Daily Current Affairs in BengaliCurrent Affairs

9th February Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

9th February Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৯ই ফেব্রুয়ারি  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 9th February Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন রাজ্যের মূকনাটক (Tableau) ২০২২ সালের প্রজাতন্ত্র দিবস প্যারেড-এর জন্য ‘Best Tableau’ পুরষ্কার জিতেছে?

(A) মহারাষ্ট্র
(B) পশ্চিমবঙ্গ
(C) মধ্যে প্রদেশ
(D) উত্তর প্রদেশ

উত্তর :
(D) উত্তর প্রদেশ

  • ২৬শে জানুয়ারী, ২০২২-এ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণকারী ১২টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে উত্তরপ্রদেশের Tableau-টি সেরা হিসাবে নির্বাচিত হয়েছে। উত্তরপ্রদেশের মূকনাট্যের (Tableau) থিম ছিল ‘এক জেলা এক পণ্য এবং কাশী বিশ্বনাথ ধাম’
  • এই tableau marching এ দ্বিতীয় স্থান অধিকার করেছে কর্ণাটক এবং তৃতীয় স্থান অধিকার করেছে মেঘালয়
  • স্থলবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনাদের মধ্যে সেরা মার্চিং কন্টিনজেন্ট: ভারতীয় নৌবাহিনী
  • CAPF/অন্যান্য সহায়ক বাহিনীর মধ্যে সেরা মার্চিং কন্টিনজেন্ট : সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)

২. কোন রাজ্য সম্প্রতি জগনান্না চেডোডু (Jagananna Chedodu) স্কিম-এর দ্বিতীয় কিস্তি চালু করলো?

(A) তামিলনাড়ু
(B) তেলেঙ্গানা
(C) অন্ধ্র প্রদেশ
(D) কর্ণাটক

উত্তর :
(C) অন্ধ্র প্রদেশ

  • অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী YS জগন মোহন রেড্ডি ৮ই ফেব্রুয়ারী ২০২২-এ জগনান্না চেডোডু (Jagananna Chedodu) স্কিম-এর দ্বিতীয় কিস্তি চালু করলেন।
  • এটি শুধুমাত্র রাজ্যের দর্জি, ধোপা এবং নাপিত, যারা COVID-19 মহামারীর কারণে তাদের জীবিকা হারিয়েছে তাদের জন্য রাজ্য সরকারের একটি কল্যাণমূলক প্রকল্প।
  • এই প্রকল্পের অধীনে, সুবিধাভোগীদের এককালীন ১০,০০০ টাকা প্রদান করা হয়।

৩. প্রাক্তন এশিয়ান গেমসের স্বর্ণপদক বিজয়ী প্রবীণ কুমার সোবতি সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কোন বছরে কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম হাতুড়ি নিক্ষেপে (Hammer Throw) রৌপ্য পদক বিজয়ী হন?

(A) ১৯৫৪
(B) ১৯৮০
(C) ১৯৭৮
(D) ১৯৬৬

উত্তর :
(D) ১৯৬৬

  • তিনি একজন প্রাক্তন BSF সৈনিক ছিলেন এবং ১৯৬৬ এবং ১৯৭০ সালে ভারতের হয়ে এশিয়ান গেমসে দুটি স্বর্ণ সহ চারটি পদক জিতেছিলেন।
  • তিনি একজন অভিনেতা হিসেবেও কাজ করেছিলেন এবং টিভি সিরিজ ‘মহাভারত’-এ ‘ভীম' চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন।

৪. নিচের কোন প্রতিষ্ঠানের গবেষকরা সম্প্রতি সামুদ্রিক জলকে পানযোগ্য করে তোলার জন্য একটি সাশ্রয়ী এবং পরিবেশ-বান্ধব জল বিশুদ্ধকরণ কৌশল তৈরি করেছেন?

(A) IIT মান্ডি
(B) IIT ভুবনেশ্বর
(C) IIT যোধপুর
(D) IIT গান্ধীনগর

উত্তর :
(D) IIT গান্ধীনগর
গবেষকরা একটি বৈদ্যুতিক ক্ষেত্র এবং পটাসিয়াম ক্লোরাইড আয়নের সাহায্যে গ্রাফাইট স্ফটিকে (crystal) নিয়ন্ত্রণযোগ্য জল পরিবহন চ্যানেল তৈরি করেছে, যা শুধুমাত্র মিষ্টি পানীয় জলকে স্ফটিকের মধ্য দিয়ে যেতে দেয় এবং লবণ আয়নগুলিকে অবরুদ্ধ করে।

৫. ২০৩০ সালে NASA, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (ISS) থেকে অবসর নেওয়ার পর স্পেস স্টেশনটিকে কোন মহাসাগরে ক্র্যাশ করানো হবে?

