Daily Current Affairs in BengaliCurrent Affairs

27th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

27th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৭শে সেপ্টেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 27th September Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 26th September Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. প্রতি বছর কোন দিনটিতে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়?

(A) ২৭শে সেপ্টেম্বর
(B) ২০শে সেপ্টেম্বর
(C) ২২শে সেপ্টেম্বর
(D) ২৬শে সেপ্টেম্বর

উত্তর
(A) ২৭শে সেপ্টেম্বর

  • পর্যটনের গুরুত্ব এবং আমাদের সমাজে এর প্রভাব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য প্রতি বছর ২৭শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়।
  • জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO) ১৯৮০ সালে এই দিনটি প্রতিষ্ঠা করে।
  • ২০২২ সালের থিম হল ‘Rethinking Tourism’।

২. প্রথমবারের মতো, টিম ওয়ার্ল্ড, টিম ইউরোপকে পরাজিত করে ল্যাভার কাপ ২০২২ জিতেছে। কোন শহরে, ২০২২ সালের ল্যাভার কাপ আয়োজিত হয়েছিল?

(A) মিউনিখ
(B) লন্ডন
(C) সাংহাই
(D) মস্কো

উত্তর
(B) লন্ডন

  • টিম ওয়ার্ল্ড, ২৫শে সেপ্টেম্বর ২০২২ এ টিম ইউরোপকে পরাজিত করে প্রথমবারের মতো ল্যাভার কাপ জিতে নিয়েছে।
  • টিম ওয়ার্ল্ডের ফ্রান্সেস টিয়াফো এবং ফেলিক্স অগার প্রতিযোগিতাটি জেতার জন্য টিম ইউরোপের স্টেফানোস সিটসিপাস এবং নোভাক জোকোভিচকে পরাজিত করেছেন।
  • ল্যাভার কাপ টিম ইউরোপ এবং টিম ওয়ার্ল্ডের মধ্যে একটি আন্তর্জাতিক ইনডোর হার্ড কোর্ট টুর্নামেন্ট।
  • ইউরোপ ছাড়াও সমস্ত মহাদেশের খেলোয়াড়রা টিম ওয়ার্ল্ডের প্রতিনিধিত্ব করে।
  • ২০২২ সালের Laver Cup ছিল Laver Cup এর পঞ্চম সংস্করণ।
  • প্রথম ল্যাভার কাপ খেলা হয়েছিল ২০১৭ সালে।

৩. ‘এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল’ কর্তৃক কোন আন্তর্জাতিক বিমানবন্দরকে এয়ারপোর্ট সার্ভিস কোয়ালিটি (ASQ) পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে?

(A) তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর
(B) চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর
(C) কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর
(D) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর

উত্তর
(C) কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর

  • পুরস্কারটিকে ওয়ার্ল্ড এভিয়েশন সেক্টরের সর্বোচ্চ সম্মান হিসেবে বিবেচনা করা হয়।
  • CIAL তার ‘মিশন সেফগার্ডিং’ কর্মসূচি বাস্তবায়নের জন্য পুরস্কারটি পেয়েছে।

৪. ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক নিচের কোন বিষয়ে সম্প্রতি একটি বিশ্বকোষ প্রকাশ করেছেন?

(A) উপজাতি
(B) উপরের সবগুলি
(C) যৌবন
(D) কর্মের শ্রেনী

উত্তর
(A) উপজাতি

  • ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ২৬শে সেপ্টেম্বর ২০২২-এ রাজ্যে বসবাসকারী ৬২টি আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতিকে কভার করে ‘উপজাতির বিশ্বকোষ’ প্রকাশ করেছেন।
  • এটিতে ৩,৮০০টি পৃষ্ঠা রয়েছে এবং আদিবাসীদের উপর ৪১৮টি গবেষণা নিবন্ধ রয়েছে।

৫. নিচের কোন রাজ্য ‘আয়ুষ্মান উৎকৃষ্ট পুরস্কার ২০২২’-এ ভূষিত হয়েছে?

(A) রাজস্থান
(B) পশ্চিমবঙ্গ
(C) মধ্য প্রদেশ
(D) উত্তরপ্রদেশ

উত্তর
(D) উত্তরপ্রদেশ

  • প্রায় ২ কোটি ABH অ্যাকাউন্ট সহ আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট (ABHA) তৈরিতে এটি দেশের দ্বিতীয় সেরা রাজ্য।

৬. Hitachi Astemo কোন রাজ্যে ভারতের তার প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে?

(A) গুজরাট
(B) ওড়িশা
(C) মহারাষ্ট্র
(D) পাঞ্জাব

উত্তর
(C) মহারাষ্ট্র

  • Hitachi Astemo মহারাষ্ট্রের জলগাঁও উৎপাদন কেন্দ্রে ভারতের তার প্রথম সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে।
  • এটি হবে একটি ৩ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ কেন্দ্র।

৭. কোন দিনটিতে ভারতের অন্যতম সমাজ সংস্কারক রাজা রাম মোহন রায়ের মৃত্যুবার্ষিকী পালিত হলো?

(A) ২৫শে সেপ্টেম্বর
(B) ২৮শে সেপ্টেম্বর
(C) ২৭শে সেপ্টেম্বর
(D) ২৬শে সেপ্টেম্বর

উত্তর
(C) ২৭শে সেপ্টেম্বর

  • ২৭শে সেপ্টেম্বর ২০২২ ভারতের অন্যতম সমাজ সংস্কারক রাজা রাম মোহন রায়ের ১৮৯তম মৃত্যুবার্ষিকী পালিত হলো।
  • তিনি ১৮৩৩ সালের এই দিনে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেন।
  • তিনি সামাজিক ও ধর্মীয় সংস্কারের জন্য আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন।
  • ১৮২৮ সালে, তিনি ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেছিলেন।

৮. কে ইতালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন?

(A) জর্জিয়া মেলোনি
(B) মারিয়াস্টেলা জেলমিনি
(C) ড্যানিয়েলা সান্তানচে
(D) মারা কারফাগনা

উত্তর
(A) জর্জিয়া মেলোনি

  • ব্রাদার্স অফ ইতালি পার্টির নেতা জর্জিয়া মেলোনি ইতালির নির্বাচনে জয়ী হয়েছেন।
  • এর দ্বারা তিনি ইতালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়ে উঠেছেন।
  • মেলোনি ইতালির ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্যাবিনেট মন্ত্রীও ছিলেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button