Daily Current Affairs in BengaliCurrent Affairs

12th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

12th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১২ই এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 12th April Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. নিম্নক্তোদের মধ্যে কে সম্প্রতি পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন?

(A) শাহ মাহমুদ কুরেশি
(B) মরিয়ম নওয়াজ
(C) শাহবাজ শরীফ
(D) চৌধুরী নিসার

উত্তর :
(C) শাহবাজ শরীফ

  • তিনি এখন একটি নতুন সরকার গঠন করবেন যা ২০২৩ সালের আগস্ট পর্যন্ত বহাল থাকতে পারে, অর্থাৎ সাধারণ নির্বাচন হওয়া অবধি।
  • পাকিস্তানে প্রায় ৭৫ বছরের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেননি।

২. ১১ই এপ্রিল ২০২২-এ DRDO দ্বারা সফলভাবে উৎক্ষেপণ করা অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইলটির নাম কী?

(A) Helina
(B) Amogha
(C) Nag Missile
(D) SANT Missile

উত্তর :
(A) Helina

  • ফ্লাইট পরীক্ষাটি যৌথভাবে DRDO, ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীর বিজ্ঞানীদের দল দ্বারা পরিচালিত হয়েছিল।
  • ফ্লাইট ট্রায়ালগুলি একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (ALH) থেকে পরিচালিত হয়েছিল।

৩. কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলেরর গভর্নর যুবকদের চাকরি দেওয়ার জন্য সম্প্রতি একটি পোর্টাল ‘AVSAR’ চালু করেছেন?

(A) জম্মু ও কাশ্মীর
(B) মধ্য প্রদেশ
(C) আন্দামান ও নিকোবর
(D) পাঞ্জাব

উত্তর :
(A) জম্মু ও কাশ্মীর

  • জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ১১ই এপ্রিল ২০২২-এ একটি পোর্টাল AVSAR লঞ্চ করেছেন ৷
  • মিশন ইয়ুথ দ্বারা ‘Connect to Opportunities Initiative’-এর অধীনে পোর্টালটি চালু করা হয়েছে।
  • উদ্যোগের অংশ হিসাবে, মিশন ইয়ুথ জম্মু ও কাশ্মীরের যুবকদের চাকরি দেওয়ার জন্য ‘ভিশন ইন্ডিয়া’-এর  সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

৪. ‘খেলো ইন্ডিয়া ন্যাশনাল র‍্যাঙ্কিং উইমেন আর্চারি টুর্নামেন্ট ২০২২’-এর প্রথম পর্বের আয়োজন করছে কোন রাজ্য?

(A) রাজস্থান
(B) ঝাড়খণ্ড
(C) তামিলনাড়ু
(D) পাঞ্জাব

উত্তর :
(B) ঝাড়খণ্ড

  • ঝাড়খণ্ডের জামশেদপুরের ‘TATA আর্চারি একাডেমি’ ১২ এবং ১৩ই এপ্রিল, ২০২২-এ টুর্নামেন্টের প্রথম পর্বের আয়োজন করতে চলেছে ৷

৫. কোন দিনটিকে প্রতিবছর International Day of Human Space Flight হিসাবে পালন করা হয়?

(A) ২রা এপ্রিল
(B) ১২ই এপ্রিল
(C) ৪ঠা এপ্রিল
(D) ১১ই এপ্রিল

উত্তর :
(B) ১২ই এপ্রিল

  • ইউরি গ্যাগারিন ১৯৬১ সালের ১২ই এপ্রিল প্রথম মানব মহাকাশ যাত্রা করেছিলেন।
  • গ্যাগারিন ছিলেন একজন সোভিয়েত নাগরিক যিনি একজন পাইলট এবং মহাকাশচারী হিসেবেও কাজ করেছিলেন।
  • ১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়ন কক্ষপথে Sputnik I নামের প্রথম মানব-নির্মিত স্যাটেলাইট লঞ্চ করেছিল।

৬. সম্প্রতি কে ‘Australian Grand Prix 2022’-এ জিতেছেন?

(A) ম্যাক্স ভার্স্টাপেন
(B) ড্যানিয়েল রিকিয়ার্ডো
(C) সেবাস্তিয়ান ভেটেল
(D) চার্লস লেক্লার্ক

উত্তর :
(D) চার্লস লেক্লার্ক

  • Grand Prix এ সার্জিও পেরেজ দ্বিতীয় এবং মার্সিডিজের জর্জ রাসেল তৃতীয় হয়েছেন।
  • ল্যান্ডো নরিস এবং ড্যানিয়েল রিকিয়ারদো যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছেন।

৭. থাইল্যান্ড ওপেন ইন্টারন্যাশনাল বক্সিং টুর্নামেন্ট ২০২২ এ পুরুষদের ৫২ কেজি বিভাগে সম্প্রতি কে রৌপ্য পদক জিতেছেন?

(A) গোবিন্দ সাহানি
(B) শিব থাপা
(C) অমিত পাংঘল
(D) সতীশ কুমার

উত্তর :
(C) অমিত পাংঘল

  • অমিত পাংঘল এবং আশিস কুমার ৯ই এপ্রিল ২০২২-এ ফুকেটে থাইল্যান্ড ওপেন ইন্টারন্যাশনাল বক্সিং টুর্নামেন্ট ২০২২-এ যথাক্রমে পুরুষদের ৫২kg এবং ৮১kg ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন।
  • ভারত মোট ১০টি পদক নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে – ৩টি স্বর্ণ, ৪টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জ পদক।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button