6th & 7th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
6th & 7th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৬ই ও ৭ই আগস্ট – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 6th & 7th August Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 5th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (CBIC) এর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) বিবেক জোহরি
(B) মনীষ জৈন
(C) সুরজিত ভুজাবল
(D) সঞ্জয় কুমার আগরওয়াল
কেন্দ্র বিবেক জোহরির পদত্যাগের পরে কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ডের নতুন চেয়ারম্যান হিসাবে ভারতের রাজস্ব পরিষেবা অফিসার সঞ্জয় কুমার আগরওয়ালকে নিযুক্ত করেছে।
২. সারাদেশে কতটি রেলওয়ে স্টেশন পুনর্নির্মাণ করা হবে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে ?
(A) ৫০৮
(B) ৪৩৫
(C) ৫৫৫
(D) ৪৯৫
অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে সারা ভারতের মোট ৫০৮টি স্টেশনের পুনর্নির্মাণ করা হবে। ৬ই আগস্ট ২০২৩ সালে দুপুর ১১টার সময় ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই স্কিমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
৩. কোন রাজ্য সম্প্রতি অনগ্রসর শ্রেণীর জন্য গুরু গোরক্ষনাথ বোর্ড গঠন করেছে ?
(A) মহারাষ্ট্র
(B) উত্তর প্রদেশ
(C) রাজস্থান
(D) মধ্য প্রদেশ
রাজস্থান সরকার যোগী (Jogi), যোগী (Yogi) এবং নাথ সম্প্রদায়ের সমস্যা ও সেগুলো চিহ্নিত করার জন্য গুরু গোরক্ষনাথ বোর্ড গঠন করেছে।
৪. ২০২৩ সালের জাতীয় তাঁত দিবস (National Handloom Day) এর থিম কী?
(A) Handlooms for Sustainable Fashion
(B) Sustainable Textiles, Brighter Futures
(C) Empowering Weavers, Enriching Heritage
(D) Celebrating India’s Weaving Traditions
- ভারতে, তাঁতীদের সম্মান জানাতে এবং দেশের অর্থনীতি ও সংস্কৃতিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রতি বছর ৭ই আগস্ট জাতীয় তাঁত দিবস পালন করা হয়।
- ২০২৩ সালে এই দিবসের থিম ছিল – Handlooms for Sustainable Fashion
৫. নিম্নলিখিত কোন দেশ প্রথমবারের জন্য মালাবার অনুশীলনের আয়োজন করতে চলেছে ১১ থেকে ২১ শে আগস্ট , ২০২৩ এ ?
(A) জাপান
(B) ভারত
(C) অস্ট্রেলিয়া
(D) মার্কিন যুক্তরাষ্ট্র
- মালাবার মহড়ার সর্বশেষ সংস্করণটি অস্ট্রেলিয়ার জলসীমায় ১১-২১ আগস্ট সম্পন্ন হবে।
- এটিতে অংশগ্রহণ করে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ভারত এবং অস্ট্রেলিয়া।
৬. নীতিন দেশাই ৫৭ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি কোন ক্ষেত্রে সাথে যুক্ত ছিলেন ?
(A) পরিচালক
(B) রাজনীতি
(C) কবি
(D) খেলাধুলা
- ২ আগস্ট ২০২৩ এ স্টুডিও থেকে উদ্ধার হয় নীতিন দেশাইয়ের মরদেহ।
- জাতীয় পুরস্কারজয়ী শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হয় ৪ আগস্ট ।
- মরদেহ কাঁধে নিয়ে শেষকৃত্য সম্পন্ন করলেন কন্যা মানসী।
৭. কে পুরুষদের একক ব্যাডমিন্টন অস্ট্রেলিয়ান ওপেন ২০২৩ জিতেছেন?
(A) এইচ.এস. প্রণয়
(B) ওয়েং হং ইয়াং
(C) অ্যান্টনি গিন্টিং
(D) প্রিয়াংশু রাজাওয়াত
- ফাইনালে পৌঁছেও স্বপ্নভঙ্গ হল প্রণয়ের।
- অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হতে পারলেন না তিনি।
- ফাইনালে তিনি মুখোমুখি হয়েছিলেন চিনের ওয়েং হং ইয়াংয়ের বিরুদ্ধে।
- তবে প্রণয় হারলেন ৯-২১, ২৩-২১, ২০-২২-এ।
৮. নিচের কোন ম্যারাথনটিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তালিকায় ‘সবচেয়ে বড় দৌড় প্রতিযোগিতা’ হিসেবে রেকর্ড করা হয়েছে?
