Current Affairs in Bengali – MCQ – ডিসেম্বর ২০২০ : ২২ – ৩১
Daily Current Affairs MCQ in Bangla
Daily Current Affairs MCQ in Bangla – ডিসেম্বর ২০২০ : ২২ – ৩১
দেওয়া রইলো ২২ থেকে ৩১ ডিসেম্বর – ২০২০ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( Daily Current Affairs MCQ in Bangla ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
দেখে নাও ডিসেম্বর মাসের চতুর্থ সপ্তাহের – এর ২০টি বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন, বিস্তারিত আলোচনা সহ । ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নাও সম্পূর্ণ নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর PDF ফাইল ।
এরকম আরো পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।
বাংলা কুইজ ফেসবুক পেজDaily Current Affairs MCQ in Bengali
১. আগামী ছয় মাসের জন্য ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া র চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হলেন কে?
(A) উদয় ললিত
(B) আদর্শ কুমার গোয়েল
(C) সুখবির সিং সান্ধু
(D) আলতামাস কবির
ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৯৫ সালে ।
২. সম্প্রতি ওড়িশা হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হলেন কে?
(A) অমিতাভ রায়
(B) এস মুরলীধর
(C) নবীন সিনহা
(D) মহম্মদ রফিক
৩. সম্প্রতি DRDO লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০১৮ পেলেন কে?
(A) অমিত শর্মা
(B) কে শিবন
(C) এন ভি কাদম
(D) এ কে সিং
৪. ভারতে ‘জাতীয় গণিত দিবস’ প্রতিবছর কেন দিনটিতে পালন করা হয় ?
(A) ২২ জানুয়ারী
(B) ২২ ডিসেম্বর
(C) ১৯ ডিসেম্বর
(D) ২৮ ফেব্রুয়ারি
দেখে নাও জাতীয় গণিত দিবস সম্পর্কিত বিস্তারিত তথ্য – Click here
৫. ২০০ ফুট উঁচু কাঁচের ব্রিজ তৈরী হতে চলেছে বিহারের কোন জেলায়?
(A) বেগুসরাই
(B) রাজগির
(C) ভাগলপুর
(D) দারভাঙ্গা
২০২১ সালের মার্চ মাসের মধ্যে বিহারের রাজগীরে এই কাঁচের সেতু তৈরি হবে বলে ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ।
৬. ষষ্ঠ Human Freedom Index 2020 অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত?
(A) ৯৪
(B) ১১১
(C) ১৫০
(D) ১৩২
৭. ‘Reporting India: My Seventy-Year Journey as a Journalist ‘- বইটি লিখেছেন
(A) কৌস্তব রায়
(B) প্রেম প্রকাশ
(C) সত্যেন্দ্র শর্মা
(D) প্রকাশ জাভেদকার
Asian News International-এর চেয়ারম্যান প্রেম প্রকাশ ‘Reporting India: My Seventy-Year Journey as a Journalist ‘- বইটি লিখেছেন ।
৮. ইংরেজি কবিতার গ্রন্থ ‘Oh Mizoram’ এর রচয়িতা কে?
(A) কলরাজ মিশ্র
(B) জোরামথাঙ্গা
(C) পি এস শ্রীধরন পিল্লাই
(D) জগদীশ মুখী
মিজোরামের ১৫তম রাজ্যপাল পি এস শ্রীধরন পিল্লাই ‘Oh Mizoram’ নামক গ্রন্থটি লিখেছেন ।
৯. Ease of Doing Business 2020 রিপোর্ট অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত?
(A) ৪৫
(B) ৫০
(C) ৬০
(D) ৬৩
১০. সম্প্রতি ১৭ই ডিসেম্বর থেকে ২৫শে ডিসেম্বর কোথায় আন্তর্জাতিক গীতা মহোৎসব ২০২০ অনুষ্ঠিত হল?
