General Knowledge Notes in BengaliHistory Notes

জাতীয় গণিত দিবস । National Mathematics Day

National Mathematics Day

জাতীয় গণিত দিবস – National Mathematics Day

আজ ২২ শে ডিসেম্বর ভারতের জাতীয় গণিত দিবস। আজকের দিনে ১৮৮৭ সালে ডিসেম্বর ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রদেশের তাঞ্জোর জেলার ইরেভদ শহরে জন্ম গ্রহণ করেন অসামান্য প্রতিভাবান  গণিতবিদ শ্রীনিবাস রামানুজন। প্রথাগত শিক্ষা না থাকলেও সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় রামানুজন  গণিতের বিভিন্ন শাখা, বিশেষ করে সংখ্যাতত্ত্ব,গাণিতিক বিশ্লেষণ,  অসীম ধারা ও আবৃত্ত ভগ্নাংশ শাখায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।তিনি ম্যাজিক স্কোয়ার গঠনের পদ্ধতি উদ্ভাবন করেন। এরপর তিনি জ্যামিতিক বিভিন্ন বিষয়ের উপর কাজ শুরু করেন। বৃত্তের বর্গসম্পর্কীয় তার গবেষণা পৃথিবীর বিষুবরৈখিক পরিধির দৈর্ঘ্য নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জ্যামিতির সীমাবদ্ধতা বিবেচনা করে তিনি বীজগণিতের দিকে দৃষ্টিপাত করেন।গণিতে গবেষণার  ক্ষেত্রে  তাঁর অবদান অতুলনীয়।  রামানুজন তাঁর সকল গবেষণালব্ধ ফলাফল তাঁর  নোটবুকে  লিখে রাখতেন।তাঁর নোটবুক এর লেখা গণিতের বিভিন্ন সূত্র এবং শাখার জন্ম দিয়েছে।

দেখে নাও  গণিত দিবস এবং রামানুজন সম্পকিত কিছু প্রশ্ন-উত্তর :

১. ভারতে জাতীয় গণিত দিবস কবে পালন করা হয় ?
২২ শে ডিসেম্বর

২. কোন বছর থেকে ২২ শে ডিসেম্বর ভারতে জাতীয় গণিত দিবস পালন করা হয় ?
২০১২

৩. ভারতে কেন জাতীয় গণিত দিবস পালন করা হয় /ভারতের গণিত দিবসের ইতিহাস কী ?
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে ভারতের প্রতিভাবান গণিতজ্ঞ শ্রীনীবাস রামানুজনের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে ২২ ডিসেম্বরকে জাতীয় গণিত দিবস হিসাবে ঘোষণা করেছিলেন।সেই বছর থেকেই ভারতে ২২ শে ডিসেম্বর গণিত দিবস পালন করা হয়।

৪. রামানুজন সংখ্যা কোনটি ?
১৭২৯

৫. শ্রীনিবাস রামানুজনের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হলিউড চলচ্চিত্র “The Man Who Knew Infinity”,এই সিনেমায় রামানুজনের ভূমিকায় কে অভিনয় করেছেন ?
দেব প্যাটেল

৬. আন্তর্জাতিক গণিত দিবস কবে পালন করা হয় ?
১৪ ই মার্চ

৭. শ্রীনিবাস রামানুজনের জীবনের ওপর “The Man Who Knew Infinity” বইটি কে লিখেছেন ?

রবার্ট ক্যানিজেল

৮. শ্রীনিবাস রামানুজনের জীবনের ওপর “The Man Who Knew Infinity” বইটির বাংলা অনুবাদ “অন্তহীনের অন্তর্যামী ” কে লিখেছেন ?

পার্থসারথি মুখ্যোপাধ্যায়।

আরো দেখে নাও : বিশ্ব পরিসংখ্যান দিবস ২০২০ – কিছু গুরুত্বপূর্ণ তথ্য

বাংলা কুইজ-সেট ১৪১ -রাশি বিজ্ঞান দিবস

নোবেল পুরস্কার – ২০২০ | Nobel Prize 2020 । PDF

গুরুত্বপূর্ণ আবিষ্কার ও আবিষ্কারক

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button