সাম্প্রতিকী | সেপ্টেম্বর ১৭, ১৮, ১৯, ২০ – ২০২০ | Daily Current Affairs
Daily Current Affairs - 17th, 18th, 19th, 20th September - 2020
সাম্প্রতিকী – সেপ্টেম্বর ১৭, ১৮, ১৯, ২০ – ২০২০
দেওয়া রইলো ১৭, ১৮, ১৯, ২০ সেপ্টেম্বর – ২০২০ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
দেখে নাও সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহের – এর ২৫টি বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন, বিস্তারিত আলোচনা সহ । ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নাও সম্পূর্ণ আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর PDF ফাইল ।
এরকম আরো পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।
বাংলা কুইজ ফেসবুক পেজসাম্প্রতিকী MCQ
১. রাজেশ খুল্লার সম্প্রতি কোন সংস্থার নির্বাহী পরিচালক Executive Director ) পদে নিযুক্ত হয়েছেন ?
(A) World Bank (WB)
(B) International Labour Organization (ILO)
(C) United Nations Industrial Development Organization (UNIDO)
(D) United Nations Development Programme (UNDP)
বিশ্ব ব্যাঙ্কের নির্বাহী পরিচালক Executive Director ) পদে নিযুক্ত হলেন রাজেশ খুল্লার এবং সমীর কুমার খারে এশীয় উন্নয়ন ব্যাংক (Asian Development Bank ) এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন ।
[/spoiler]২. গ্রেট লার্নিং (Great Learning ) এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন?
(A) কেএল রাহুল
(B) বিরাট কোহলি
(C) এমএস ধোনি
(D) অনিল কুম্বলে
বিরাট কোহলি গ্রেট লার্নিং (Great Learning ) এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন । তিনি এই কোম্পানির জন্য “Power Ahead” ক্যাম্পেইনটির প্রচার চালাবেন ।
[/spoiler]৩. “Paytm first games” -এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে সম্প্রতি নিযুক্ত হলেন –
(A) রানি রামপাল
(B) মিতালি রাজ
(C) ভাইচুং ভুটিয়া
(D) শচীন টেন্ডুলকার
“Paytm first games” -এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে সম্প্রতি নিযুক্ত হলেন শচীন টেন্ডুলকার । সম্প্রতি গুগল পেস্টোরের পলিসি ভাঙার জন্য এই “Paytm first games” অ্যাপটিকে গুগল প্লেস্টোর থেকে সরিয়ে দিয়েছে ।
[/spoiler]৪. ব্রিটেনের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীরা কোন গ্রহের মেঘে ‘ফসফিন (Phosphine )’ এর অস্তিত্বের প্রমান পেয়েছেন?
(A) মঙ্গল
(B) শুক্র
(C) বৃহস্পতি
(D) বুধ
“Nature Astronomy” বইটিতে ব্রিটেনের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীদের প্রধান জেন গ্রিভস সম্প্রতি এই দাবি করেছেন। ফসফিন হলো ফসফরাসের হাইড্রাইড। তিনটি হাইড্রোজেন পরমাণু তাদের শক্তিস্তরে অবস্থিত একমাত্র ইলেকট্রনগুলো ফসফরাসের সাথে শেয়ার করে যে সমযোজী বন্ধন গঠণ করে তাই PH3 বা ফসফিন। এটি বর্ণহীন, দাহ্য, বিষাক্ত গ্যাস।
[/spoiler]৫. প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ প্রকল্পের আওতায় প্রতিটি স্থাস্থ্যকর্মী কত টাকার বীমা পেতে চলেছেন ?
(A) ১০ লক্ষ
(B) ২০ লক্ষ
(C) ২৫ লক্ষ
(D) ৫০ লক্ষ
করোনা মহামারীর মধ্যে যে সমস্ত স্থাস্থ্যকর্মীরা কাজ করে চলেছেন তারা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ প্রকল্পের আওতায় ৫০ লক্ষ টাকা পর্যন্ত বীমা পেতে চলেছেন ।
[/spoiler]৬. ‘টাইটান পে’ নামে ভারতের প্রথম কন্টাক্ট লেস পেমেন্ট ওয়াচ চালু করার জন্য কোন ব্যাংক টাইটানের সাথে সম্প্ৰীত অংশীদারিত্ব করলো ?
(A) ICICI Bank
(B) Indian Bank
(C) HDFC Bank
(D) State Bank of India
State Bank of India সম্প্রতি ‘টাইটান পে’ নামে ভারতের প্রথম কন্টাক্ট লেস পেমেন্ট ওয়াচ চালু করার জন্য টাইটানের সাথে সম্প্ৰীত অংশীদারিত্ব করলো । টাইটান কোম্পানির এম ডি – সি কে ভেঙ্কটরমণ এবং SBI এর চেয়ারম্যান রাজনীশ কুমার সম্প্রতি এই ঘোষণা করেছেন ।
[/spoiler]৭. অনলাইন পোকার প্ল্যাটফর্ম, “9stacks ” এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কে নিযুক্ত হয়েছেন?
(A) হরমনপ্রীত কৌর
(B) দীপ্তি শর্মা
(C) রোহিত শর্মা
(D) সুরেশ রায়না
সুরেশ রায়না সম্প্রতি অনলাইন পোকার প্ল্যাটফর্ম, “9stacks ” এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন ।
[/spoiler]৮. সম্প্রতি প্রয়াত হয়েছেন কপিলা বাৎস্যায়ন। ২০১১ সালে তিনি কোন ক্ষেত্রে পদ্ম বিভূষণ পেয়েছিলেন ?
