Daily Current Affairs in BengaliCurrent Affairs

30th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

30th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৩০শে মার্চ  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 30th March Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. আন্দামান ও নিকোবরের ডিরেক্টর-জেনারেল অফ পুলিশ (DGP) হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন?

(A) অভিনব কুমার
(B) নীরজ ঠাকুর
(C) আকাশ বিহাযুত
(D) জসপাল সিং

[spoiler title=”উত্তর : “] (B) নীরজ ঠাকুর

  • স্বরাষ্ট্র মন্ত্রক ২৯শে মার্চ ২০২২-এ নীরজ ঠাকুরকে আন্দামান ও নিকোবরের ডিরেক্টর-জেনারেল হিসাবে নিযুক্ত করেছিল।
  • এর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রক জসপাল সিংকে গোয়ার DGP নিযুক্ত করেছে।
[/spoiler]

২. কোন দেশ সম্প্রতি East African Community (EAC)-এর সপ্তম সদস্য হিসাবে যোগদান করেছে?

(A) গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
(B) কেনিয়া
(C) উগান্ডা
(D) তানজানিয়া

[spoiler title=”উত্তর : “] (A) গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র

  • East African Community এর অন্যান্য সদস্যরা হল বুরুন্ডি, কেনিয়া, রুয়ান্ডা, দক্ষিণ সুদান, তানজানিয়া এবং উগান্ডা।
  • গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র হল EAC-তে যোগদানকারী বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল দেশ।
[/spoiler]

৩. সম্প্রতি কাকে TATA স্টিলের ভাইস-চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে?

(A) সিমোন টাটা
(B) পালোনজি মিস্ত্রি
(C) নোয়েল নাভাল টাটা
(D) বিক্রম এস কিরলোস্কর

[spoiler title=”উত্তর : “] (C) নোয়েল নাভাল টাটা

  • TATA স্টিল বোর্ড ২৯শে মার্চ ২০২২-এ কোম্পানির ভাইস-চেয়ারম্যান হিসেবে নোয়েল নেভাল টাটার নিয়োগ অনুমোদন করেছে।
  • এর পাশাপাশি নোয়েল টাটা TATA International Ltd, Voltas Ltd, TATA Investment Corporation Ltd এর চেয়ারম্যান এবং TITAN কোম্পানির ভাইস-চেয়ারম্যানও।
[/spoiler]

৪. নিচের কোন বোর্ডটি সম্প্রতি ‘জাতীয় জল পুরস্কার-২০২২’-এ প্রথম পুরস্কার জিতলো?

(A) Tirupati Shrine Board
(B) Shri Saibaba Sansthan Trust
(C) Char Dham Shrine Board
(D) Shri Mata Vaishno Devi Shrine Board

[spoiler title=”উত্তর : “] (D) Shri Mata Vaishno Devi Shrine Board

  • শ্রী মাতা বৈষ্ণো দেবী শ্রাইন বোর্ড (SMVDSB) ২৯শে মার্চ ২০২২-এ ‘জাতীয় জল পুরস্কার-২০২২’-এ প্রথম পুরস্কার জিতে নিয়েছে।
  • জল সংরক্ষণের প্রচারে এই শ্রাইন বোর্ডের উল্লেখযোগ্য পদক্ষেপের স্বীকৃতিস্বরূপ ভারত সরকারের জলশক্তি মন্ত্রক এই পুরস্কার প্রদান করেছে।
  • শ্রী মাতা বৈষ্ণো দেবী শ্রাইন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) রমেশ কুমার এই পুরস্কার গ্রহণ করেছেন।
[/spoiler]

৫. নিচের কোন UPS উৎপাদনকারী কোম্পানি সম্প্রতি ‘Most Trusted Brands of India 2022’ পুরস্কার জিতলো?

(A) Numeric UPS
(B) Emerson Electric
(C) Eaton Corporation
(D) General Electric

[spoiler title=”উত্তর : “] (A) Numeric UPS

  • ভারতের শীর্ষস্থানীয় UPS প্রস্তুতকারক এবং সরবরাহকারী, Numeric UPS ২৯মার্চ, ২০২২-এ মুম্বাইতে একটি ইভেন্টে ‘Most Trusted Brands of India 2022’ পুরস্কার জিতেছে।
  • পুরস্কার ঘোষণা করেছে Team Marksmen।
[/spoiler]

৬. মিগুয়েল ভ্যান ড্যামে সম্প্রতি প্রয়াত হলেন। নিচের কোন খেলার সাথে তিনি যুক্ত ছিলেন?

