Daily Current Affairs in BengaliCurrent Affairs

22-27th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

22-27th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২২-২৭শে মার্চ – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 22-27th March Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 20th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. বিশ্ব জল দিবস প্রতি বছর কোন দিনটিতে পালিত হয়?

(A) ২২শে মার্চ
(B) ৩০শে মার্চ
(C) ২৭শে মার্চ
(D) ২৩শে মার্চ

[spoiler title=’উত্তর ‘ ] (A) ২২শে মার্চ

  • ২০২৩ এর থিম হল “Accelerating Change”।
  • ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ জল সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করতে এই দিনটি চালু করে।
[/spoiler]

২. G20-এর পরিবেশ ও জলবায়ু সাসটেইনেবিলিটি ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় ওয়ার্কিং গ্রুপ সভা কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

(A) নতুন দিল্লি
(B) গান্ধীনগর
(C) বারাণসী
(D) কলকাতা

[spoiler title=’উত্তর ‘ ] (B) গান্ধীনগর

  • বৈঠকে ৩০টির বেশি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছে।
  • তিন দিনব্যাপী এই বৈঠকের উদ্বোধন করেছেন ভারতের G-20 এর শেরপা অমিতাভ কান্ত।
[/spoiler]

৩. BWF দ্বারা জারি করা সর্বশেষ পুরুষদের একক র‌্যাঙ্কিংয়ে লক্ষ্য সেনের র‍্যাঙ্ক কত?

(A) ১৫
(B) ৩০
(C) ২৫
(D) ২০

[spoiler title=’উত্তর ‘ ] (C) ২৫

  • এর আগে ২০২২ সালের নভেম্বরে তিনি ক্যারিয়ারের সেরা ৬-এ পৌঁছেছিলেন।
  • HS প্রণয় নবম স্থানে রয়েছেন।
  • মহিলাদের একক-এ পিভি সিন্ধু নবম স্থানে রয়েছেন।
[/spoiler]

৪. কিলিয়ান এমবাপে কোন দেশের ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব নেবেন?

(A) পোল্যান্ড
(B) আর্জেন্টিনা
(C) ফ্রান্স
(D) জার্মানি

[spoiler title=’উত্তর ‘ ] (C) ফ্রান্স

  • বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর এবং হুগো লরিসের পদত্যাগ করার পর ফ্রান্সের অধিনায়কের দায়িত্ব নেবেন কিলিয়ান এমবাপ্পে।
[/spoiler]

৫. কেরালার সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘কেরালা জ্যোতি’-তে ভূষিত হলেন কে?

(A) হরিহরন
(B) রামচন্দ্রন
(C) এম টি বাসুদেবন নায়ার
(D) আরিফ মুহাম্মদ খান

[spoiler title=’উত্তর ‘ ] (C) এম টি বাসুদেবন নায়ার

  • কেরলের গভর্নর আরিফ মুহম্মদ খান ২২শে মার্চ ২০২৩-এ বিশিষ্ট ব্যক্তিদের ‘কেরালা পুরস্কারঙ্গল’, রাজ্য পুরস্কার প্রদান করেছেন।
  • “কেরল জ্যোতি”, “কেরল প্রভা” এবং “কেরালা শ্রী” নামে তিনটি বিভাগে পুরস্কারটি দেওয়া হয়েছিল।
  • ২০২১ সালে, কেরালা সরকার এই বেসামরিক পুরস্কার “কেরালা পুরষ্কারঙ্গল”-এর প্রতিষ্ঠা করে।
[/spoiler]

৬. ‘ঘোড়ে যাত্রা’ উৎসব কোন দেশে পালিত হয়?

(A) ভারত
(B) ইন্দোনেশিয়া
(C) বাংলাদেশ
(D) নেপাল

[spoiler title=’উত্তর ‘ ] (D) নেপাল

  • নেপালের ললিতপুরে ঘোড়ার উৎসব ‘ঘোড়ে যাত্রা’ উদযাপিত হয়।
  • ঘোড়ে যাত্রা উৎসব মল্ল শাসনামল থেকে (১৩শ থেকে ১৮শ শতাব্দী) পালন করা হচ্ছে।
  • প্রাচীনকালে গুরুমাপা (যাকে টুন্ডিও বলা হয়) নামে একটি রাক্ষসের উপর বিজয়ের উদযাপন হিসাবে এটির উদযাপন শুরু হয়েছিল।
[/spoiler]

৭. অর্ডার অফ অস্ট্রেলিয়ার (AO) জেনারেল ডিভিশনে অনারারি অফিসার হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন?

