Daily Current Affairs in BengaliCurrent Affairs

8th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

8th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৮ই আগস্ট  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 8th August Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 6th – 7th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. হস্তশিল্প ও তাঁত কর্পোরেশন (Handicraft and Handloom Corporation ) -এর নতুন প্রস্তাবিত নাম কী?

(A) Handcraft Himachal
(B) Himachal Craftloom
(C) Himcraft
(D) CraftHeritage Himachal

উত্তর
(C) Himcraft
হিমাচল প্রদেশ , হস্তশিল্প এবং হ্যান্ডলুম কর্পোরেশন লিমিটেডের নাম পরিবর্তন করে “হিমক্রাফ্ট কর্পোরেশন” (Himcraft Corporation) করার প্রস্তাব রেখেছে।

২. সম্প্রতি পূর্ব আফ্রিকায় স্বাস্থ্যসেবা পরিষেবা সম্প্রসারণের জন্য গ্লোবাল লিডার অ্যাওয়ার্ড ২০২৩ (Global Leader Award 2023 ) -এ কাকে সম্মানিত করা হয়েছে?

(A) ডাঃ উমেশ সাইনি
(B) জয়েশ সাইনি
(C) মুকেশ আম্বানি
(D) রতন নেভাল টাটা

উত্তর
(B) জয়েশ সাইনি
জয়েশ সাইনি পূর্ব আফ্রিকায় স্বাস্থ্যসেবা পরিষেবা সম্প্রসারণে তার কাজের জন্য গ্লোবাল লিডার অ্যাওয়ার্ড ২০২৩ -এ সম্মানিত হয়েছেন।

৩. সম্প্রতি টেসলার নতুন প্রধান আর্থিক কর্মকর্তা (Chief Financial Officer) হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) ইলন মাস্ক
(B) জাচারি কিরখোর্ন
(C) বৈভব তানেজা
(D) সুন্দর পিচাই

উত্তর
(C) বৈভব তানেজা

  • টেসলা, ভারতের বৈভব তানেজা-কে তার নতুন প্রধান আর্থিক কর্মকর্তা হিসাবে নিয়োগ করেছে৷
  • টেসলার সিএফও জ্যাচারি কিরখোর্নের জায়গায় বৈভব তানেজাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
  • এর আগে বৈভব অ্যাকাউন্টিং বিভাগের প্রধান ছিলেন।

৪. নকশাল কার্যকলাপের উপর কার্যকর নিয়ন্ত্রণের জন্য মধ্যপ্রদেশ সরকার কোন জেলায় একটি নতুন সাব-ডিভিশনাল অফিসার অফ পুলিশ (SDOP) অফিস স্থাপন করতে চলেছে ?

(A) ইন্দোর
(B) জবলপুর
(C) ডিন্ডোরি
(D) ভোপাল

উত্তর
(C) ডিন্ডোরি

  • মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলার বজাগ এলাকায় নতুন এসডিওপি অফিস স্থাপন করা হচ্ছে।
  • এই নতুন অফিসের উদ্দেশ্য হল জেলায় নকশাল কার্যকলাপের উপর কার্যকর নিয়ন্ত্রণ করা।
  • সম্প্রতি এই ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।

৫. উড়িষ্যা হাইকোর্টের ৩৩তম প্রধান বিচারপতি হিসেবে সম্প্রতি কে শপথ নিয়েছেন?

(A) বিচারপতি টি এস শিবগনাম
(B) বিচারপতি ডাঃ এস মুরলীধর
(C) বিচারপতি শুভাশিস তলাপাত্র
(D) বিচারপতি কে বিনোদ চন্দ্রন

উত্তর
(C) বিচারপতি শুভাশিস তলাপাত্র

  • উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি শুভাশিষ তলাপাত্র
  • রাজ্যপাল গণেশী লাল আজ ওড়িশা হাইকোর্টে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান বিচারপতি হিসেবে তলাপাত্রকে শপথ বাক্য পাঠ করান ।

৬. FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস ২০২৩-এ ভারত কতগুলি পদক জিতেছে?

(A) ২৬
(B) ২৪
(C) ২৮
(D) ৩০

উত্তর
(A) ২৬

  • চেংডুতে FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস ২০২৩ -এ ভারত ১১ টি স্বর্ণ, ৫টি রৌপ্য এবং ১০টি ব্রোঞ্জ সহ ২৬টি পদক জিতেছে।
  • পদক টেবিলে ভারত চতুর্থ স্থানে রয়েছে ।

৭. নিচের কোন জেলায় হরিয়ানা সরকার ৬,১৩৪ কোটি টাকা ব্যয়ে একটি বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে?

(A) কুরুক্ষেত্র
(B) পানিপথ
(C) গুরুগ্রাম
(D) যমুনানগর

উত্তর
(D) যমুনানগর

  • হরিয়ানা সরকার ৬,১৩৪ কোটি টাকা ব্যয়ে একটি বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে।
  • এটির একটি ১৪-কিমি-দীর্ঘ জলাধার থাকবে এবং এটি যমুনানগর জেলার হথনিকুন্ড ব্যারেজ থেকে ৪.৫ কিলোমিটার উজানে (upstream ) নির্মিত হবে।
  • এটি দিল্লিতে যমুনা এবং হরিয়ানার নদীর সংলগ্ন এলাকায় বন্যা রোধ করতে সক্ষম হবে বলে আসা করা হচ্ছে।

৮. নিচের কোন সংস্থা শর্ট মুভি সিরিজ ‘হাল্লা বোল’ (Halla Bol) শুরু করেছে?

(A) Sports Authority of India (SAI)
(B) BCCI
(C) Hockey India
(D) Wrestling Federation Of India (WFI)

উত্তর
(A) Sports Authority of India (SAI)

  • স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI), ‘Cheer4India’ প্রচারাভিযানের অধীনে একটি ছোট মুভি সিরিজ ‘হাল্লা বোল’ চালু করেছে।
  • এশিয়ান গেমসে যুক্ত ক্রীড়াবিদদের হ্যাংজু এশিয়ান গেমসের জন্য অনুপ্রাণিত করতে এবং আসন্ন এশিয়ান গেমস সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য এটি শুরু করা হয়েছে।

৯. নিচের কোন দল FA Community Shield 2023 জিতেছে?

(A) ম্যানচেস্টার শহর
(B) ম্যানচেস্টার ইউনাইটেড
(C) আর্সেনাল
(D) এএস মোনাকো

উত্তর
(C) আর্সেনাল

  • কমিউনিটি শিল্ডে নাটকীয় এক ম্যাচে সিটিকে হারিয়ে শিরোপা জিতেছে আর্সেনাল।
  • নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর, পেনাল্টি শুট আউটে সিটিকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আর্তেতার দল।
  • গত মৌসুমের শুরুতেও কমিউনিটি শিল্ডের শিরোপা হেরেছিল ম্যানচেস্টার সিটি।

১০. ওয়ার্ল্ড প্রফেশনাল রেসলিং হাব (WPWH) এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) মহান খালি
(B) জিন্দর মহল
(C) সংগ্রাম সিং
(D) আনশুল জুবলী

উত্তর
(C) সংগ্রাম সিং
ওয়ার্ল্ড প্রফেশনাল রেসলিং হাব (WPWH) সংগ্রাম সিংকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি নিয়োগ করেছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button