Daily Current Affairs in BengaliCurrent Affairs

4th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

4th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৪ঠা আগস্ট  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 4th August Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 4th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কে NMDC এর নতুন লোগো উন্মোচন করেছেন ?

(A) দ্রৌপদী মুর্মু
(B) জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া
(C) নরেন্দ্র মোদি
(D) ডাঃ এস জয়শঙ্কর

[spoiler title=’উত্তর ‘ ] (B) জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া

  • NMDC Limited : National Mineral Development Corporation
  • কেন্দ্রীয় ইস্পাত ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া নতুন দিল্লিতে NMDC-এর নতুন লোগো উন্মোচন করেছেন।
[/spoiler]

২. ভারতের কোন রাজ্য সম্প্রতি প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতারণা এবং পেপার ফাঁস প্রতিরোধে একটি বিল পাস করেছে?

(A) পাঞ্জাব
(B) কর্ণাটক
(C) মহারাষ্ট্র
(D) ঝাড়খণ্ড

[spoiler title=’উত্তর ‘ ] (D) ঝাড়খণ্ড
প্রতিযোগিতামূলক পরীক্ষায় জালিয়াতি এবং কাগজ ফাঁস রোধ করতে ঝাড়খণ্ড বিধানসভা Jharkhand Competitive Examination (Prevention and Redressal of Unfair Means in Recruitment) Bill, 2023 পাস করেছে। [/spoiler]

৩. ভারতের কোন রাজ্য আনন্দ বিবাহ আইনের অধীনে শিখ বিবাহকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে?

(A) পাঞ্জাব
(B) উত্তর প্রদেশ
(C) আসাম
(D) হরিয়ানা

[spoiler title=’উত্তর ‘ ] (C) আসাম

  • আসাম সরকার আসামের শিখ সম্প্রদায়ের রীতিনীতির স্বীকৃতি হিসাবে আসাম আনন্দ বিবাহ নিবন্ধন বিধিমালা (Anand Marriages Registration Rules), 2023 প্রণয়ন করার সিদ্ধান্ত নিয়েছে।
  •  “Assam Anand Marriages Registration Rules, 2023” এর প্রবর্তন একটি ঐতিহাসিক মুহূর্ত যা আসামে বসবাসকারী শিখ সম্প্রদায়ের ২০,০০০ টিরও বেশি সদস্যের অনন্য ঐতিহ্যকে সম্মান করে৷
[/spoiler]

৪. সাগর সেতুর অধীনে বন্দর স্বাস্থ্য সংস্থা (PHO) কে চালু করলেন ?

(A) নরেন্দ্র মোদি
(B) অমিত শাহ
(C) সর্বানন্দ সোনোয়াল
(D) রাজনাথ সিং

[spoiler title=’উত্তর ‘ ] (C) সর্বানন্দ সোনোয়াল
সম্প্রতি শ্রী সর্বানন্দ সোনোয়াল সাগর সেতুর অধীনে পোর্ট হেলথ অর্গানাইজেশন (PHO) মডিউল চালু করেছেন। [/spoiler]

৫. অর্থ মন্ত্রক সম্প্রতি নিম্নিলিখিত কোন সংস্থাকে ‘নবরত্ন’ মর্যাদা প্রদান করেছে ?

(A) Bharat Coking Coal Limited
(B) ONGC Videsh
(C) Goa Shipyard Limited
(D) Central Coalfields Limited

[spoiler title=’উত্তর ‘ ] (B) ONGC Videsh
সম্প্রতি অর্থ মন্ত্রক ONGC Videsh Ltd (OVL) কে মিনিরত্ন থেকে নবরত্নে আপগ্রেড করার অনুমোদন দিয়েছে। [/spoiler]

৬. ভারত নিচের কোন দেশ থেকে সম্প্রতি স্পাইক NLOS মিসাইল পেয়েছে?

(A) যুক্তরাষ্ট্র
(B) ফ্রান্স
(C) ইজরায়েল
(D) রাশিয়া

[spoiler title=’উত্তর ‘ ] (C) ইজরায়েল
পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করার ক্ষমতা বৃদ্ধির জন্য, ভারতীয় বিমান বাহিনী (IAF) ইসরায়েলি স্পাইক নন লাইন অফ সাইট (NLOS) অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র পেয়েছে যা ৩০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। [/spoiler]

৭. ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স ফর ব্যাডমিন্টন কোথায় স্থাপন করা হবে?

(A) গুয়াহাটি, আসাম
(B) মুম্বাই, মহারাষ্ট্র
(C) বেঙ্গালুরু, কর্ণাটক
(D) কলকাতা, পশ্চিমবঙ্গ

[spoiler title=’উত্তর ‘ ] (A) গুয়াহাটি, আসাম
আসাম সরকার উত্তর গুয়াহাটিতে বিশ্বমানের সুবিধা সহ ব্যাডমিন্টনের জন্য একটি ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স স্থাপন করতে চলেছে । [/spoiler]

৮. ভারতের শীর্ষস্থানীয় দাবা খেলোয়াড় হিসেবে কে গ্রান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দকে সম্প্রতি ছাড়িয়ে গেছেন ?

(A) বিদিত গুজরাঠি
(B) ডি. গুকেশ
(C) রমেশবাবু প্রজ্ঞানন্ধ
(D) নিহাল সারিন

[spoiler title=’উত্তর ‘ ] (B) ডি. গুকেশ

  • বিশ্বনাথন আনন্দকে টপকে ভারতের এক নম্বর দাবাড়ু হলেন গুকেশ ডি।
  • নিজের মেন্টরকেই পিছনে ফেলে এগিয়ে গেলেন শিষ্য।
  • ভেঙে দিলেন আনন্দের ৩৬ বছরের রেকর্ড। বর্তমানে ভারতের এক নম্বর দাবাড়ু মাত্র ১৭ বছর বয়সী গুকেশ ডি।
[/spoiler]

৯. ২০২৩ সালের আগস্টে কোয়ালকম ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) স্যাভি সাইন
(B) রাজেন বগাদিয়া
(C) নীল মোহন
(D) ক্রিস্টিয়ানো আমন

[spoiler title=’উত্তর ‘ ] (A) স্যাভি সাইন
কোয়ালকম স্যাভি সাইন কে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এর ইন্ডিয়া ব্যবসার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করেছে। [/spoiler]

১০. ২০২৩ সালের বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে কোন দেশ ঐতিহাসিক স্বর্ণপদক জিতে নিয়েছে ?

(A) ভারত
(B) অস্ট্রেলিয়া
(C) জার্মানি
(D) কলম্বিয়া

[spoiler title=’উত্তর ‘ ] (A) ভারত
ভারতীয় মহিলা কম্পাউন্ড দল ২০২৩ সালের বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে একটি ঐতিহাসিক স্বর্ণপদক জিতে নিয়েছে । [/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button