(A) মুকেশ আম্বানি
(B) রতন টাটা
(C) গৌতম আদানি
(D) এন আর নারায়ণ মূর্তি

[spoiler title=’উত্তর ‘ ] (B) রতন টাটা

  • অস্ট্রেলিয়া-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য বিশিষ্ট সেবার জন্য, ভারতীয় শিল্পপতি এবং সমাজসেবী রতন টাটাকে অস্ট্রেলিয়ার অর্ডার অফ জেনারেল ডিভিশনে (AO) অনারারি অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে।
  • রতন টাটা হলেন টাটা সন্সের চেয়ারম্যান ইমেরিটাস, টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান এবং বিশ্বের অন্যতম ধনী উদ্যোক্তা।
[/spoiler]

৮. কটন কর্পোরেশন অফ ইন্ডিয়ার (CCI) চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) মনমীত কে নন্দা
(B) ললিত কুমার গুপ্ত
(C) অরুণ আগরওয়াল
(D) লক্ষ্মণ নরসিংহন

[spoiler title=’উত্তর ‘ ] (B) ললিত কুমার গুপ্ত

  • CCI টেক্সটাইল মন্ত্রকের অধীনে একটি পাবলিক সেক্টর।
  • এছাড়াও তিনি ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারি অফ ইন্ডিয়া (ICSI) এর সদস্য।
[/spoiler]

৯. গণিতের জন্য সম্প্রতি কে অ্যাবেল পুরস্কারে ভূষিত হয়েছেন?

(A) লরেন্স সি. ইভান্স
(B) নিকোলা ফুসকো
(C) লুইস ক্যাফারেলি
(D) কার্লোস কেনিগ

[spoiler title=’উত্তর ‘ ] (C) লুইস ক্যাফারেলি

  • তিনি “পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন” এর একজন বিশেষজ্ঞ।
  • তিনি টেক্সাস ইউনিভার্সিটির একজন অধ্যাপক।
[/spoiler]

১০. ‘মাদক পাচার ও জাতীয় নিরাপত্তা’ বিষয়ক আঞ্চলিক সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?

(A) গুয়াহাটি
(B) অমরাবতী
(C) বেঙ্গালুরু
(D) কোহিমা

[spoiler title=’উত্তর ‘ ] (C) বেঙ্গালুরু

  • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২৪শে মার্চ ২০২৩-এ বেঙ্গালুরুতে ‘মাদক পাচার এবং জাতীয় নিরাপত্তা’ বিষয়ক আঞ্চলিক সম্মেলনে সভাপতিত্ব করেছেন।
  • এটি সামুদ্রিক পথ দিয়ে মাদক পাচার বন্ধ করতে এবং মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংগঠিত হয়েছে ।
[/spoiler]

১১. ডিজিটাল প্ল্যাটফর্ম ‘সাগর মন্থন’ কোন মন্ত্রণালয় চালু করেছে?

(A) পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
(B) প্রতিরক্ষা মন্ত্রণালয়
(C) শিক্ষা মন্ত্রণালয়
(D) বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয়

[spoiler title=’উত্তর ‘ ] (D) বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয়

  • ২৩শে মার্চ ২০২৩-এ কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, রিয়েল-টাইম পারফরম্যান্স মনিটরিং ড্যাশবোর্ড ‘সাগর মন্থন’ চালু করেছেন।
[/spoiler]

১২. প্রথম গ্লোবাল ট্যুরিজম ইনভেস্টর সামিট কোন শহরে অনুষ্ঠিত হবে?

(A) মানালি
(B) পানাজি
(C) দিল্লী
(D) ঋষিকেশ

[spoiler title=’উত্তর ‘ ] (C) দিল্লী

  • ভারতের G20 প্রেসিডেন্সির অধীনে, পর্যটন মন্ত্রক ১৭-১৯শে মে ২০২৩ এর মধ্যে নয়াদিল্লিতে দেশের প্রথম গ্লোবাল ট্যুরিজম ইনভেস্টরস সামিট (GTIS) আয়োজন করবে।
[/spoiler]

১৩. কোন মন্ত্রণালয় ‘ডিজিক্লেইম’ মডিউল লঞ্চ করেছে?