(A) বারানসী
(B) কুরুক্ষেত্র
(C) গুরুগ্রাম
(D) প্রয়াগরাজ
১১. কোন দিনটি ভারতের জাতীয় কৃষক দিবস / কিষান দিবস হিসাবে পালন করা হয়?
(A) ২২শে ডিসেম্বর
(B) ২৩শে ডিসেম্বর
(C) ২৪শে ডিসেম্বর
(D) ২৫শে ডিসেম্বর
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং-এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে ২০০১ সাল থেকে প্রতিবছর ২৩শে ডিসেম্বর ভারতে “কিষান দিবস” পালন করা হয় ।
১২. ২০২০ সালের ‘BBC Sports Personality of the Year’ পুরস্কার কে জিতলেন ?
(A) লুইস হ্যামিল্টন
(B) ভাল্টেরি বোলতাস
(C) ড্যানিয়েল রিকার্ডো
(D) ডোমিনিক থিম
১৩. সম্প্রতি কোন ভারতীয় ‘লিজিয়ন অফ মেরিট’ সম্মান পেলেন?
(A) নরেন্দ্র মোদী
(B) রাজনাথ সিং
(C) বিপিন রাওয়াত
(D) মনোজ মুকুন্দ নারাভানে
১৪. বিশ্বে প্রথম ‘Green Vaccine’ প্রস্তুতকারী কোম্পানি হতে চলেছে কোন কোম্পানি?
(A) Johnson & Johnson
(B) Serum Institute of India
(C) Cipla
(D) Biocon
১৫. ২০২০ সালের শেষ হকি র্যাঙ্কিং অনুযায়ী ভারতীয় পুরুষ হকি দলের র্যাঙ্ক কত?
(A) ৩
(B) ৪
(C) ৫
(D) ৬
১৬. ভারতের প্রথম হাইপারসোনিক উইন্ড টানেল শুরু হলো কোথায় ?
(A) বেঙ্গালুরু
(B) মুম্বাই
(C) গুয়াহাটি
(D) হায়দ্রাবাদ
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং হায়দ্রাবাদে ভারতের প্রথম হাইপারসোনিক উইন্ড টানেল উদ্বোধন করলেন ।
১৭. রাজ্যের বস্তি বাসীদের জন্য ‘দীনদয়াল ক্লিনিক’ শুরু করতে চলছে কোন রাজ্য সরকার ?
(A) উত্তরপ্রদেশ
(B) গুজরাট
(C) মহারাষ্ট্র
(D) পাঞ্জাব
১৮. “The Light of Asia: The Poem that Defined the Buddha” বইটির লেখক কে?
(A) শশী থারুর
(B) জয়রাম রমেশ
(C) রমেশ পোখরিয়াল নিশাঙ্ক
(D) তমাল বন্দ্যোপাধ্যায়
১৯. ২০২১ সালে ‘গ্লোবাল মিডিয়া অ্যান্ড ফিল্ম সামিট’ কোথায় অনুষ্ঠিত হবে?
(A) চিন
(B) ফ্রান্স
(C) দক্ষিণ কোরিয়া
(D) ভারত
২০. সম্প্রতি Stefan Edberg Sportsmanship পুরস্কার পেলেন কে ?
(A) লুইস হ্যামিলটন
(B) রাফায়েল নাদাল
(C) রজার ফেদেরার
(D) সানিয়া মির্জা
২১. পশ্চিমবঙ্গের প্রথম তেল ও গ্যাস ভাণ্ডারটির নাম দেওয়া হয়েছে
(A) Bengal Reserve
(B) WB Oil & Gas
(C) Bong Basin
(D) Bengal Basin
২২. লেটেস্ট ICC T20I Rankings-এ ভারতের বিরাট কোহলীর স্থান কত?
(A) অষ্টম
(B) সপ্তম
(C) ষষ্ঠ
(D) পঞ্চম
২৩. সম্প্রতি দক্ষিণ ভারতে আছড়ে পড়ে সাইক্লোন ‘বুরেভি’। এই নামটি দিয়েছে কোন দেশ?