(A) প্রশান্ত মহাসাগর
(B) আর্কটিক মহাসাগর
(C) ভারত মহাসাগর
(D) আটলান্টিক মহাসাগর

উত্তর :
(A) প্রশান্ত মহাসাগর

  • আন্তর্জাতিক স্পেস স্টেশনটি ২০৩০ সাল পর্যন্ত তার কার্যক্রম চালিয়ে যাবে এবং তারপরে প্রশান্ত মহাসাগরের পয়েন্ট নিমোতে বিধ্বস্ত হবে।
  • এটি ২০২২ সালের ৭ই ফেব্রুয়ারি NASA দ্বারা ঘোষণা করা হয়েছিল।
  • NASA স্পেস স্টেশনগুলি বিকাশের জন্য তিনটি কোম্পানির সাথে বাণিজ্যিক চুক্তি করেছে: Blue Origin, Nanoracks, Northrop Grumman।

৬. সম্প্রতি কে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠেছেন?

(A) গৌতম আদানি
(B) শিব নাদার
(C) রতন টাটা
(D) মুকেশ আম্বানি

উত্তর :
(A) গৌতম আদানি

  • এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠলেন গৌতম আদানি।Bloomberg Billionaires Index অনুসারে, ৭ই ফেব্রুয়ারী ২০২২-এ তার মোট সম্পদ ৮৮.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
  • তিনি মুকেশ আম্বানিকে ছাড়িয়ে গেছেন যার মোট সম্পদ ৮৭.৯ বিলিয়ন ডলার।
  • গৌতম আদানি হলেন Adani Group-এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান।
  • গোটা বিশ্বে তিনি ধনী ব্যক্তিদের তালিকায় দশম স্থানে রয়েছেনা।
  • মুকেশ আম্বানির স্থান তালিকায় ১১তম অর্থাৎ গৌতম আদানির ঠিক পরেই।

৭. BCCI কোন বছর থেকে মহিলাদের IPL চালু করার পরিকল্পনা করছে?

(A) ২০২২
(B) ২০২৩
(C) ২০২৪
(D) ২০২৫

উত্তর :
(B) ২০২৩

  • The Board of Control for Cricket in India (BCCI) ২০২৩ সালের প্রথম দিকে পূর্ণাঙ্গ মহিলাদের একটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) চালু করার পরিকল্পনা করছে ৷
  • BCCI সেক্রেটারি জয় শাহ এই ঘোষণা করেছেন ৷

৮. প্রথম Global Summit on Museums কবে অনুষ্ঠিত হবে?

(A) ১৩ই ফেব্রুয়ারি
(B) ১৪ই ফেব্রুয়ারি
(C) ১৫ই ফেব্রুয়ারি
(D) ১২ই ফেব্রুয়ারি

উত্তর :
(C) ১৫ই ফেব্রুয়ারি

  • কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ১৫-১৬ই ফেব্রুয়ারী, ২০২২-এ ‘Reimagining Museums in India’-থিমের উপর প্রথম একটি গ্লোবাল সামিটের আয়োজন করবে।
  • এই সামিটের উদ্বোধন করবেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গঙ্গাপুরম কিষাণ রেড্ডি।

৯. বেইজিং শীতকালীন অলিম্পিক ২০২২-এ প্রতিদ্বন্দ্বিতাকারী একমাত্র ভারতীয় খেলোয়াড়ের নাম কী?

(A) আরিফ খান
(B) জগদীশ সিং
(C) শিব কেশবন
(D) আসিফ খান

উত্তর :
(A) আরিফ খান

  • আরিফ খান হলেন একমাত্র ভারতীয় ক্রীড়াবিদ যিনি বেইজিং শীতকালীন অলিম্পিক ২০২২-এ প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
  • চীন শীতকালীন অলিম্পিকে সম্প্রতি ভারত-চীন যুদ্ধে অংশগ্রহণকারী একজন চীনা খেলোয়াড়কে অলিম্পিকে খেলতে দেওয়াই, ভারত চীনের শীতকালীন অলিম্পিক বয়কট করেছে।

১০. কোন রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চলে সম্প্রতি ‘Kanchoth’ উৎসব পালিত হচ্ছে?

(A) বিহার
(B) আসাম
(C) পশ্চিমবঙ্গ
(D) জম্মু ও কাশ্মীর

উত্তর :
(D) জম্মু ও কাশ্মীর

জম্মু-কাশ্মীর :

  • চিফ সেক্রেটারি : অরুন কুমার মেহতা
  • লেফটেন্যান্ট গভর্নর : মনোজ সিনহা
  • রাজধানী : শ্রীনগর (গ্রীষ্মকালীন), জম্মু (শীতকালীন)


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button