QuizQuiz

বাংলা কুইজ – সেট ৫০

Bengali Quiz – Set 50

১. মাত্র ১৫ বছর বয়সে অসহযোগ আন্দোলে যোগ দিয়ে কে বন্দি হবার পর কোর্টে জিজ্ঞাসাবাদের সময় বলেন তাঁর নাম “আজাদ”, বাবার নাম “স্বতন্ত্র” এবং তাঁর ঘর “জেল”?

উত্তর :
চন্দ্রশেখর তিওয়ারি ( এই ঘটনাটির পর থেকে সবাই উনাকে চন্দ্রশেখর আজাদ বলে ডাকতে থাকেন)

২. ‘Metal of Hope’ কোন মৌলিক পদার্থকে বলা হয়?

উত্তর :
ইউরেনিয়াম

৩. স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন?

উত্তর :
বলদেব সিং

৪. ভারতের একমাত্র কোন শহরটি দুটি রাজ্যের রাজধানী?

উত্তর :
চন্ডিগড়

৫. বিকাশ স্বরূপের কোন উপন্যাসকে অবলম্বন করে “Slumdog Millionaire” চলচিত্রটি হয়েছিল?

উত্তর :
Q and A

৬. আন্তর্জাতিক ক্রিকেট খেলায় ব্যবহৃত ক্রিকেট বলের ভর কত?

উত্তর :
১৫৫ গ্রাম

৭. পৃথিবীর একমাত্র কার্বন নেগেটিভ দেশ কোনটি?

উত্তর :
ভুটান

৮. ‘What do the forest bear ? Soil water and pure air.’ – কোন বিখ্যাত আন্দোলনের স্লোগান?

উত্তর :
চিপকো আন্দোলন

৯. ভারতের কফি গবেষণাগার কোথায় আছে ?

উত্তর :
কর্ণাটকের চিকমাগালুর শহরে

১০. ভারতে প্রথম ATM চালু করেছিল কোন ব্যাঙ্ক?

উত্তর :
HSBC

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

দেখে নাও
Close
Back to top button