াম
(D) এগারিকাস

উত্তর :
(A) শৈবাল

১৩. পর্যায় সারণিতে অবস্থিত প্রথম ধাতুকল্পের নাম কি?

(A) বোরন
(B) সিলিকন
(C) জার্মেনিয়াম
(D) আর্সেনিক

উত্তর :
(A) বোরন

১৪. একটি বস্তু অনুভূমিক তলে সমদ্রুতিতে গমন করে । তবে বস্তুটির চলার সময় নিচের কোন রাশিটি থাকবে না ?

(A) বেগ
(B) ভরবেগ
(C) গতিশক্তি
(D) ত্বরণ

উত্তর :
(D) ত্বরণ

১৫. নীচের কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লীয় জ্বালানি

(A) ইউরেনিয়াম
(B) প্লুটোনিয়াম
(C) নেপচুনিয়াম
(D) থেরিয়াম

উত্তর :
(A) ইউরেনিয়াম

আরো দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Tapan Dalui

BanglaQuiz Telegram Group Quiz Master. Author of Physics section of BanglaQuiz Website.

Related Articles

Back to top button