(A) বেদান্ত দিল্লি হাফ ম্যারাথন
(B) করুণানিধি মেমোরিয়াল আন্তর্জাতিক ম্যারাথন
(C) টাটা মুম্বাই ম্যারাথন
(D) TCS World 10k বেঙ্গালুরু
- করুণানিধি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ম্যারাথন ২০২৩ আনুষ্ঠানিকভাবে এশিয়ার বৃহত্তম ম্যারাথন ইভেন্টে পরিণত হয়েছে এবং এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপনা করেছে।
- মোট ৭৩,২০৬ জন এবারে এই ম্যারাথনে অংশগ্রহণ করেছিল।
৯. ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত বিশ্ব খেতাব জেতা প্রথম ভারতীয় কে?
(A) পারনীত কৌর
(B) জ্যোতি সুরেখা ভেন্নাম
(C) ওজস দেওতালে
(D) অদিতি স্বামী
- মহারাষ্ট্রের সাতারার ১৭ বছরের অদিতি স্বামী বার্লিনে বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতে ইতিহাস গড়েন।
- সবচেয়ে কম বয়সে সিনিয়র তিরন্দাজিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন।
- বার্লিনে সিনিয়র তিরন্দাজি বিশ্ব মিটের মেয়েদের কমপাউন্ডের ব্যক্তিগত বিভাগের ফাইনালে অদিতি ১৪৯-১৪৭ ব্যবধানে হারালেন মেক্সিকোর আন্দ্রেয়া বেকেরাকে।
১০. কোন দেশে, রাজা নরোদম সিহামনি হুন মানে-কে নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করেছেন?
(A) ইন্দোনেশিয়া
(B) কম্বোডিয়া
(C) লাওস
(D) ব্রুনাই
কম্বোডিয়ার রাজা নরোদম সিহামনি সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের ছেলে হুন মানেকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন ।
১১. সাম্প্রতিক স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুসারে, কোন রাজ্যে ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মেয়ে নিখোঁজ হয়েছে?
(A) গুজরাট
(B) মধ্যপ্রদেশ
(C) মণিপুর
(D) উত্তরাখণ্ড
- ২০১৯ এবং ২০২১ সালের মধ্যে দেশে ১৩.১৩ লক্ষেরও বেশি মেয়ে ও মহিলা নিখোঁজ হয়েছে।
- সবচেয়ে বেশি মহিলা নিখোঁজ হয়েছে মধ্যপ্রদেশে থেকে।
- ঠিক এর পরেই পশ্চিমবঙ্গ থেকে নিখোঁজ মহিলার সংখ্যা সবথেকে বেশি।
১২. ভারতের AY 2023-2024 -এ আয়কর রিটার্ন দাখিল করার সংখ্যা কত
(A) ৫.৭৭ কোটি
(B) ৬.৭৭ কোটি
(C) ৭.৭৭ কোটি
(D) ৮.৭৭ কোটি
৩১শে জুলাই ২০২৩ পর্যন্ত AY 2023-24 -এ মোট ITR ফাইল করছেন ৬.৭৭ কোটি জন । আগের বারের তুলনায় প্রায় ১৬.১% বেশি ।
১৩. জাতীয় জ্যাভলিন দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) আগস্ট ৬
(B) আগস্ট ৭
(C) আগস্ট ৮
(D) আগস্ট ৯
- ভারতীয় অ্যাথলেটিকসের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিনকে স্মরণ করতে ভারতে প্রতি বছর ৭ই আগস্ট জাতীয় জ্যাভলিন দিবস পালিত হয়।
- ২০২১ সালের টোকিও অলিম্পিকে এই দিন, নীরজ চোপড়া অ্যাথলেটিক্সে প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক জিতেছিলেন।
১৪. সম্প্রতি, কোন নেতার লোকসভা সদস্যপদ লোকসভা সচিবালয় পুনরুদ্ধার করেছে?
(A) বরুণ গান্ধী
(B) ডিম্পল যাদব
(C) রাহুল গান্ধী
(D) চিরাগ পাসওয়ান
- নিজের সাংসদ পদ ফিরে পেলেন কংগ্রেস নেতা রাহুল গন্ধী।
- এর আগে এক মামলায় রাহুলকে দুই বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছিল গুজরাটের নিম্ন আদালত।
- নিম্ন আদালতের শাস্তির ফলে রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছিল।
- কিন্তু সুপ্রিম কোর্ট সম্প্রতি এই শাস্তির উপর স্থগিতাদেশ দেওয়ায় আবার লোকসভার
To check our latest Posts - Click Here