QuizQuiz

সৌমিত্র চট্টোপাধ্যায় – কিছু জানা-অজানা তথ্য

Soumitra Chatterjee - Lesser Known Facts

সৌমিত্র চট্টোপাধ্যায়

দীর্ঘ লড়াইয়ের পর জীবনযুদ্ধে হার মারলেন প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মহামারী করোনার হাত ধরে পাড়ি দিলেন না-ফেরার দেশে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ চলচিত্র প্রেমীরা – এ যেন চলচিত্র জগতের এক যুগের পতন। এই মহান ব্যক্তিত্বের প্রয়াণ দিবসে দেওয়া রইলো সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কিত কিছু জানা-অজানা তথ্য।

১. সৌমিত্র চট্টোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন?

উত্তর :
১৯৩৫

২. কোন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে সৌমিত্র চট্টোপাধ্যায় সিনেমা জগতে প্রবেশ করেন?

উত্তর :
অপুর সংসার।

আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ১৩০ – চুনী গোস্বামী স্পেশাল

৩. সত্যজিৎ রায়ের পরিচালিত মোট কটি চলচ্চিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করছেন?

উত্তর :
১৪

৪. কোন সালে সৌমিত্র চট্টোপাধ্যায় দাদা সাহেব ফালকে পুরস্কার অর্জন করেছেন?

উত্তর :
২০১২

৫. সৌমিত্র বাবুর জীবনের উপর ভিত্তি করে একটি ডকুমেন্টারি তৈরি হয়। যা তৈরি করেন ফরাসি পরিচালক ক্যাথেরিন বার্গে । এই ডকুেন্টারি এর নাম কী?

উত্তর :
গাছ

আরো দেখে নাও : প্রণব মুখোপাধ্যায় – কিছু জানা অজানা তথ্য

৬. সৌমিত্র চট্টোপাধ্যায় কোন পদ্ম সম্মান অর্জন করেছেন?

উত্তর :
পদ্মভূষণ

৭. ১৯৬১ সালে নির্মাল্য আচার্য এর সাথে মিলে একটি পত্রিকা চালু করেন সৌমিত্র চট্টোপাধ্যায়,এই পত্রিকার নাম কী ছিল?

উত্তর :
“এখন”

আরো দেখে নাও : বাংলা কুইজ – সেট ১২৮ –  ইরফান খান স্পেশাল 

৮. ভারতের চলচ্চিত্র জগতের প্রথম ব্যক্তিত্ব হিসেবে সৌমিত্র চট্টোপাধ্যায় অর্জন করেন Ordre des Arts Letters, এটি কোন দেশে আর্টিস্টদের জন্য সর্বোচ্চ সম্মান?

উত্তর :
ফ্রান্স

৯. সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম জীবনী মূলক গ্রন্থ হল “নাম সৌমিত্র”, এর লেখক কে?

উত্তর :
অরুনেন্দ্র মুখার্জী

১০. অভিনয়ের পাশাপাশি অনেক গুলি বই ও লিখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর লেখা প্রথম বইয়ের নাম কী?

উত্তর :
“Beyond Apu”

১১.কতসালে সৌমিত্র চট্টোপাধ্যায় ফ্রান্সের সর্বোচ্চঅসামরিক সম্মান “Legion of Honour” অর্জন করেন ?

উত্তর :
২০১৮

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button