Bengali Quiz – Set 118 – Jallianwala Bagh massacre Special
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড (অমৃতসর হত্যাকাণ্ড) ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অন্যতম কুখ্যাত গণহত্যা। আজ ১৩ই এপ্রিল সেই ঘটনার কিছু তথ্য নিয়ে তুলে ধরা হলো আমাদের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড স্পেশাল এই কুইজ সেটটি ।
১. জালিয়ানওয়ালাবাগ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
২. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কবে হয়েছিল ?
৩. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড -এর অর্ডার দিয়েছিলেন কোন ইংরেজ সেনানায়ক ?
৪. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড যখন হয়েছিল তখন পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন ?
৫. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজ সরকারের দেওয়া কোন উপাধি ত্যাগ করেন?
৬. কোন দুজনের মুক্তির দাবিতে ১৯১৯ সালের ১৩ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগে লোকজন জমায়েত হয়েছিল ?
৭. ১৯১৯ সালের ১৩ই এপ্রিল শিখদের কোন উৎসব ছিল ?
৮. ১৯১৯ সালের ১৩ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগে কত রাউন্ড গুলি চালানো হয় ?
৯. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডকে কোন কংগ্রেস নেতা ‘কসাইখানার গণহত্যা’ বলেছিলেন ?
১০. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ১৫ই এপ্রিল, কোথায় বিক্ষোভ সংঘটিত হয় যেখানে ১২ জন মারা যান ?
১১. অফিসিয়াল তথ্য অনুযায়ী জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে কতজন মারা গিয়েছিলো ?
১২. এই ঘটনার অনুসন্ধান করতে কোন কমিশন গঠন করা হয় ?
১৩. মাইকেল ও ডায়ারকে কোন বিপ্লবী হত্যা করেন ?
১৪. উধম সিং সম্পর্কে কে বলেছিলেন “”আমি শহীদ-ই-আজম উধম সিংকে শ্রদ্ধার সাথে সালাম জানাই যিনি ফাঁসির দড়িকে বরণ করে নিয়েছিলেন যাতে আমরা মুক্ত হতে পারি” ?
১৫. উধম সিং-কে কে উন্মাদ বলেছিলেন ?
১৬. ব্রিটিশ কাস্টডিতে উধম সিং কি নাম ব্যবহার করেছিলেন ?
১৭. জালিয়ানওয়ালাবাগের কুঁয়ো থেকে পরবর্তীকালে কতগুলি মৃতদেহ উদ্ধার হয় ?
আরো দেখুন :
বাংলা কুইজ – সেট ১১১ – সংবিধান স্পেশাল
বাংলা কুইজ – সেট ১০৮ – সত্যজিৎ রায় স্পেশাল
বাংলা কুইজ – সেট ৯৩ – নেতাজি স্পেশাল
বাংলা কুইজ – সেট ৯২ – জওহরলাল নেহেরু স্পেশাল
To check our latest Posts - Click Here