(A) ক্রিকেট
(B) ফুটবল
(C) টেনিস
(D) ব্যাডমিন্টন

[spoiler title=”উত্তর : “] (B) ফুটবল

  • বেলজিয়ামের ফুটবলার মিগুয়েল ভ্যান ড্যামে ২৯শে মার্চ ২০২২-এ মাত্র ২৮ বছর বয়সে মারা গেলেন।
  • তিনি Cercle Brugge Club এর সাথে যুক্ত ছিলেন।
  • তিনি লিউকেমিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যান।
  • ভ্যান ড্যামে ‘Jupiler Pro League’-এ ৫ই এপ্রিল ২০১৪-এর মাধ্যমে তার প্রফেসনাল ফুটবল ক্যারিয়ার শুরু করেন।
[/spoiler]

৭. FedEx সম্প্রতি কাকে তার নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে নিযুক্ত করেছে?

(A) বিনিতা দাওরা নাঙ্গিয়া
(B) রাজ সুব্রামানিয়াম
(C) স্বপন দাশগুপ্ত
(D) অরুণ রাম

[spoiler title=”উত্তর : “] (B) রাজ সুব্রামানিয়াম

  • তিনি FedEx এর চেয়ারম্যান এবং CEO ফ্রেডরিক ওয়ালেস স্মিথের স্থলাভিষিক্ত হবেন।
  • সুব্রামানিয়াম বর্তমানে FedEx এর কোম্পানির প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
[/spoiler]

৮. সম্প্রতি নিচের কোন দুটি রাজ্য তাদের ৫০ বছরের পুরোনো সীমান্ত বিরোধের সমাধান করার জন্য একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে?

(A) মধ্যপ্রদেশ ও রাজস্থান
(B) বিহার ও ঝাড়খণ্ড
(C) অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা
(D) আসাম ও মেঘালয়

[spoiler title=”উত্তর : “] (D) আসাম ও মেঘালয়

  • আসাম এবং মেঘালয় সরকার ২৯শে মার্চ ২০২২-এ তাদের ৫০ বছরের পুরনো সীমান্ত বিরোধের সমাধানের জন্য একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে।
  • স্বরাষ্ট্র মন্ত্রকের কার্যালয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে আসাম ও মেঘালয়ের মুখ্যমন্ত্রীরা এই চুক্তিতে স্বাক্ষর করেন।
  • ১৯৭২ সালে আসাম থেকে মেঘালয় তৈরী করা হলে দীর্ঘস্থায়ী সীমান্ত বিরোধের সূত্রপাত হয়।
[/spoiler]

৯. নিচের কোনটি Wings India 2022 দ্বারা সেরা ডোমেস্টিক এয়ারলাইন (RCS) এর জন্য মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছে?

(A) Star Air
(B) Vistara
(C) SpiceJet
(D) IndiGo

[spoiler title=”উত্তর : “] (A) Star Air

  • ২০১৯ সালে চালু হওয়ার পর থেকে, Star Air সাশ্রয়ী মূল্যে বিভিন্ন সংযোগহীন রুট জুড়ে ভ্রমণকারীদের পরিষেবা দিয়ে আসছে। এই জন্য Star Air কে পুরস্কৃত করে হয়েছে।
  • বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবং FICCI যৌথভাবে WINGS INDIA 2022-এর আয়োজন করা হয়েছে।
[/spoiler]

১০. সুইস ওপেন ২০২২-এ পুরুষদের একক শিরোপা কে জিতলেন?

(A) ভিক্টর অ্যাক্সেলসেন
(B) লক্ষ্য সেন
(C) জোনাটান ক্রিস্টি
(D) HS প্রণয়

[spoiler title=”উত্তর : “] (C) জোনাটান ক্রিস্টি

  • ভারতের HS প্রণয় সুইস ওপেন ২০২২ পুরুষ একক ফাইনালে ইন্দোনেশিয়ার জোনাটান ক্রিস্টির কাছে হেরে রানার্স আপ হয়েছেন।
  • জোনাটান ক্রিস্টি এশিয়ান গেমসের স্বর্ণপদক জিতেছিলেন।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button