(A) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
(B) কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়
(C) বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়
(D) বিদ্যুৎ মন্ত্রণালয়

[spoiler title=’উত্তর ‘ ] (B) কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়

  • কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী, নরেন্দ্র সিং তোমর ২৩শে মার্চ ২০২৩-এ ‘ডিজিক্লেইম’ মডিউল লঞ্চ করেছেন।
[/spoiler]

১৪. কোন দেশ এশিয়ান খো খো চ্যাম্পিয়নশিপের পুরুষ ও মহিলা উভয় শিরোপা জিতেছে?

(A) ভারত
(B) মালয়েশিয়া
(C) ইন্দোনেশিয়া
(D) ভুটান

[spoiler title=’উত্তর ‘ ] (A) ভারত

  • ২৩শে মার্চ ২০২৩ এ আসামের তামুলপুরে অনুষ্ঠিত এশিয়ান খো খো চ্যাম্পিয়নশিপে নেপালকে পরাজিত করে শিরোপা জিতে নিয়েছে ভারতীয় পুরুষ ও মহিলা দল।
  • অংশগ্রহণকারী দেশগুলো ছিল, বাংলাদেশ, ভুটান, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নেপাল, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা এবং ভারত।
[/spoiler]

১৫. কোন ব্রডকাস্টার MotoGP স্ট্রিম করার জন্য একটি চুক্তি সুরক্ষিত করেছে?

(A) Viacom18
(B) ESPN
(C) Star
(D) Sony

[spoiler title=’উত্তর ‘ ] (A) Viacom18

  • Reliance Industries-এর মালিকানাধীন Viacom18, ২৪শে মার্চ ২০২৩-এ MotoGP এর JioCinema এবং Sports18 প্ল্যাটফর্মে স্ট্রিম করার জন্য একটি চুক্তি সুরক্ষিত করেছে।
[/spoiler]

১৬. সম্প্রতি প্রয়াত হলেন প্রদীপ সরকার। তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?

(A) রাজনীতি
(B) পেইন্টিং
(C) খেলাধুলা
(D) ফিল্মমেকিং

[spoiler title=’উত্তর ‘ ] (D) ফিল্মমেকিং

  • প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রদীপ সরকার, ২৪শে মার্চ ২০২৩ এ  প্রয়াত হয়েছেন।
  • তিনি ২০০৫ সালে বিদ্যা বালানের পরিণীতার মাধ্যমে সিনেমা পরিচালনার জগতে আত্মপ্রকাশ করেন।
  • তার দ্বারা পরিচালিত অন্যান্য চলচ্চিত্রগুলি হল মরদানি (২০১৪), লাগা চুনারি মে দাগ, এবং লাফাঙ্গে ফরিনদে (২০১০)।
  • ২০০৫ সালে, তিনি পরিণীতার জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্দেশনার জন্য ‘ফিল্মফেয়ার পুরস্কার’ লাভ করেন।
[/spoiler]

১৭. ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের রিপোর্ট অনুযায়ী কোন দেশে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মহিলা পাইলট রয়েছে?

(A) আমেরিকা
(B) ভারত
(C) যুক্তরাজ্য
(D) জার্মানি

[spoiler title=’উত্তর ‘ ] (B) ভারত

  • ভারতের পাইলটদের ১৫% মহিলা।
  • ১৯৮৯ সালে, নিবেদিতা ভাসিন বিশ্বের সর্বকনিষ্ঠ বাণিজ্যিক বিমান সংস্থার পাইলট হন।
[/spoiler]

১৮. গর্ডন ই. মুর সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কোন কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন?

(A) Qualcomm
(B) IBM
(C) Micron Technology
(D) Intel

[spoiler title=’উত্তর ‘ ] (D) Intel

  • তিনি মুর’স ল এর প্রতিষ্ঠাতা।
  • তিনি কম্পিউটারের ক্ষেত্রে তার কাজের জন্য ২০১০ সালে ড্যান ডেভিড পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
[/spoiler]

১৯. ‘War and Women’ শীর্ষক বইটির লেখক কে?