(A) মালদ্বীপ
(B) পাকিস্তান
(C) ইরান
(D) শ্রীলঙ্কা
২৪. “Covid -19: Sabhyata ka Sankat aur Samadhan” বইটি কার লেখা?
(A) জগদীশ রাজ
(B) চেতন ভগত
(C) কৈলাশ সত্যার্থি
(D) গিরিরাজ কিশোর
২৫. কোন দিনটি জাতীয় উপভোক্তা দিবস হিসাবে পালিত হয়?
(A) ২২শে ডিসেম্বর
(B) ২৩শে ডিসেম্বর
(C) ২৪শে ডিসেম্বর
(D) ২৫শে ডিসেম্বর
২৬. ASSOCHAM এর নবনিযুক্ত সভাপতির নাম কি?
(A) বিনীত আগরওয়াল
(B) অমর্ত্য সেন
(C) এস পি কোঠারি
(D) নন্দন কুলকার্নি
২৭. মাত্র ১ টাকায় ভোজন সরবরাহ করতে পূর্ব দিল্লিতে কোন বিখ্যাত ব্যক্তিত্ব “জন রোসোই (Jan Rasoi )” যোজনা শুরু করলো ?
(A) নরেন্দ্র মোদী
(B) গৌতম গম্ভীর
(C) রোহিত শর্মা
(D) সোনু সুদ
২৮. ২০২০ সালের “UN Population Award ” জিতলো কোন ভারতীয় NGO ?
(A) Old Age India
(B) Goonj
(C) GiveIndia
(D) HelpAge India
২৯. নিম্নলিখিত কোন রেলওয়ে স্টেশনটি সম্প্রতি ‘Best Clean Station’ পুরস্কার পেলো ?
(A) বিশাখাপত্তনম
(B) মুম্বাই
(C) হায়দ্রাবাদ
(D) চেন্নাই
অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন সম্প্রতি এই পুরস্কার জিতে নিয়েছে ।
৩০. রিলায়েন্স কোম্পানী ভারতের কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা তৈরী করতে চলেছে ?
(A) মহারাষ্ট্র
(B) কর্নাটক
(C) গুজরাট
(D) আসাম
গুজরাটের জামনগরে তৈরী করতে চলেছে ।
৩১. ভারতের প্রথম চালকবিহীন মেট্রোট্রেন পরিষেবা শুরু হতে চলেছে কোথায়?
(A) মুম্বাই
(B) দিল্লি
(C) হায়দ্রাবাদ
(D) বিশাখাপত্তনম
৩২. .‘In Pursuit Of Justice: An Autobiography’-কার আত্মজীবনী ?
(A) অরুণ জেটলি
(B) রাজিন্দার সাচার
(C) কিংশুক শর্মা
(D) পিযুষ পাদ্নেকার
দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রাজিন্দার সাচার -এর আত্মজীবনী – .‘In Pursuit Of Justice: An Autobiography’
৩৩. সম্প্রতি ‘DRDO Scientist of the Year Award’ জিতলেন কোন বৈজ্ঞানিক?
(A) অক্ষয় মাইতি
(B) হেমন্ত কুমার পান্ডে
(C) কে সিভান
(D) সলমন খাদি
৩৪. BCCI-এর সিলেকশন কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন –
(A) সৌরভ গাঙ্গুলী
(B) চেতন শর্মা
(C) চেতন ভগৎ
(D) কিঙ্কর যাদব
BCCI-এর বর্তমান প্রেসিডেন্ট – সৌরভ গাঙ্গুলী
৩৫. গাড়ির ওপরে কোনো প্রকার জাতি উল্লিখিত স্টিকার-এর ওপরে নিষেধাজ্ঞা জারি করলো কোন রাজ্য সরকার ?
(A) পশ্চিমবঙ্গ
(B) উত্তরপ্রদেশ
(C) দিল্লি
(D) গুজরাট
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি এই নিষেধাজ্ঞা জারি করেছে ।
৩৬. .‘Captain of ICC Men’s T20I and ODI teams of the decade’ সম্মান পেলেন কোন ভারতীয় ক্রিকেটার?
