Daily Current Affairs in BengaliCurrent Affairs

6th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

6th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৬ই সেপ্টেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 6th September Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোন প্রকল্পের ঘোষণা করেছেন?

(A) PM-SHRI Yojana
(B) Pradhan Mantri Vaya Vandana Yojana
(C) Atal Pension Yojana (APY)
(D) From Jan Dhan to Jan Suraksha Yojna

উত্তর
(A) PM-SHRI Yojana

  • শিক্ষক দিবস উপলক্ষে (৫ই সেপ্টেম্বর ২০২২), প্রধানমন্ত্রী মোদি একটি নতুন উদ্যোগের ঘোষণা করেছেন – এর পুরো নাম Pradhan Mantri Schools For Rising India (PM-SHRI) যোজনা।
  • এই স্কিমটির অধীনে সারা দেশে ১৪৫০০ টিরও বেশি স্কুলের উন্নয়নের পরিকল্পনা করা হবে।

২. কেন্দ্রীয় সরকার জাতীয় রাজধানী দিল্লির ঐতিহাসিক রাজপথ এবং সেন্ট্রাল ভিস্তা লনের নাম পরিবর্তন করে কি রাখার সিদ্ধান্ত নিয়েছে?

(A) রাষ্ট্র পথ
(B) কর্তব্য পথ
(C) লক্ষ্য পথ
(D) বিভাব পথ

উত্তর
(B) কর্তব্য পথ

  • সরকার জাতীয় রাজধানী দিল্লির ঐতিহাসিক রাজপথ এবং সেন্ট্রাল ভিস্তা লনের নাম পরিবর্তন করে ‘কর্তব্য পথ’ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৮ই সেপ্টেম্বর ২০২২-এ পরিমার্জিত এই নতুন সেন্ট্রাল ভিস্তার উদ্বোধন করবেন।
  • ব্রিটিশ শাসনামলে রাজপথটি ‘কিংসওয়ে’ নামে পরিচিত ছিল।

৩. কাকে সম্প্রতি ‘শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া’ (SCI)-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত করা হয়েছে?

(A) বিনেশ কুমার ত্যাগী
(B) রবি কুশওয়াহা
(C) মনীশ কুমার
(D) সতীশ চন্দ্র

উত্তর
(A) বিনেশ কুমার ত্যাগী

  • বিনেশ কুমার ত্যাগী ৫ই সেপ্টেম্বর ২০২২-এ শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া (SCI)-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
  • বন্দর, শিপিং এবং জলপথ মন্ত্রকের অধীনে, SCI হল ভারতের বৃহত্তম জাহাজ তৈরির কোম্পানি।
  • SCI এর প্রতিষ্ঠাকাল : ২রা অক্টোবর ১৯৬১
  • সদর দপ্তর: মুম্বাই

৪. রাজ্যে তিনটি নতুন জেলা যুক্ত করার পর ছত্তিশগড়ের মোট জেলা সংখ্যা কত হল?

(A) ৩১টি
(B) ২৫টি
(C) ২৯টি
(D) ৫৫টি

উত্তর
(A) ৩১টি

  • ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল রাজ্যে তিনটি নতুন জেলার উদ্বোধন করেছেন।
  • নতুন ৩টি জেলা হল মোহলা-মনপুর-আম্বাগড় চৌকি, সারানগড়-বিলাইগড়, এবং খয়রাগড়-চুইখাদান-গান্দাই।

ছত্তিশগড়:

  • রাজধানী: রায়পুর
  • গভর্নর: অনুসুইয়া উইকে
  • মুখ্যমন্ত্রী: ভূপেশ বাঘেল

৫. উত্তরপ্রদেশের কোন গ্রামটি প্রতি বাড়িতে RO জলের ব্যবস্থা সহ দেশের প্রথম গ্রাম হয়ে উঠেছে?

(A) ভরতৌল
(B) রামপুর
(C) কৃষ্ণ নগর
(D) মালিহাবাদ

উত্তর
(A) ভরতৌল

  • ‘আদর্শ গ্রাম পঞ্চায়েত’ উদ্যোগের অংশ হিসাবে, উত্তরপ্রদেশের বেরেলি জেলার ভরতৌল গ্রাম প্রতিটি বাড়িতে RO জল সরবরাহকারী রাজ্যের প্রথম গ্রামে পরিণত হয়েছে ৷
  • সকল পরিবারের জন্য বিশুদ্ধ পানীয় জল উপলব্ধ করার লক্ষ্যে গ্রামে চারটি RO প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।
  • এই পদক্ষেপের ফলে মানুষ জলবাহিত রোগ থেকে রক্ষা পাবে।

৬. কোন রাজ্য সরকার অভিনেতা কিচ্ছা সুদীপকে তার ‘পুণ্যকোটি দত্তু যোজনা’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে?

(A) তামিলনাড়ু
(B) ওড়িশা
(C) গোয়া
(D) কর্ণাটক

উত্তর
(D) কর্ণাটক

  • কর্ণাটক সরকার অভিনেতা কিচ্চা সুদীপকে তার ‘পুণ্যকোটি দত্তু যোজনা’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করেছে।
  • এই প্রকল্পের উদ্দেশ্য: গো-পালনের বিষয়ে সচেতনতা তৈরি করা এবং রাজ্য জুড়ে গোশালা স্থাপন করা।
  • এই স্কিমটি ২০২২ সালের জুলাই মাসে চালু করা হয়েছিল এবং এর মাধ্যমে যে কোনও ব্যক্তি বা সংস্থা এক বছরের জন্য মোট ১১,০০০ টাকা দিয়ে একটি গরু দত্তক নিতে পারে।

৭. সম্প্রতি কে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন?

(A) বরিশ জনসন
(B) লিজ ট্রাস
(C) থেরেসা মে
(D) ঋষি সুনক

উত্তর
(B) লিজ ট্রাস

  • যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ৫ই সেপ্টেম্বর ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন।
  • এই জয়ের মাধ্যমে তিনি থেরেসা মে এবং মার্গারেট থ্যাচারের পর যুক্তরাজ্যের তৃতীয় নারী প্রধানমন্ত্রী হয়েছেন।

৮. ৪ঠা সেপ্টেম্বর ২০২২-এ কোন শ্রেণীর একটি ভূ-চৌম্বকীয় ঝড় পৃথিবীতে আঘাত হেনেছে?

(A) G1
(B) G4
(C) G3
(D) G2

উত্তর
(D) G2

  • ৪ঠা সেপ্টেম্বর ২০২২-এ পৃথিবীতে একটি শক্তিশালী ভূ-চৌম্বকীয় ঝড় আঘাত হেনেছে।
  • সৌরঝড়ের ফলে এই G2-শ্রেণীর ভূ-চৌম্বকীয় ঝড় তৈরি হয়েছিল।
  • এর ফলে বিশ্বের বিভিন্ন অংশে অরোরা আবির্ভূত হয়েছিল।
  • ঝড়টি ২৪ ঘন্টা ধরে চলেছিল।

৯. নেপালের রাষ্ট্রপতির সরকারি বাসভবন সিতাল নিবাসে সম্প্রতি কাকে নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক পদমর্যাদা দেওয়া হবে?

(A) মনোজ পান্ডে
(B) রানা প্রতাপ কলিতা
(C) আর. হরি কুমার
(D) বি এস রাজু

উত্তর
(A) মনোজ পান্ডে

  • ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে ৫-৮ই সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ৪দিনের নেপাল সফরে রয়েছেন।
  • সেনাপ্রধান হিসেবে এটিই তার প্রথম নেপাল সফর।
  • নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button