QuizQuiz

বাংলা কুইজ-সেট ১৪১ -রাশি বিজ্ঞান দিবস

Bangla Quiz- Set 141- Statistics Day Special

বাংলা কুইজ-সেট ১৪১ – রাশি বিজ্ঞান দিবস স্পেশাল

বন্ধুরা আজ ২৯শে জুন,  জাতীয় রাশিবিজ্ঞান দিবস। তোমাদের জন্য দেওয়া রইলো রাশিবিজ্ঞান সম্পর্কিত কিছু জানা-অজানা তথ্য।

১. ভারতে কোন দিন জাতীয় রাশিবিজ্ঞান দিবস (National Statistics Day) পালন করা হয়?

উত্তর :
২৯ এ জুন

২. কার জন্মদিন উপলক্ষ্যে ভারতে জাতীয় রাশিবিজ্ঞান দিবস পালন করা হয়?

উত্তর :
প্রফেসর প্রশান্তচন্দ্র মহলানবিশ

[ আরো দেখে নাও – বাংলা কুইজ – সেট ১৩৮ – যোগ দিবস –  জানা অজানা কিছু তথ্য

৩. কোন বছর থেকে ভারতে রাশিবিজ্ঞান দিবস পালন করা শুরু হয়?

উত্তর :
২০০৭

৪. আন্তর্জাতিক রাশিবিজ্ঞান দিবস কবে পালন করা হয়?

উত্তর :
২০ এ অক্টোবর

৫. কোন বছর থেকে আন্তর্জাতিক রাশিবিজ্ঞান দিবস পালন করা শুরু হয়?

উত্তর :
২০১০

৬. ২০২০ সালের জাতীয় রাশিবিজ্ঞান দিবসের থিম কী?

উত্তর :
Sustainable Development Goals -3 (Ensure healthy lie and promote well-being for all at all ages) and  Sustainable Development Goals-5 (Achieve gender equality and empower all women and girls)

[ আরো দেখে নাওবাংলা কুইজ -সেট ১৩৬ –  ১০টি তথ্য যা আপনি জানেন না বা সম্ভবত ভুল জানেন ] 

৭. আন্তর্জাতিক রাশিবিজ্ঞান দিবস কত বছর অন্তর পালন করা হয়?

উত্তর :
৫ বছর 

৮. ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর :
১৭ ই ডিসেম্বর,১৯৩১

৯. ভারতের বিভিন্ন রাশিবিজ্ঞান সংক্রান্ত  সংস্থা CSO,NSSO কোন মন্ত্রকের অধীনে কাজ করে?

উত্তর :
মিনিস্ট্রি অফ্ স্ট্যাটিসটিক প্রোগ্রাম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (MOSPI)

[ আরো দেখে নাওবাংলা কুইজ – সেট ১১৮ – জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড স্পেশাল ] 

১০. কাকে রাশিবিজ্ঞানের জনক হিসাবে গণ্য করা হয়?

উত্তর :
Sir Ronald Aylmer Fisher

১১. ন্যাশনাল  স্যাম্পল সার্ভে অফিস(NSSO) কোন সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর :
১৯৫০

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button