30th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
30th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৩০শে মার্চ – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 30th March Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. আন্দামান ও নিকোবরের ডিরেক্টর-জেনারেল অফ পুলিশ (DGP) হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন?
(A) অভিনব কুমার
(B) নীরজ ঠাকুর
(C) আকাশ বিহাযুত
(D) জসপাল সিং
- স্বরাষ্ট্র মন্ত্রক ২৯শে মার্চ ২০২২-এ নীরজ ঠাকুরকে আন্দামান ও নিকোবরের ডিরেক্টর-জেনারেল হিসাবে নিযুক্ত করেছিল।
- এর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রক জসপাল সিংকে গোয়ার DGP নিযুক্ত করেছে।
২. কোন দেশ সম্প্রতি East African Community (EAC)-এর সপ্তম সদস্য হিসাবে যোগদান করেছে?
(A) গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
(B) কেনিয়া
(C) উগান্ডা
(D) তানজানিয়া
- East African Community এর অন্যান্য সদস্যরা হল বুরুন্ডি, কেনিয়া, রুয়ান্ডা, দক্ষিণ সুদান, তানজানিয়া এবং উগান্ডা।
- গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র হল EAC-তে যোগদানকারী বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল দেশ।
৩. সম্প্রতি কাকে TATA স্টিলের ভাইস-চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে?
(A) সিমোন টাটা
(B) পালোনজি মিস্ত্রি
(C) নোয়েল নাভাল টাটা
(D) বিক্রম এস কিরলোস্কর
- TATA স্টিল বোর্ড ২৯শে মার্চ ২০২২-এ কোম্পানির ভাইস-চেয়ারম্যান হিসেবে নোয়েল নেভাল টাটার নিয়োগ অনুমোদন করেছে।
- এর পাশাপাশি নোয়েল টাটা TATA International Ltd, Voltas Ltd, TATA Investment Corporation Ltd এর চেয়ারম্যান এবং TITAN কোম্পানির ভাইস-চেয়ারম্যানও।
৪. নিচের কোন বোর্ডটি সম্প্রতি ‘জাতীয় জল পুরস্কার-২০২২’-এ প্রথম পুরস্কার জিতলো?
(A) Tirupati Shrine Board
(B) Shri Saibaba Sansthan Trust
(C) Char Dham Shrine Board
(D) Shri Mata Vaishno Devi Shrine Board
- শ্রী মাতা বৈষ্ণো দেবী শ্রাইন বোর্ড (SMVDSB) ২৯শে মার্চ ২০২২-এ ‘জাতীয় জল পুরস্কার-২০২২’-এ প্রথম পুরস্কার জিতে নিয়েছে।
- জল সংরক্ষণের প্রচারে এই শ্রাইন বোর্ডের উল্লেখযোগ্য পদক্ষেপের স্বীকৃতিস্বরূপ ভারত সরকারের জলশক্তি মন্ত্রক এই পুরস্কার প্রদান করেছে।
- শ্রী মাতা বৈষ্ণো দেবী শ্রাইন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) রমেশ কুমার এই পুরস্কার গ্রহণ করেছেন।
৫. নিচের কোন UPS উৎপাদনকারী কোম্পানি সম্প্রতি ‘Most Trusted Brands of India 2022’ পুরস্কার জিতলো?
(A) Numeric UPS
(B) Emerson Electric
(C) Eaton Corporation
(D) General Electric
- ভারতের শীর্ষস্থানীয় UPS প্রস্তুতকারক এবং সরবরাহকারী, Numeric UPS ২৯মার্চ, ২০২২-এ মুম্বাইতে একটি ইভেন্টে ‘Most Trusted Brands of India 2022’ পুরস্কার জিতেছে।
- পুরস্কার ঘোষণা করেছে Team Marksmen।
৬. মিগুয়েল ভ্যান ড্যামে সম্প্রতি প্রয়াত হলেন। নিচের কোন খেলার সাথে তিনি যুক্ত ছিলেন?
(A) ক্রিকেট
(B) ফুটবল
(C) টেনিস
(D) ব্যাডমিন্টন
- বেলজিয়ামের ফুটবলার মিগুয়েল ভ্যান ড্যামে ২৯শে মার্চ ২০২২-এ মাত্র ২৮ বছর বয়সে মারা গেলেন।
- তিনি Cercle Brugge Club এর সাথে যুক্ত ছিলেন।
- তিনি লিউকেমিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যান।
- ভ্যান ড্যামে ‘Jupiler Pro League’-এ ৫ই এপ্রিল ২০১৪-এর মাধ্যমে তার প্রফেসনাল ফুটবল ক্যারিয়ার শুরু করেন।
৭. FedEx সম্প্রতি কাকে তার নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে নিযুক্ত করেছে?
(A) বিনিতা দাওরা নাঙ্গিয়া
(B) রাজ সুব্রামানিয়াম
(C) স্বপন দাশগুপ্ত
(D) অরুণ রাম
- তিনি FedEx এর চেয়ারম্যান এবং CEO ফ্রেডরিক ওয়ালেস স্মিথের স্থলাভিষিক্ত হবেন।
- সুব্রামানিয়াম বর্তমানে FedEx এর কোম্পানির প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
৮. সম্প্রতি নিচের কোন দুটি রাজ্য তাদের ৫০ বছরের পুরোনো সীমান্ত বিরোধের সমাধান করার জন্য একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে?
(A) মধ্যপ্রদেশ ও রাজস্থান
(B) বিহার ও ঝাড়খণ্ড
(C) অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা
(D) আসাম ও মেঘালয়
- আসাম এবং মেঘালয় সরকার ২৯শে মার্চ ২০২২-এ তাদের ৫০ বছরের পুরনো সীমান্ত বিরোধের সমাধানের জন্য একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে।
- স্বরাষ্ট্র মন্ত্রকের কার্যালয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে আসাম ও মেঘালয়ের মুখ্যমন্ত্রীরা এই চুক্তিতে স্বাক্ষর করেন।
- ১৯৭২ সালে আসাম থেকে মেঘালয় তৈরী করা হলে দীর্ঘস্থায়ী সীমান্ত বিরোধের সূত্রপাত হয়।
৯. নিচের কোনটি Wings India 2022 দ্বারা সেরা ডোমেস্টিক এয়ারলাইন (RCS) এর জন্য মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছে?
(A) Star Air
(B) Vistara
(C) SpiceJet
(D) IndiGo
- ২০১৯ সালে চালু হওয়ার পর থেকে, Star Air সাশ্রয়ী মূল্যে বিভিন্ন সংযোগহীন রুট জুড়ে ভ্রমণকারীদের পরিষেবা দিয়ে আসছে। এই জন্য Star Air কে পুরস্কৃত করে হয়েছে।
- বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবং FICCI যৌথভাবে WINGS INDIA 2022-এর আয়োজন করা হয়েছে।
১০. সুইস ওপেন ২০২২-এ পুরুষদের একক শিরোপা কে জিতলেন?
(A) ভিক্টর অ্যাক্সেলসেন
(B) লক্ষ্য সেন
(C) জোনাটান ক্রিস্টি
(D) HS প্রণয়
- ভারতের HS প্রণয় সুইস ওপেন ২০২২ পুরুষ একক ফাইনালে ইন্দোনেশিয়ার জোনাটান ক্রিস্টির কাছে হেরে রানার্স আপ হয়েছেন।
- জোনাটান ক্রিস্টি এশিয়ান গেমসের স্বর্ণপদক জিতেছিলেন।
To check our latest Posts - Click Here