(A) মেঘনাদ দেশাই
(B) ডাঃ এম এ হাসান
(C) অরবিন্দ মন্ডলোই
(D) ডঃ অশ্বিন ফার্নান্দেস

[spoiler title=’উত্তর ‘ ] (B) ডাঃ এম এ হাসান

  • ২৪শে মার্চ ২০২৩ এ জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫২ তম অধিবেশন চলাকালীন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধাপরাধকে চিত্রিত করে ‘War and Women’ শিরোনামের বইটি প্রকাশিত হয়েছিল।
  • ডক্টর এম এ হাসানের লেখা বইটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক যৌন নির্যাতন ও হত্যাকাণ্ডের ব্যাপকতা নথিভুক্ত করে।
[/spoiler]

২০. লভলিনা বোরগোহাইন নয়াদিল্লিতে IBA মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে চতুর্থ জিতেছেন৷ তিনি নিচের কোন বিভাগে সোনা জিতেছেন?

(A) ৫০ কেজি
(B) ৭৫ কেজি
(C) ৪৮ কেজি
(D) ৮১ কেজি

[spoiler title=’উত্তর ‘ ] (B) ৭৫ কেজি

  • টোকিও অলিম্পিকের পদক জয়ী লভলিনা বোরগোহাইন ৭৫ কেজি বিভাগে অস্ট্রেলিয়ার ক্যাটলিন পার্কারকে হারিয়েছেন।
  • নিখাত জারিন এর আগে ভিয়েতনামের নুগুয়েন থি ট্যামকে হারিয়ে ৫০ কেজি বিভাগে সোনা জিতেছিলেন।
  • নিতু ঘাংঘাস এবং সাউইটি বুরাও ২৫শে মার্চ যথাক্রমে ৪৮ কেজি এবং ৮১ কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন।
[/spoiler]

২১. নিম্নলিখিত দলগুলির মধ্যে কোনটি সম্প্রতি প্রথমবারের মতো ওমেন প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন হয়েছে?

(A) দিল্লি ক্যাপিটালস
(B) মুম্বাই ইন্ডিয়ান্স
(C) গুজরাট জায়ান্টস
(D) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

[spoiler title=’উত্তর ‘ ] (B) মুম্বাই ইন্ডিয়ান্স

  • ম্যাচ সেরার পুরস্কার পান ন্যাট সাইভার-ব্রান্ট।
  • হরমনপ্রীত কৌর ক্যাচ অফ দ্য সিজনের পুরস্কার জিতেছেন।
  • হেইলি ম্যাথিউস ভায়োলেট ক্যাপ এবং মেগ ল্যানিং অরেঞ্জ ক্যাপ জিতেছেন।
  • হেইলি ম্যাথিউস ছিলেন সবচেয়ে মূল্যবান খেলোয়াড়।
[/spoiler]

২২. আলবেনিয়ার ডুরেসে IWF ওয়ার্ল্ড ইয়ুথ চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৪০ কেজি বিভাগে নিম্নোক্ত কে ব্রোঞ্জ পদক জিতেছে?

(A) আকাঙ্ক্ষা ব্যবহহারে
(B) জ্যোৎস্না সবর
(C) হর্ষদা গারুড়
(D) সৌম্য ডালভি

[spoiler title=’উত্তর ‘ ] (B) জ্যোৎস্না সবর

  • জ্যোস্না সাবর মহিলাদের ৪০ কেজি ইভেন্টে ১১৫ কেজির উত্তোলন করে তৃতীয় হয়েছিলেন।
  • ধানুশ ২০০ কেজির ওজন তুলে পুরুষদের ৪৯ কেজি ইভেন্টে তৃতীয় হয়েছেন।
[/spoiler]

২৩. ওয়ার্ল্ড থিয়েটার ডে কোন দিনটিতে পালিত হয়?

(A) ২৮শে মার্চ
(B) ২৬শে মার্চ
(C) ২৫শে মার্চ
(D) ২৭শে মার্চ

[spoiler title=’উত্তর ‘ ] (D) ২৭শে মার্চ

  • এটি ১৯৬১ সালে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট দ্বারা শুরু হয়েছিল।
  • এটি ITI কেন্দ্র এবং আন্তর্জাতিক থিয়েটার সম্প্রদায় দ্বারা প্রতি বছর উদযাপিত হয়।
  • ২০২৩ সালের বিশ্ব থিয়েটার দিবসের থিম হল “Theatre and a Culture of Peace”।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

One Comment

Back to top button