Daily Current Affairs in BengaliCurrent Affairs

29th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

29th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৯শে জুন  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 29th June Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি ডাক বিভাগের একটি ই-লার্নিং পোর্টাল ‘ডাক কর্মযোগী’ লঞ্চ করেছেন?

(A) অনুরাগ ঠাকুর
(B) অশ্বিনী বৈষ্ণব
(C) অমিত শাহ
(D) নিতিন গড়করি

উত্তর :
(B) অশ্বিনী বৈষ্ণব

  • এই ই-লার্নিং পোর্টালটি ২৮শে জুন ২০২২-এ নতুন দিল্লিতে লঞ্চ করা হয়েছে।
  • এই পোর্টালটি প্রায় চার লক্ষ গ্রামীণ ডাক সেবক এবং বিভাগীয় কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি করবে।

২. কোন দুই পশ্চিম আফ্রিকার দেশ সম্প্রতি কমনওয়েলথে যোগ দিয়েছে?

(A) গাম্বিয়া এবং টোগো
(B) গ্যাবন এবং টোগো
(C) বুর্কিনা ফাসো এবং টোগো
(D) ঘানা এবং টোগো

উত্তর :
(B) গ্যাবন এবং টোগো

  • পশ্চিম আফ্রিকার দুটি দেশ গ্যাবন এবং টোগো ২৫শে জুন ২০২২-এ কমনওয়েলথে যোগ দিয়েছে।
  • দেশ দুটি গ্রুপের ৫৫ তম এবং ৫৬ তম সদস্য হিসাবে যোগদান করেছে।
  • এর আগে ২০০৯ সালে কমনওয়েলথে যোগদানকারী সর্বশেষ দেশ ছিল রুয়ান্ডা।
  • কমনওয়েলথ অফ নেশনস হেড : রানী দ্বিতীয় এলিজাবেথ
  • কমনওয়েলথ অফ নেশনস হেডকোয়ার্টার : লন্ডন

৩. প্রতি বছর কোন দিনটিতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ পালন করা হয়?

(A) ৯ই জুন
(B) ২৯শে জুন
(C) ১৮ই জুন
(D) ২২শে জুন

উত্তর :
(B) ২৯শে জুন

  • প্রয়াত অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহলনোবিসের জন্মবার্ষিকীতে ২৯শে জুন জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়।
  • তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (ISI) প্রতিষ্ঠা করেছিলেন।
  • তাঁর অবদানের জন্য তাঁকে ভারতে আধুনিক পরিসংখ্যানের জনক বলা হয়।
  • পরিসংখ্যান দিবস, ২০২২-এর থিম হল ‘Data for Sustainable Development’।

৪. কোন কিংবদন্তি হকি খেলোয়াড় এবং অলিম্পিক পদক বিজয়ী সম্প্রতি প্রয়াত হলে?

(A) ভারিন্দর সিং
(B) অজিত পাল সিং
(C) বলবীর সিং দোসাঞ্জ
(D) শঙ্কর লক্ষ্মণ

উত্তর :
(A) ভারিন্দর সিং

  • কিংবদন্তি ভারতীয় হকি খেলোয়াড় ভারিন্দর সিং ২৭শে জুন ২০২২-এ মারা যান।
  • তিনি কুয়ালালামপুরে ১৯৭৫ সালের পুরুষ হকি বিশ্বকাপে স্বর্ণপদক বিজয়ী ভারতীয় দলের অংশ ছিলেন।
  • তিনি ১৯৭২ মিউনিখ অলিম্পিকে ব্রোঞ্জ পদক বিজয়ী ভারতীয় দলেরও অংশ ছিলেন।
  • ২০০৭ সালে, তিনি সম্মানজনক ধ্যানচাঁদ লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত হন।

৫. প্রতি বছর কোন দিনটিকে ‘আন্তর্জাতিক ক্রান্তীয় দিবস’ পালন করা হয়?

(A) ২২শে জুন
(B) ৭ই জুন
(C) ২৯শে জুন
(D) ২৩শে জুন

উত্তর :
(C) ২৯শে জুন

  • ১৪ই জুন ২০১৬-তে জাতিসংঘের সাধারণ পরিষদ ২৯শে জুনকে আন্তর্জাতিক ক্রান্তীয় দিবস হিসাবে মনোনীত করে একটি প্রস্তাব পাস করে।
  • পৃথিবীর ক্রান্তীয় অঞ্চলের দেশগুলি যে অগণিত চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয় সেই সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর এই দিনটি উদযাপিত হয়।

৬. ২৮শে জুন ২০২২-এ দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে শপথ নিলেন?

(A) বিচারপতি বিপিন সাংঘি
(B) বিচারপতি আমজাদ আহতেশাম সাঈদ
(C) বিচারপতি এস এস শিন্ডে
(D) বিচারপতি সতীশ চন্দ্র শর্মা

উত্তর :
(D) বিচারপতি সতীশ চন্দ্র শর্মা

  • রাজ নিবাসে এক অনুষ্ঠানে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনাই কুমার সাক্সেনা তাকে শপথবাক্য পাঠ করান।
  • বিচারপতি শর্মা এর আগে তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
  • বিচারপতি উজ্জল ভূঁইয়াও ২৮শে জুন ২০২২-এ তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন।

৭. কাকে সম্প্রতি ইন্টারন্যাশনাল ওয়েটলিফটিং ফেডারেশনের (IWF) প্রেসিডেন্ট নিযুক্ত করা হয়েছে?

(A) মোহাম্মদ জালুদ
(B) বিশ্বেশ্বর টুডু
(C) অনিল খান্না
(D) অশ্বিনী বৈষ্ণব

উত্তর :
(A) মোহাম্মদ জালুদ

  • মোহাম্মদ জালুদ IWF এর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি ১৩ বছর ধরে একজন ভারোত্তোলন ক্রীড়াবিদ ছিলেন, ২৬ বছর ধরে প্রশাসনের মধ্যে কাজ করেছে।
  • IWF ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমান সদস্য সংখ্যা ১৮৭টি দেশ।
  • এর সদর দপ্তর সুইজারল্যান্ডের লোজানে।

৮. কোন রাজ্যে ২২শে জুন থেকে ২৬শে জুন অবধি অম্বুবাচী মেলা আয়োজিত হয়েছে?

(A) আসাম
(B) ওডিশা
(C) তেলেঙ্গানা
(D) তামিলনাড়ু

উত্তর :
(A) আসাম

  • অম্বুবাচী মেলা হিন্দু ধর্মের একটি বাৎসরিক উৎসব।
  • প্রতিবছর আসামের গুয়াহাটিতে মা কামাখ্যাকে উৎসর্গ করে কামাখ্যা মন্দিরে এই মেলা আয়োজিত হয়।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button