16th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
16th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৬ই জুলাই – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 16th July Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন শহরকে Shanghai Cooperation Organisation (SCO)-এর প্রথম ‘সাংস্কৃতিক ও পর্যটন রাজধানী’ হিসেবে ঘোষণা করা হয়েছে?
(A) ইসলামাবাদ
(B) উজ্জয়িন
(C) বারাণসী
(D) বেইজিং
- বারাণসী, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) অঞ্চলের প্রথম ‘সাংস্কৃতিক ও পর্যটন রাজধানী শহর’।
- ‘Shanghai Cooperation Organisation’ ৮টি এশীয় রাষ্ট্রের সম্মিলিত জোট যা মূলত আঞ্চলিক উন্নয়ন ও সহযোগিতাকে উদ্দেশ্য করে গঠিত।
২. কোন দেশ ২০২২ সালের ‘World Athletics Championships’-এর ১৮তম সংস্করণ হোস্ট করছে?
(A) জার্মানি
(B) আমেরিকা
(C) রাশিয়া
(D) বেলজিয়াম
- ১৫ই জুলাই ২০২২ এ আমেরিকার ইউজিন-এ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে।
- টুর্নামেন্টটি চলবে ২৪শে জুলাই ২০২২ পর্যন্ত।
- মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইভেন্টটি হোস্ট করছে।
৩. কোন টেলিকম কোম্পানি সম্প্রতি ভারতের প্রথম 5G প্রাইভেট নেটওয়ার্কের সফল পরীক্ষা সম্পন্ন করেছে?
(A) Reliance Communications
(B) Bharti Airtel
(C) Tata Teleservices
(D) Vodafone India
- Bharti Airtel ১৪ই জুলাই ২০২২-এ বেঙ্গালুরুতে দেশের প্রথম 5G প্রাইভেট নেটওয়ার্কের একটি সফল পরীক্ষা সম্পন্ন করেছে।
- ২০২১ সালে, Airtel দিল্লি-NCR-এর ভাইপুর ব্রামনান গ্রামে ভারতের প্রথম গ্রামীণ 5G ট্রায়ালও প্রদর্শন করেছিল।
৪. কোন রাজ্য সরকার সম্প্রতি নিজস্ব পুলিশ app এবং e-FIR পরিষেবা চালু করেছে?
(A) গোয়া
(B) পাঞ্জাব
(C) উত্তরাখণ্ড
(D) গুজরাট
- উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ১৫ই জুলাই ২০২২-এ উত্তরাখণ্ড পুলিশ অ্যাপ এবং e-FIR পরিষেবা চালু করেছেন।
- পুলিশ অ্যাপটি রাজ্য পুলিশ প্রদত্ত পাঁচটি অনলাইন পরিষেবার একটি সমন্বিত সংস্করণ।
৫. Social Justice 2021-এর জন্য সম্প্রতি কাকে ‘মাদার টেরিজা মেমোরিয়াল অ্যাওয়ার্ডস’ দ্বারা সম্মানিত করা হয়েছে?
(A) প্রিয়ঙ্কা চোপড়া
(B) দিয়া মির্জা
(C) হৃত্বিক রোশন
(D) সানি লিওন
- ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম (UNEP) জাতীয় শুভেচ্ছা দূত দিয়া মির্জা, এবং পরিবেশবাদী কর্মী জনাব আফরোজ শাহকে ‘Mother Teresa Memorial Awards for Social Justice 2021’ দ্বারা সম্মানিত করেছে।
- পরিবেশগত স্থায়িত্বে তাদের প্রশংসনীয় এবং উল্লেখযোগ্য সাফল্যের জন্য তাদেরকে পুরস্কৃত করা হয়।
- মহারাষ্ট্রের গভর্নর ভগৎ সিং কোশিয়ারি পুরস্কারটি প্রদান করেছেন।
৬. সম্প্রতি কে ৪১তম ‘Villa De Benasque International Chess Open Tournament’ জিতেছেন?
(A) অরবিন্দ চিতাম্বরম
(B) ম্যাগনাস কার্লসেন
(C) আলীরেজা ফিরোজ্জা
(D) ডি. গুকেশ
- ভারতীয় গ্র্যান্ডমাস্টার অরবিন্দ চিতাম্বরম সম্প্রতি 41তম Villa De Benasque International Chess Open-এ বিজয়ী হয়েছেন।
- তিনি একজন প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন।
৭. REC লিমিটেডের ডিরেক্টর (টেকনিকাল) হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) শরবন কুমার
(B) ভি.কে. সিং
(C) মনীশ কুমার
(D) শিবশঙ্কর গুপ্ত
- ভি.কে. সিং ১২ই জুলাই, 2022 থেকে REC লিমিটেডের পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
- REC হল একটি NBFC যা সারা ভারত জুড়ে বিদ্যুৎ খাতে অর্থায়ন এবং উন্নয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে।
- REC লিমিটেড ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত।
৮. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি Google-এর প্যারেন্ট অর্গানাইজেশন Alphabet Inc-এর বোর্ডে যোগদান করেছেন?
(A) আর্থার ডি. লেভিনসন
(B) অ্যালেক্স গোর্স্কি
(C) মার্টি শ্যাভেজ
(D) টিম কুক
- মার্টি শ্যাভেজ Google প্যারেন্ট Alphabet ইনকর্পোরেটেডের বোর্ডে যোগ দিচ্ছেন।
Alphabet INC :
- CEO : সুন্দর পিচাই
- চেয়ারপারসন : জন এল হেনেসি
- প্রতিষ্ঠা : ২০১৫ সালের ২রা অক্টোবর ক্যালিফোর্নিয়ায়
৯. কোন কোম্পানি সম্প্রতি একটি দ্রুত গতি এবং উন্নত পাওয়ার এফিসিয়েন্সি সহ একটি নতুন গ্রাফিক্স ডাইনামিক RAM (DRAM) চিপ তৈরি করেছে?
(A) ASM Technologies
(B) Broadcom Inc
(C) Tata Elxsi
(D) Samsung Electronics
- দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট SAMSUNG একটি নতুন গ্রাফিক্স ডাইনামিক RAM (DRAM) চিপ তৈরি করেছে।
- SAMSUNG দাবি করেছে যে এটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দ্রুততম গ্রাফিক DRAM চিপ।
- নতুন এই DRAM চিপ প্রতি সেকেন্ডে ১.১ টেরাবাইট পর্যন্ত হারে গ্রাফিক ইমেজ প্রসেস করতে পারে।
- এটি ১০ nm EUV প্রসেস প্রযুক্তিতে নির্মিত।
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here