Daily Current Affairs in BengaliCurrent Affairs

20th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

20th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২০শে ফেব্রুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 20th February Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 16th February Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দল ২০২৩ সালের রঞ্জি ট্রফি শিরোপা জিতেছে?

(A) পশ্চিমবঙ্গ
(B) উত্তর প্রদেশ
(C) সৌরাষ্ট্র
(D) মুম্বাই

উত্তর
(C) সৌরাষ্ট্র

  • সৌরাষ্ট্র কলকাতার ইডেন গার্ডেনে পশ্চিমবঙ্গকে ৯ উইকেটে পরাজিত করে, ১৯শে ফেব্রুয়ারি ২০২৩-এ দ্বিতীয়বারের মতো রঞ্জি ট্রফি শিরোপা জিতে নিয়েছে।
  • সৌরাষ্ট্রের অধিনায়ক উনাদকাট-কে ম্যাচে তার নয় উইকেট নেওয়ার জন্য ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়েছে, এবং অর্পিত ভাসাভাদাকে ২০২৩ সালের রঞ্জি সিজনের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়েছে।
  • ১৯৩৪ সাল থেকে রঞ্জি ট্রফি টুর্নামেন্ট খেলা হচ্ছে।

২. কোন বলিউড অভিনেতাকে শিশু অধিকারের জন্য UNICEF এর জাতীয় রাষ্ট্রদূত মনোনীত করা হয়েছে?

(A) অক্ষয় কুমার
(B) আয়ুষ্মান খুরানা
(C) রণবীর সিং
(D) কার্তিক আরিয়ান

উত্তর
(B) আয়ুষ্মান খুরানা

  • বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাকে ১৯শে ফেব্রুয়ারী, ২০২৩ তারিখে জাতিসংঘের শিশু তহবিল (UNICEF) ভারতের ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছে।
  • শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ এবং শিশু অধিকারের প্রচারের জন্য ২০২০ সালের সেপ্টেম্বরে আয়ুষ্মানকে UNICEF ইন্ডিয়ার সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবেও নিযুক্ত করেছিল।

৩. ৯০টি টেস্টে ১০৯টি ছক্কা মেরে নতুন রেকর্ড গড়লেন কে?

(A) বিরাট কোহলি
(B) বেন স্টোকস
(C) জস বাটলার
(D) রোহিত শর্মা

উত্তর
(B) বেন স্টোকস

  • ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস ১৮ই ফেব্রুয়ারি ২০২৩-এ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ছক্কা মারার খেলোয়াড় হয়ে উঠলেন।
  • ইংল্যান্ডের কোচ ও নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালামের আগের রেকর্ড ছাড়িয়ে গেলেন তিনি।
  • এর আগে ১০১টি টেস্টে ১০৭টি ছক্কা মারার রেকর্ড ছিল ম্যাককালামের।

৪. ভারত ২০২২ সালে, এক বছরে প্রথমবারের মতো কতগুলি অর্গান ট্রান্সপ্লান্টের লক্ষ্য ছাড়িয়েছে?

(A) ৯,০০০
(B) ১১,০০০
(C) ১৩,০০০
(D) ১৫,০০০

উত্তর
(D) ১৫,০০০

  • ভারত ২০২২ সালে এক বছরে প্রথমবারের মতো ১৫,০০০ টিরও বেশি অর্গান ট্রান্সপ্লান্টের লক্ষ্য অর্জন করেছে।
  • স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ ১৯শে ফেব্রুয়ারী ২০২৩-এ একটি অনুষ্ঠানে এটি ঘোষণা করেছেন।
  • প্রতিস্থাপন সংখ্যায় বার্ষিক ২৭% বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
  • কোভিড-পরবর্তী ট্রান্সপ্লান্ট কার্যক্রমে দ্রুত পুনরুত্থান হয়েছে।

৫. ১৮তম বিশ্ব নিরাপত্তা কংগ্রেস (World Security Congress) কোথায় আয়োজিত হচ্ছে?

(A) কলকাতা
(B) আগ্রা
(C) জয়পুর
(D) হায়দ্রাবাদ

উত্তর
(C) জয়পুর

  • ২১ থেকে ২৩শে ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত জয়পুরে ১৮তম বিশ্ব নিরাপত্তা কংগ্রেসের আয়োজন করা হচ্ছে।
  • ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ রেলওয়ে (UIC) এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স এটির আয়োজন করছে।
  • থিম: “Railway Security Strategy: Responses and Vision for Future”।
  • ভারত বর্তমানে UIC সিকিউরিটি প্ল্যাটফর্মের চেয়ারম্যান।

৬. উত্তর ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে স্থাপন করা হবে?

(A) হিমাচল প্রদেশ
(B) উত্তরাখণ্ড
(C) হরিয়ানা
(D) পাঞ্জাব

উত্তর
(C) হরিয়ানা

  • হরিয়ানার গোরখপুর শহরে তৈরি হচ্ছে উত্তর ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
  • পরমাণু শক্তি বিভাগের মতে, হরিয়ানায় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (GHAVP) অধীনে ৭০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে।
  • এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের জন্য মোট ২০,৫৯৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে এখন পর্যন্ত ৪,৯০৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

৭. আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৫,০০০ রান করা বিশ্বের প্রথম ব্যাটসম্যান কে?

(A) স্টিভ স্মিথ
(B) জো রুট
(C) কেন উইলিয়ামসন
(D) বিরাট কোহলি

উত্তর
(D) বিরাট কোহলি

  • বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বিশ্বের ষষ্ঠ এবং দ্রুততম ব্যাটসম্যান হিসাবে সমস্ত ফর্ম্যাটে ২৫,০০০ রান করেছেন।
  • এর সাথে, তিনি দ্রুততম ২৫,০০০ আন্তর্জাতিক রান করার মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন।
  • ৫৪৯ আন্তর্জাতিক ইনিংসে কোহলি এই দুর্দান্ত মাইল ফলক অর্জন করেছেন।

৮. প্রতি বছর বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস কবে পালিত হয়?

(A) ১৮ই ফেব্রুয়ারি
(B) ২১শে ফেব্রুয়ারি
(C) ২০শে ফেব্রুয়ারি
(D) ১৯শে ফেব্রুয়ারি

উত্তর
(C) ২০শে ফেব্রুয়ারি

  • প্রতি বছর ২০শে ফেব্রুয়ারি বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস পালিত হয়।
  • দারিদ্র্য, শারীরিক বৈষম্য, লিঙ্গ বৈষম্য, ধর্মীয় বৈষম্য এবং নিরক্ষরতা দূর করাই এই দিবসটি উদযাপনের মূল উদ্দেশ্য।
  • দিবসটির ২০২৩ সংস্করণের থিম হল “Overcoming Barriers and Uncovering Opportunities for Social Justice”।
  • ১০ই জুন ২০০৮ তারিখে এই অনুষ্ঠানের সূচনা করেছিল।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button