24th September Current Affairs Quiz 2023 – Bengali
Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৪শে সেপ্টেম্বর – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 24th September Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 23rd September Current Affairs Quiz 2023 – Bengali
১. নিচের কোন দেশে সম্প্রতি বিশ্বের প্রাচীনতম কাঠের কাঠামো পাওয়া গেছে?
(A) মোজাম্বিক
(B) নামিবিয়া
(C) জাম্বিয়া
(D) জিম্বাবুয়ে
- প্রত্নতাত্ত্বিকরা জাম্বিয়া এবং তানজানিয়ার সীমান্তের কাছে বিশ্বের প্রাচীনতম কাঠের কাঠামো আবিষ্কার করেছেন।
- কাঠামোটি অন্তত ৪৭৬,০০০ বছর আগের, হোমো সেপিয়েন্সের বিবর্তনের বেশ আগে।
২. কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি জর্জিও নাপোলিটানো সম্প্রতি ৯৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন ?
(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) কানাডা
(C) ইতালি
(D) মেক্সিকো
- ২০২৩ সালে, নেপোলিটানো ২৯শে জুন তার ৯৮তম জন্মদিনের পরেই রোমে হাসপাতালে ভর্তি হন।
- ১৯শে সেপ্টেম্বর, তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তিনি গুরুতর অবস্থায় ছিলেন বলে রিপোর্ট করা হয়েছিল এবং তাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।
- তিন দিন পর ২২ সেপ্টেম্বর ৯৮ বছর বয়সে তিনি মারা যান।
৩. কোন দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI ) -চালিত বারাক ট্যাঙ্ক উন্মোচন করেছে?
(A) রাশিয়া
(B) ইজরায়েল
(C) ফ্রান্স
(D) মার্কিন যুক্তরাষ্ট্র
ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্পন্ন তার পরবর্তী প্রজন্মের ট্যাঙ্ক, বারাক উন্মোচন করেছে। [/spoiler]
৪. ICCR নতুন দিল্লিতে কততম ইন্দো-ল্যাটিন আমেরিকা সাংস্কৃতিক উৎসবের আয়োজন করতে চলেছে ?
(A) পঞ্চম
(B) চতুর্থ
(C) ষষ্ঠ
(D) সপ্তম
Indian Council for Cultural Relations (ICCR) ২৮ ও ২৯শে সেপ্টেম্বর নতুন দিল্লিতে চতুথ ইন্দো-ল্যাটিন আমেরিকা সাংস্কৃতিক উৎসবের আয়োজন করতে চলেছে । [/spoiler]
৫. জাগোরি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছে। এটি কোন দেশে অবস্থিত?
(A) নরওয়ে
(B) ফিনল্যান্ড
(C) ডেনমার্ক
(D) গ্রীস
- এপিরাসের মাউন্ট পিন্ডোসে ঐতিহ্যবাহী, মনোরম কয়েকটি গ্রাম, যা জাগোরোচোরিয়া (বা জাগোরির গ্রাম) নামে পরিচিত, সম্প্রতি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
- সৌদি আরবের রিয়াদে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪৫তম অধিবেশন চলাকালীন এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৬. উত্তর-পূর্বের “মিঠুন (একটি আধা গৃহপালিত গৌড়)’ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) থেকে একটি ‘food animal’’ ট্যাগ পেয়েছে। কোন রাজ্য মিঠুনকে জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দিয়েছে?
(A) অরুণাচল প্রদেশ
(B) নাগাল্যান্ড
(C) মিজোরাম
(D) অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ড উভয়েই
- সম্প্রতি উত্তর-পূর্বের “মিঠুন (একটি আধা গৃহপালিত গৌড়)’ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) থেকে একটি ‘food animal’’ ট্যাগ পেয়েছে।
- মিথুন বা গেয়াল (Bos frontalis) ভারতীয় গৌড় বা বাইসনের বংশধর হিসেবে বিবেচিত হয়।
৭. কোন রাজ্যের বিশ্বনাথ ঘাটকে ‘ভারতের সেরা পর্যটন গ্রাম ২০২৩ ‘ আখ্যা দেওয়া হয়েছে ?
(A) ত্রিপুরা
(B) পশ্চিমবঙ্গ
(C) আসাম
(D) ওড়িশা
- আসামের মুকুটে নয়া পালক। বিশ্বনাথ ঘাট ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত হয়েছে।
- কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের এই সিদ্ধান্তের কথা শুক্রবার জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
- আসামের পাশাপাছি কেন্দ্রীয় শিরোপা পেয়েছে বাংলাও।
- মুর্শিদাবাদ জেলার কিরীটেশ্বরী দেশের সেরা গ্রামের পুরস্কার পেয়েছে।
৮. ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (NGT) কোন রাজ্যের জলাশয়ে চলাচলকারী ক্রুজ জাহাজের উপর নিষেধাজ্ঞা জারি করেছে?
(A) ওড়িশা
(B) মধ্যপ্রদেশ
(C) গুজরাট
(D) রাজস্থান
ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (NGT) পরিবেশগত উদ্বেগের কথা উল্লেখ করে ভোপালের আপার লেক সহ মধ্যপ্রদেশের জলাশয়ে চলাচলকারী ক্রুজ জাহাজের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। [/spoiler]
৯. কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্প্রতি লি কুয়ান ইউ এক্সচেঞ্জ ফেলোশিপ দেওয়া হয়েছে?
(A) পশ্চিমবঙ্গ
(B) তামিলনাড়ু
(C) আসাম
(D) রাজস্থান
- আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামের উন্নয়নে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ লি কুয়ান ইউ এক্সচেঞ্জ ফেলোশিপ পেয়েছেন।
- ফেলোশিপটির নামকরণ করা হয়েছে সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী, জনাব লি কুয়ান ইয়ু-এর নামানুসারে।
১০. ২০২৩ আগস্ট মাসের পুরুষ বিভাগে ICC Player of the Month হয়েছেন –
(A) সাদাব খান
(B) বিরার কোহলি
(C) রোহিত শর্মা
(D) বাবর আজম
- পাকিস্তানের অধিনায়ক বাবর আজম আগস্ট ২০২৩ এর মেনস প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কার জিতে নিয়েছেন।
- এর তিনি এই তিনবার এই পুরস্কার জয়ী প্রথম প্লেয়ার হয়েছেন।
- অপর দিকে আয়ারল্যান্ডের আর্লেন কেলি তার বোলিং -এর জন্য মহিলাদের প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কার জিতে নিয়েছেন।
To check our latest Posts - Click Here