Daily Current Affairs in BengaliCurrent Affairs

6th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

6th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৬ই সেপ্টেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 6th September Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোন প্রকল্পের ঘোষণা করেছেন?

(A) PM-SHRI Yojana
(B) Pradhan Mantri Vaya Vandana Yojana
(C) Atal Pension Yojana (APY)
(D) From Jan Dhan to Jan Suraksha Yojna

[spoiler title=”উত্তর”] (A) PM-SHRI Yojana

  • শিক্ষক দিবস উপলক্ষে (৫ই সেপ্টেম্বর ২০২২), প্রধানমন্ত্রী মোদি একটি নতুন উদ্যোগের ঘোষণা করেছেন – এর পুরো নাম Pradhan Mantri Schools For Rising India (PM-SHRI) যোজনা।
  • এই স্কিমটির অধীনে সারা দেশে ১৪৫০০ টিরও বেশি স্কুলের উন্নয়নের পরিকল্পনা করা হবে।
[/spoiler]

২. কেন্দ্রীয় সরকার জাতীয় রাজধানী দিল্লির ঐতিহাসিক রাজপথ এবং সেন্ট্রাল ভিস্তা লনের নাম পরিবর্তন করে কি রাখার সিদ্ধান্ত নিয়েছে?

(A) রাষ্ট্র পথ
(B) কর্তব্য পথ
(C) লক্ষ্য পথ
(D) বিভাব পথ

[spoiler title=”উত্তর”] (B) কর্তব্য পথ

  • সরকার জাতীয় রাজধানী দিল্লির ঐতিহাসিক রাজপথ এবং সেন্ট্রাল ভিস্তা লনের নাম পরিবর্তন করে ‘কর্তব্য পথ’ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৮ই সেপ্টেম্বর ২০২২-এ পরিমার্জিত এই নতুন সেন্ট্রাল ভিস্তার উদ্বোধন করবেন।
  • ব্রিটিশ শাসনামলে রাজপথটি ‘কিংসওয়ে’ নামে পরিচিত ছিল।
[/spoiler]

৩. কাকে সম্প্রতি ‘শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া’ (SCI)-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত করা হয়েছে?

(A) বিনেশ কুমার ত্যাগী
(B) রবি কুশওয়াহা
(C) মনীশ কুমার
(D) সতীশ চন্দ্র

[spoiler title=”উত্তর”] (A) বিনেশ কুমার ত্যাগী

  • বিনেশ কুমার ত্যাগী ৫ই সেপ্টেম্বর ২০২২-এ শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া (SCI)-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
  • বন্দর, শিপিং এবং জলপথ মন্ত্রকের অধীনে, SCI হল ভারতের বৃহত্তম জাহাজ তৈরির কোম্পানি।
  • SCI এর প্রতিষ্ঠাকাল : ২রা অক্টোবর ১৯৬১
  • সদর দপ্তর: মুম্বাই
[/spoiler]

৪. রাজ্যে তিনটি নতুন জেলা যুক্ত করার পর ছত্তিশগড়ের মোট জেলা সংখ্যা কত হল?

(A) ৩১টি
(B) ২৫টি
(C) ২৯টি
(D) ৫৫টি

[spoiler title=”উত্তর”] (A) ৩১টি

  • ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল রাজ্যে তিনটি নতুন জেলার উদ্বোধন করেছেন।
  • নতুন ৩টি জেলা হল মোহলা-মনপুর-আম্বাগড় চৌকি, সারানগড়-বিলাইগড়, এবং খয়রাগড়-চুইখাদান-গান্দাই।

ছত্তিশগড়:

  • রাজধানী: রায়পুর
  • গভর্নর: অনুসুইয়া উইকে
  • মুখ্যমন্ত্রী: ভূপেশ বাঘেল
[/spoiler]

৫. উত্তরপ্রদেশের কোন গ্রামটি প্রতি বাড়িতে RO জলের ব্যবস্থা সহ দেশের প্রথম গ্রাম হয়ে উঠেছে?

