অ্যালবার্ট আইনস্টাইন কুইজ – Quiz on Albert Einstein
প্রিয় পাঠকেরা, আজ ১৪ই মার্চ। বিশ্বখ্যাত অন্যতম বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন আজকের দিনের ১৮৭৯ খ্রিস্টাব্দে জার্মানিতে জন্মগ্রহণ করেছিলেন। এই মহান আত্মার স্মরণে দেওয়া রইলো বাংলা কুইজের পক্ষ থেকে তাঁকে উৎসর্গ করে একটি ছোট্ট কুইজ সেট।
১. অ্যালবার্ট আইনস্টাইন কোন দেশে জন্মগ্রহণ করেন?
২. অ্যালবার্ট আইনস্টাইন কোন ক্ষেত্রে তার অবদানের জন্য নোবেল পুরষ্কার পান?
দেখে নাও : নভেল করোনা ভাইরাস কুইজ । Corona Quiz
৩. ১৯৫২ সালে একটি দেশের প্রথম রাষ্ট্রপতি প্রয়াত হাওয়ার পর এলবার্ট আইনস্টাইনকে সেই দেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য আবেদন করা হয়। কিন্তু তিনি সেই আবেদন প্রত্যাখ্যান করেন। কোন দেশ ?
৪. কত সালে আইনস্টাইন নোবেল পুরষ্কার অর্জন করেন?
দেখে নাও : সৌমিত্র চট্টোপাধ্যায় – কিছু জানা-অজানা তথ্য
৫. অ্যালবার্ট আইনস্টাইন কোন বিশ্ববিদ্যালয় থেকে PhD ডিগ্রী লাভ করেন?
৬. অ্যালবার্ট আইনস্টাইন এর নামানুসারে নামাঙ্কিত গ্রহাণুটির নাম কী?
৭. আইনস্টাইন কীসের একক?
দেখে নাও : এ. পি. জে. আবদুল কালাম কুইজ । Quiz on Dr. APJ Abdul Kalam
৮. পর্যায় সারণীতে আইনস্টাইন এর নাম অনুসারে রাখা মৌলের নাম কী?
৯. আইনস্টাইন আবিস্কৃত আপেক্ষিকতা তত্ত্ব এর সমীকরণটি কী?
১০. অ্যালবার্ট আইনস্টাইন এর লেখা প্রথম বইটির নাম কী?
১১. অ্যালবার্ট আইনস্টাইন এর প্রথম পত্নীর নাম কি ছিল ?
দেখে নাও : মহাত্মা গান্ধী কুইজ । Quiz on Mahatma Gandhi
১২. অ্যালবার্ট আইনস্টাইনের প্রথম সন্তানের নাম কি ছিল ?
১৩. অ্যালবার্ট আইনস্টাইন যখন জানতে পারেন যে তাঁকে নোবেল পুরস্কারে সম্মানিত করা হচ্ছে, তখণ তিনি কোন দেশের ভ্রমণ করছিলেন ?
১৪. আইনস্টাইনের জন্ম জার্মানিতে। মৃত্যু কোথায় হয়েছিল ?
১৫. আইনস্টাইনের মৃত্যুর কারণ কী ছিল?
To check our latest Posts - Click Here