(A) বিরাট কোহলী
(B) মহেন্দ্র সিং ধোনী
(C) শচীন তেন্ডুলকার
(D) রোহিত শর্মা
দেখে নাও ICC দশকের সেরা ক্রিকেটার পুরস্কারের পূর্ণ তালিকা – Click Here
৩৭. আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসাবে কে নিযুক্ত হলেন ?
(A) সঞ্চারী মুখার্জী
(B) মহেন্দ্রনাথ রায়
(C) গুরুশিখর রায়
(D) এ কে বন্দোপাধ্যায়
৩৮. কোন দেশ চাঁদে পারমানবিক চুল্লি স্থাপন করার পরিকল্পনা করছে ?
(A) রাশিয়া
(B) আমেরিকা যুক্তরাষ্ট্র
(C) ইজরায়েল
(D) চীন
৩৯. ২০২০ সালের “ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড’ জিতলো কোন রাজ্য?
(A) কর্নাটক
(B) বিহার
(C) দিল্লি
(D) মহারাষ্ট্র
Bihar Parvasi Sahayta Mobile App – এর জন্য
৪০. সম্প্রতি ‘Player of the Century’ সম্মানে সম্মানিত হলেন কোন ফুটবলার?
(A) লিওনেল মেসি
(B) ক্রিস্টিয়ানো রোনাল্ডো
(C) নেইমার
(D) দিয়েগো মারাদোনা
৪১. কোন মহাকাশ প্রযুক্তি সংস্থা সম্প্রতি ‘Kalam-5 ‘ নামক একটি রকেটের সফল পরীক্ষা করেছে ?
(A) ISRO
(B) NASA
(C) JAXA
(D) Skyroot Aerospace
ভারতিয় মহাকাশ সংস্থা Skyroot Aerospace সম্প্রতি ‘Kalam-5 ‘ নামক একটি রকেটের সফল পরীক্ষা করেছে ।
৪২. ‘PASSEX-2020’ নামক যৌথ নৌ-সামরিক মহড়াটি কোন দুটি দেশের মধ্যে সম্পন্ন হলো ?
(A) চীন ও পাকিস্তান
(B) ভারত ও ভিয়েতনাম
(C) শ্রীলংকা ও ভারত
(D) ভারত ও ইন্দোনেশিয়া
৪৩. রিমোট সেন্সিং স্যাটেলাইট ‘Yaogan-33’ লঞ্চ করলো কোন দেশ ?
(A) জাপান
(B) চীন
(C) রাশিয়া
(D) ভারত
৪৪. জাতীয় সুশাসন দিবস কবে পালন করা হয়?
(A) ২৫শে ডিসেম্বর
(B) ২৬শে ডিসেম্বর
(C) ২৭শে ডিসেম্বর
(D) ২৮শে ডিসেম্বর
প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির জন্মদিন ২৫শে ডিসেম্বর ভারতের ‘Good Governance Day’ বা ‘সুশাসন দিবস’ হিসেবে পালিত হয় ।
৪৫. সম্প্রতি প্রকাশিত “অযোধ্যা” বইটির লেখক কে?
(A) মাধব ভাণ্ডারী
(B) কেশবরাম হেগরে
(C) অনিল শ্রীবাস্তব
(D) সুধীর সেনাপতি
৪৬. কোথায় ভারতের সবচেয়ে বড় হকি স্টেডিয়াম গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে?
(A) কটক
(B) ভুবনেশ্বর
(C) রৌরকেলা
(D) সম্বলপুর
৪৭. ফিফা অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ ২০২১ সালের পরিবর্তে কতসালে অনুষ্ঠিত হবে?
(A) ২০২২
(B) ২০২৩
(C) ২০২৪
(D) ২০২৫
৪৮. সম্প্রতি কোথায় ষষ্ঠ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল ২০২০ অনুষ্ঠিত হল?