(A) ভরতৌল
(B) রামপুর
(C) কৃষ্ণ নগর
(D) মালিহাবাদ

[spoiler title=”উত্তর”] (A) ভরতৌল

  • ‘আদর্শ গ্রাম পঞ্চায়েত’ উদ্যোগের অংশ হিসাবে, উত্তরপ্রদেশের বেরেলি জেলার ভরতৌল গ্রাম প্রতিটি বাড়িতে RO জল সরবরাহকারী রাজ্যের প্রথম গ্রামে পরিণত হয়েছে ৷
  • সকল পরিবারের জন্য বিশুদ্ধ পানীয় জল উপলব্ধ করার লক্ষ্যে গ্রামে চারটি RO প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।
  • এই পদক্ষেপের ফলে মানুষ জলবাহিত রোগ থেকে রক্ষা পাবে।
[/spoiler]

৬. কোন রাজ্য সরকার অভিনেতা কিচ্ছা সুদীপকে তার ‘পুণ্যকোটি দত্তু যোজনা’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে?

(A) তামিলনাড়ু
(B) ওড়িশা
(C) গোয়া
(D) কর্ণাটক

[spoiler title=”উত্তর”] (D) কর্ণাটক

  • কর্ণাটক সরকার অভিনেতা কিচ্চা সুদীপকে তার ‘পুণ্যকোটি দত্তু যোজনা’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করেছে।
  • এই প্রকল্পের উদ্দেশ্য: গো-পালনের বিষয়ে সচেতনতা তৈরি করা এবং রাজ্য জুড়ে গোশালা স্থাপন করা।
  • এই স্কিমটি ২০২২ সালের জুলাই মাসে চালু করা হয়েছিল এবং এর মাধ্যমে যে কোনও ব্যক্তি বা সংস্থা এক বছরের জন্য মোট ১১,০০০ টাকা দিয়ে একটি গরু দত্তক নিতে পারে।
[/spoiler]

৭. সম্প্রতি কে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন?

(A) বরিশ জনসন
(B) লিজ ট্রাস
(C) থেরেসা মে
(D) ঋষি সুনক

[spoiler title=”উত্তর”] (B) লিজ ট্রাস

  • যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ৫ই সেপ্টেম্বর ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন।
  • এই জয়ের মাধ্যমে তিনি থেরেসা মে এবং মার্গারেট থ্যাচারের পর যুক্তরাজ্যের তৃতীয় নারী প্রধানমন্ত্রী হয়েছেন।
[/spoiler]

৮. ৪ঠা সেপ্টেম্বর ২০২২-এ কোন শ্রেণীর একটি ভূ-চৌম্বকীয় ঝড় পৃথিবীতে আঘাত হেনেছে?

(A) G1
(B) G4
(C) G3
(D) G2

[spoiler title=”উত্তর”] (D) G2

  • ৪ঠা সেপ্টেম্বর ২০২২-এ পৃথিবীতে একটি শক্তিশালী ভূ-চৌম্বকীয় ঝড় আঘাত হেনেছে।
  • সৌরঝড়ের ফলে এই G2-শ্রেণীর ভূ-চৌম্বকীয় ঝড় তৈরি হয়েছিল।
  • এর ফলে বিশ্বের বিভিন্ন অংশে অরোরা আবির্ভূত হয়েছিল।
  • ঝড়টি ২৪ ঘন্টা ধরে চলেছিল।
[/spoiler]

৯. নেপালের রাষ্ট্রপতির সরকারি বাসভবন সিতাল নিবাসে সম্প্রতি কাকে নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক পদমর্যাদা দেওয়া হবে?

(A) মনোজ পান্ডে
(B) রানা প্রতাপ কলিতা
(C) আর. হরি কুমার
(D) বি এস রাজু

[spoiler title=”উত্তর”] (A) মনোজ পান্ডে

  • ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে ৫-৮ই সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ৪দিনের নেপাল সফরে রয়েছেন।
  • সেনাপ্রধান হিসেবে এটিই তার প্রথম নেপাল সফর।
  • নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button