Daily Current Affairs in BengaliCurrent Affairs

28th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

3.9/5 - (126 votes)

28th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৮শে মার্চ – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 28th March Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 20th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি প্রয়াত সবচেয়ে বয়স্ক ড্র্যাগ কুইন পারফর্মারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারীর নাম কি?

(A) ট্রিক্সি ম্যাটেল
(B) Monet X Change
(C) ভিক্সেন
(D) ডারসেল XV

উত্তর
(D) ডারসেল XV

  • সবচেয়ে বয়স্ক ড্র্যাগ কুইন পারফর্মারের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী, ডারসেল XV, ২৭শে মার্চ ২০২৩-এ ৯২ বছর বয়সে প্রয়াত হলেন।
  • তার আসল নাম ছিল ওয়াল্টার ডব্লিউ কোল।
  • তিনি ২০১৬ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা সবচেয়ে বয়স্ক ড্র্যাগ কুইন পারফরমার মুকুট লাভ করেন।

২. নিম্নোক্ত কোন পাকিস্তানি বংশোদ্ভূত, স্কটল্যান্ডের নতুন সর্বকনিষ্ঠ ‘প্রথম মন্ত্রী’ (First Minister) হলেন?

(A) হারিস সালেহ
(B) সাজিদ জাভিদ
(C) হুমজা ইউসুফ
(D) খালিদ মাহমুদ

উত্তর
(C) হুমজা ইউসুফ

  • Scottish National Party-এর (SNP) নেতা নিকোলা স্টারজনের স্থলাভিষিক্ত হলেন হামজা ইউসুফ।
  • স্কটল্যান্ডের প্রথম মন্ত্রী (First Minister) হলেন স্কটিশ সরকারের প্রধান এবং স্কটল্যান্ডের গ্রেট সিলের রক্ষক।

৩. রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL)-এর নতুন চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) মনমীত কে নন্দা
(B) লক্ষ্মণ নরসিংহন
(C) শ্রীকান্ত ভেঙ্কটচারী
(D) ললিত কুমার গুপ্ত

উত্তর
(C) শ্রীকান্ত ভেঙ্কটচারী

  • বর্তমান চিফ ফিনান্সিয়াল অফিসার অলোক আগরওয়ালকে কোম্পানির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরের সিনিয়র উপদেষ্টার নতুন ভূমিকা দেওয়া হয়েছে।

৪. সম্প্রতি কোন দেশ BRICS নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে (NDB) যোগদান করেছে?

(A) মিশর
(B) সৌদি আরব
(C) ইরান
(D) কাতার

উত্তর
(A) মিশর

মিশর:

  • রাজধানী: কায়রো
  • মুদ্রা: মিশরীয় পাউন্ড
  • প্রেসিডেন্ট : আবদেল ফাত্তাহ এল-সিসি

৫. কলকাতা নাইট রাইডার্স তাদের অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে কোন খেলোয়াড়কে নিযুক্ত করেছে?

(A) সুনীল নারিন
(B) নীতীশ রানা
(C) আন্দ্রে রাসেল
(D) শার্দুল ঠাকুর

উত্তর
(B) নীতীশ রানা

  • দুইবারের IPL চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) এই সিজনের জন্য ড্যাশিং ব্যাটসম্যান নীতীশ রানাকে তাদের অন্তর্বর্তী কালীন অধিনায়ক নিযুক্ত করেছে।
  • নীতীশ KKR এর হয়ে ৭৪টি ম্যাচ খেলেছেন এবং তাতে তিনি ১৭৪৪ রানও করেছেন।

৬. দিলমা ভানা রুসেফ নিচের কোন ব্যাংকের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন?

(A) ADB
(B) NDB
(C) World Bank
(D) AIIB

উত্তর
(B) NDB

  • তিনি মার্কাস ট্রয়জোর স্থলাভিষিক্ত হবেন।
  • NDB, BRICS ব্যাংক নামেও পরিচিত এবং ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা সহ পাঁচটি ব্রিকস দেশ দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠান।

৭. ভারত ও আফ্রিকান দেশগুলির সেনাপ্রধানদের প্রথম যৌথ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?

(A) বেঙ্গালুরু
(B) পুনে
(C) সুরাট
(D) চেন্নাই

উত্তর
(B) পুনে

  • সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
  • এটি ছিল আফ্রিকার সেনাপ্রধানদের সাথে প্রথম সম্মেলন।
  • ১০টি দেশের সেনাপ্রধানসহ আফ্রিকার ৩১টি দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Alert: Content is protected !!
উপগ্রহের সংখ্যায় শনিকে ছাড়িয়ে গেলো বৃহস্পতি। ১০০টি বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর UNSC দ্বারা বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত হলেন আবদুল রহমান মক্কি বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কিত ১০টি তথ্য Nobel 2022 Winner List in Bengali