(A) হায়দ্রাবাদ
(B) বেঙ্গালুরু
(C) নতুন দিল্লী
(D) ইম্ফল
৪৯. কোন রাজ্যে ভারতের প্রথম লিথিয়াম রিফাইনারি গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে?
(A) গুজরাট
(B) ঝাড়খণ্ড
(C) তেলেঙ্গানা
(D) উত্তরপ্রদেশ
৫০. দ্বাদশ ওয়ার্ল্ড ইকোনমিক লীগ টেবিল ২০২১ (WELT) এ ভারতের র্যাঙ্ক কত?
(A) পঞ্চম
(B) ষষ্ঠ
(C) সপ্তম
(D) অষ্টম
৫১. একশোতম কিষান রেল মহারাষ্ট্র থেকে কোন রাজ্যে যাত্রা শুরু করেছে?
(A) পশ্চিমবঙ্গ
(B) হরিয়ানা
(C) তেলেঙ্গানা
(D) গোয়া
৫২. ভারতে প্রথম কোন শহর দিনের বেলা বিদ্যুৎ শক্তি চাহিদার ১০০ শতাংশ সৌরশক্তির মাধ্যমে পূরণ করছে?
(A) পন্ডিচেরি
(B) নতুন দিল্লী
(C) চণ্ডীগড়
(D) দিউ
৫৩. ২০২০ সালের স্টেফান এডবার্গ স্পোর্টসম্যানশিপ পুরষ্কার পেলেন কে?
(A) নোভাক জোকোভিচ
(B) রজার ফেডেরার
(C) রাফায়েল নাদাল
(D) ডোমিনিক থিম
৫৪. ভারতের প্রথম ‘Pollinator Park’ কোথায় চালু হল?
(A) উত্তরাখণ্ড
(B) হিমাচলপ্রদেশ
(C) সিকিম
(D) মণিপুর
৫৫. ২০২৩ সালে শেষ করার লক্ষ্যমাত্রা রেখে কোন দুটি শহর এর মধ্যে ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের রূপরেখা তৈরি করা হয়েছে?
(A) দিল্লী-লখনউ
(B) মুম্বাই-পুনে
(C) মুম্বাই-আহমেদাবাদ
(D) দিল্লী-কানপুর
৫৬. চতুর্থ বিশ্ব লোককথা উৎসব কোথায় অনুষ্ঠিত হল?
(A) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়
(B) চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়
(C) জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়
(D) দিল্লী বিশ্ববিদ্যালয়
৫৭. ২০২২ সাল থেকে আই.পি.এল এ কতগুলি টিম অংশ নেবে?
(A) ৯
(B) ১০
(C) ১১
(D) ১২
৫৮. ২০২০ সালের ‘তানসেন সম্মান’ পেলেন কে?
(A) পণ্ডিত সতীশ ব্যাস
(B) এ আর রহমান
(C) পণ্ডিত রবিশঙ্কর
(D) কিশোরী আমোনকর
৫৯. আগামী একবছরের জন্য পুনরায় ভারতের স্পেস সেক্রেটারি এবং স্পেস কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে?
(A) কে শিবন
(B) সতীশ রেড্ডি
(C) আর কে কুমার
(D) এ এস কিরণ কুমার
আরো দেখে নাও
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
নোবেল পুরস্কার -২০২০ | Nobel Prize 2020
কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০ pdf | সাম্প্রতিকী
এ. পি. জে. আবদুল কালাম কুইজ । Quiz on Dr. APJ Abdul Kalam
প্রণব মুখোপাধ্যায় – কিছু জানা অজানা তথ্য
কমন এলিজিবিলিটি টেস্ট | ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি
জাতীয় ক্রীড়া সম্মান ২০২০ । National Sports Awards 2020 । PDF Download
বিভিন্ন সূচকে ভারতের র্যাঙ্কিং – ২০২০ । Rank of India
To check our latest Posts - Click Here