Daily Current Affairs in BengaliCurrent Affairs

5th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

5th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৫ই জুলাই – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 5th July Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি প্রকাশিত ‘States’ Start-up Ranking 2021’-এ নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন দুটি “সেরা পারফর্মার” হয়েছে?

(A) গোয়া ও কেরালা
(B) গুজরাট ও মহারাষ্ট্র
(C) রাজস্থান ও উত্তরপ্রদেশ
(D) গুজরাট ও কর্ণাটক

উত্তর :
(D) গুজরাট ও কর্ণাটক

  • গুজরাট এবং কর্ণাটক “সেরা পারফরমার” হিসাবে আবির্ভূত হয়েছে এবং মেঘালয় উত্তর-পূর্ব (NE) রাজ্যগুলির মধ্যে শীর্ষ স্থানে রয়েছে।
  • কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে, জম্মু ও কাশ্মীর শীর্ষ পারফরমার হিসাবে বিবেচিত হয়েছে।

২. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) নির্দেশাবলী না মানার জন্য কোন দুটি ব্যাঙ্কের উপর ১.০৫ কোটি টাকা জরিমানা আরোপ করেছে?

(A) কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক
(B) ইন্ডাসইন্ড ব্যাংক
(C) ইয়েস ব্যাঙ্ক
(D) A ও B উভয়

উত্তর :
(D) A ও B উভয়

  • ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ৪ঠা জুলাই ২০২২-এ কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এবং ইন্ডাসইন্ড ব্যাঙ্কের উপর জরিমানা আরোপ করেছে।
  • KYC নিয়মগুলি না মেনে চলার জন্য এই জরিমানা আরোপ করা হয়েছে।

৩. যুক্তরাজ্যের পার্লামেন্ট দ্বারা সম্প্রতি কাকে ‘Ayurveda Ratna Award’ প্রদান করা হয়েছে?

(A) ডঃ নরেশ ত্রেহান
(B) ডঃ তনুজা নেসারি
(C) ডঃ আশিস সবরওয়াল
(D) ডঃ সিদ্ধার্থ মুখোপাধ্যায়

উত্তর :
(B) ডঃ তনুজা নেসারি

  • অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ (AIIA)-এর ডিরেক্টর তনুজা নেসারিকে যুক্তরাজ্যের পার্লামেন্ট ‘আয়ুর্বেদ রত্ন অ্যাওয়ার্ড’-এ ভূষিত করেছে।

৪. কোন শহরে, ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি “সুরক্ষা মন্থন ২০২২” এর আয়োজন করেছিল?

(A) শ্রীনগর
(B) নতুন দিল্লি
(C) আহমেদাবাদ
(D) যোধপুর

উত্তর :
(D) যোধপুর

  • এটি সীমান্ত ও উপকূলীয় নিরাপত্তার দিক নিয়ে সংগঠিত হয়েছিল।
  • এতে যৌথভাবে সভাপতিত্ব করেন BSF এর মহাপরিচালক পঙ্কজ সিং, ইন্ডিয়ান কোস্ট গার্ডের ডিরেক্টর জেনারেল ভিএস পাঠানিয়া, এবং ডেজার্ট কর্পসের জেনারেল অফিসার কমান্ডিং রাকেশ কাপুর।

৫. সম্প্রতি যে Femina Miss India 2022 এর শিরোপা জিতলেন?

(A) ববিতা সিং
(B) তারিণী গয়াল
(C) সিনি শেঠি
(D) নীলমণি ফুকন

উত্তর :
(C) সিনি শেঠি

  • সিনি শেঠিকে ফেমিনা মিস ইন্ডিয়া ২০২২এর খেতাবের বিজয়ী ঘোষণা করা হয়েছে।
  • ইভেন্টটি ৩রা জুলাই ২০২২-এ Jio ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজিত হয়েছিল।
  • রাজস্থানের রুবাল শেখাওয়াত ‘ফেমিনা মিস ইন্ডিয়া ২০২২’ এ প্রথম রানার আপের মুকুট পেয়েছিলেন।
  • উত্তর প্রদেশের শিনাতা চৌহান দ্বিতীয় রানার আপের মুকুট পেয়েছিলেন।

৬. ৪ঠা জুলাই ২০২২ এ স্বাধীনতা সংগ্রামী আল্লুরী সীতারাম রাজুর কত তম জন্মবার্ষিকী পালিত হল?

(A) ১১০তম
(B) ১২৫তম
(C) ১২০তম
(D) ১১৫তম

উত্তর :
(B) ১২৫তম

  • স্বাধীনতা সংগ্রামী আল্লুরী সীতারাম রাজুর ১২৫তম জন্মবার্ষিকী ৪ঠা  জুলাই ২০২২ এ পালিত হল।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্ধ্রপ্রদেশে তাঁর একটি ৩০ফুট ব্রোঞ্জের মূর্তির উদ্বোধন করেছেন।
  • ১৯২২ সালের ২২শে আগস্ট চিন্তাপল্লী থানায় ৩০০ জনেরও বেশি বিপ্লবী নিয়ে বিখ্যাত আক্রমণটি তাঁর দ্বারা পরিচালিত হয়েছিল।

৭. কোন দিনটিতে স্বামী বিবেকানন্দের মৃত্যুবার্ষিকী পালন করা হয়?

(A) ২রা জুলাই
(B) ৫ই জুলাই
(C) ৩রা জুলাই
(D) ৪ঠা জুলাই

উত্তর :
(D) ৪ঠা জুলাই

  • ৪ঠা জুলাই স্বামী বিবেকানন্দের মৃত্যুবার্ষিকী।
  • তিনি ছিলেন একজন দার্শনিক যিনি পশ্চিমা বিশ্বের কাছে ‘বেদান্ত’ এবং ‘যোগ’-এর আদর্শ প্রবর্তন করেছিলেন।
  • তিনি ৪ঠা জুলাই ১৯০২ তারিখে ৩৯ বছর বয়সে মারা যান।
  • তিনি ১৮৬৩ সালের ১২ই জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন।
  • তিনি গঙ্গা নদীর ধারে বেলুড় মঠে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।

৮. ই এন সুধীর সম্প্রতি প্রয়াত হলেন। তিনি নিচের কোন খেলার সাথে যুক্ত ছিলেন?

(A) ক্রিকেট
(B) টেনিস
(C) সুইমিং
(D) ফুটবল

উত্তর :
(D) ফুটবল

  • প্রাক্তন ভারতীয় গোলরক্ষক ই এন সুধীর ১৯৭০ এর দশকে ভারতের হয়ে খেলেছেন।
  • তিনি ৯টি ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button