QuizQuiz

অ্যালবার্ট আইনস্টাইন কুইজ – Quiz on Albert Einstein

Albert Einstein Special Quiz

অ্যালবার্ট আইনস্টাইন কুইজ – Quiz on Albert Einstein

প্রিয় পাঠকেরা, আজ ১৪ই মার্চ। বিশ্বখ্যাত অন্যতম বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন আজকের দিনের ১৮৭৯ খ্রিস্টাব্দে জার্মানিতে জন্মগ্রহণ করেছিলেন। এই মহান আত্মার স্মরণে দেওয়া রইলো বাংলা কুইজের পক্ষ থেকে তাঁকে উৎসর্গ করে একটি ছোট্ট কুইজ সেট।

১. অ্যালবার্ট আইনস্টাইন কোন দেশে জন্মগ্রহণ করেন?

উত্তর :
জার্মানি

২. অ্যালবার্ট আইনস্টাইন কোন ক্ষেত্রে তার অবদানের জন্য নোবেল পুরষ্কার পান?

উত্তর :
পদার্থবিদ্যা (ফোটো ইলেক্ট্রিক প্রভাবের  সূত্র  আবিষ্কার করার জন্য।)

দেখে নাওনভেল করোনা ভাইরাস কুইজ । Corona Quiz

৩. ১৯৫২ সালে একটি দেশের প্রথম রাষ্ট্রপতি প্রয়াত হাওয়ার পর এলবার্ট আইনস্টাইনকে সেই দেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য আবেদন করা হয়। কিন্তু তিনি সেই আবেদন প্রত্যাখ্যান করেন। কোন দেশ ?

উত্তর :
ইসরায়েল

৪. কত সালে আইনস্টাইন নোবেল পুরষ্কার অর্জন করেন?

উত্তর :
১৯২৩

দেখে নাওসৌমিত্র চট্টোপাধ্যায় –  কিছু জানা-অজানা তথ্য

৫. অ্যালবার্ট আইনস্টাইন কোন বিশ্ববিদ্যালয় থেকে PhD ডিগ্রী লাভ করেন?

উত্তর :
University of Zurich (১৯০৫)

৬. অ্যালবার্ট আইনস্টাইন এর নামানুসারে নামাঙ্কিত গ্রহাণুটির নাম কী?

উত্তর :
2001 Einstein.

৭. আইনস্টাইন কীসের একক?

উত্তর :
এক মোল ফোটনের শক্তির পরিমাণ প্রকাশক একক।

দেখে নাওএ. পি. জে. আবদুল কালাম কুইজ । Quiz on Dr. APJ Abdul Kalam

৮. পর্যায় সারণীতে আইনস্টাইন এর নাম অনুসারে রাখা মৌলের নাম কী?

উত্তর :
আইনস্টাইনিয়াম (Einsteinium)

৯. আইনস্টাইন আবিস্কৃত  আপেক্ষিকতা তত্ত্ব এর সমীকরণটি কী?

উত্তর :
E = mc²

১০. অ্যালবার্ট আইনস্টাইন এর লেখা প্রথম বইটির নাম কী?

উত্তর :
“Relativity: The Special and the General Theory “

১১. অ্যালবার্ট আইনস্টাইন এর প্রথম পত্নীর নাম কি ছিল ?

উত্তর :
মিলেভা

দেখে নাওমহাত্মা গান্ধী কুইজ । Quiz on Mahatma Gandhi

১২. অ্যালবার্ট আইনস্টাইনের প্রথম সন্তানের নাম কি ছিল ?

উত্তর :
লাইজারেল ( আইনস্টাইন এবং মিলেভার কন্যা )

১৩. অ্যালবার্ট আইনস্টাইন যখন জানতে পারেন যে তাঁকে নোবেল পুরস্কারে সম্মানিত করা হচ্ছে, তখণ তিনি কোন দেশের ভ্রমণ করছিলেন ?

উত্তর :
জাপান

১৪. আইনস্টাইনের জন্ম জার্মানিতে। মৃত্যু কোথায় হয়েছিল ?

উত্তর :
নিউ জার্সি, মার্কিন যুক্তরাষ্ট্র

১৫. আইনস্টাইনের মৃত্যুর কারণ কী ছিল?

উত্তর :
অ্যানিউরিজম ( ধমনী ফেটে যাওয়া )

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button