(A) বাণিজ্য ও শিল্প
(B) সাহিত্য এবং শিক্ষা
(C) শিল্প কলা
(D) পাবলিক অ্যাফেয়ার্স
যশস্বী শিল্পকলা-বিশেষজ্ঞ কপিলা বাৎস্যায়ন ৯২ বছর বয়সে তাঁর দিল্লির বাসভবনে প্রয়াত হয়েছেন। ভারতীয় শিল্প— চিত্রশিল্প, নৃত্য, নাট্যকলা, স্থাপত্যের নানা দিক এবং ইতিহাস নিয়ে প্রায় ২০টি বই লিখেছেন কপিলা। ২০১১ সালে তিনি পদ্মবিভূষণ সম্মান পান।
[/spoiler]৯. বিশ্ব ওজন দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) সেপ্টেম্বর ১২
(B) সেপ্টেম্বর ১৬
(C) সেপ্টেম্বর ১৮
(D) সেপ্টেম্বর ১৭
ওজন স্তরের ক্ষয় ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী গণসচেতনতা তৈরিতে প্রতিবছর ১৬ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক/বিশ্ব ওজন দিবস পালন করা হয়।
২০২০ সালের বিশ্ব ওজন দিবসের থিম ছিল – “Ozone for life: 35 years of ozone layer protection”
[/spoiler]১০. এশিয়া সোসাইটি সম্প্রতি নিম্নোক্ত কোন ব্যক্তিকে ২০২০ সালের এশিয়া গেম চেঞ্জার পুরষ্কারে ভূষিত করেছে ?
(A) নিতিন শেঠি
(B) বিকাশ খান্না
(C) কে পি নারায়ণ কুমার
(D) শিব সহায় সিং
কোভিড মহামারীর সময়ে ভারতের লক্ষাধিক মানুষের খাবার জোগানোর জন্য বিকাশ খান্নাকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে ।
[/spoiler]১১. বিশ্বব্যাংক প্রকাশিত ২০২০ সালের হিউম্যান ক্যাপিটাল ইনডেক্সে (HCI) ভারতের র্যাঙ্ক কত?
(A) ১০৫
(B) ৮৪
(C) ১১৬
(D) ১১৯
বিশ্বব্যাংক প্রকাশিত ২০২০ সালের হিউম্যান ক্যাপিটাল ইনডেক্সে (HCI) ভারতের র্যাঙ্ক ১৭৪টি দেশের মধ্যে ১১৬ । শীর্ষে রয়েছে সিঙ্গাপুর ।
[/spoiler]১২. “Azadi: Freedom. Fascism. Fiction” বইটি কে লিখেছেন ?
(A) সালমান রুশদী
(B) রাসকিন বন্ড
(C) বিক্রম শেঠ
(D) অরুন্ধতী রায়
“Azadi: Freedom. Fascism. Fiction”বইটি লিখেছেন অরুন্ধতী রায় ।
অরুন্ধতী রায় তার উপন্যাস দ্য গড অব স্মল থিংসের জন্য বিশেষভাবে পরিচিত। ১৯৯৭ সালে প্রকাশিত এ উপন্যাসটি ১৯৯৮ সালের ম্যান বুকার পুরস্কার লাভ করে। এছাড়াও তিনি পরিবেশগত সংশ্লিষ্টতা এবং মানবাধিকার সংক্রান্ত বিষয়েও জড়িত রয়েছেন।
[/spoiler]১৩. প্রতিবছর বিশ্ব রোগী নিরাপত্তা দিবসটি কোন দিনটিতে পালন করা হয় ?
(A) সেপ্টেম্বর ১৫
(B) সেপ্টেম্বর ১৭
(C) সেপ্টেম্বর ১৮
(D) সেপ্টেম্বর ১৯
২০২০ সালের থিম ছিল – “Health Worker Safety: A Priority for Patient Safety”
[/spoiler]১৪. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে কোসি রেল মেগা সেতু উদ্বোধন করলেন?
(A) ওড়িশা
(B) মহারাষ্ট্র
(C) মধ্য প্রদেশ
(D) বিহার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে কোসি রেল মেগা সেতু উদ্বোধন করলেন। এই কোসি নদী বিহারের দুঃখ নামে পরিচিত ।
[/spoiler]১৫. ২০২০ সালে জাতিসংঘ কর্তৃক 2020 Cohort of young leaders সম্মানে সম্মানিত হলেন
(A) অর্চনা সোরেং
(B) লিকপ্রিয়া কঙ্গুজাম
(C) উদিত সিংহল
(D) জয়প্রকাশ নারায়ণ
কাচের বোতল থেকে বালি বানিয়েই যাত্রা শুরু করেছিলেন উদিত সিংহল। কিন্তু সেই যাত্রাপথে যে খ্যাতির শীর্ষে তাঁকে পৌঁছে দেবে তা হয়তো কল্পনা করতে পারেননি ভারতীয় তরুণ ১৮ বছরের উদিত সিংহাল। সাস্টেনেবেল ডেভলপমেন্ট গোলের এক নেতা হিসেবে রাষ্ট্র সংঘ তাঁর নাম ঘোষণা করেছে।
[/spoiler]১৬. কোন রাজ্য মন্ত্রিসভা সম্প্রতি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের জন্য বালাসাহেব ঠাকরে বীমা প্রকল্প অনুমোদন করেছে?
(A) মহারাষ্ট্র
(B) পাঞ্জাব
(C) মধ্য প্রদেশ
(D) বিহার
মহারাষ্ট্র রাজ্য মন্ত্রিসভা সম্প্রতি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের জন্য বালাসাহেব ঠাকরে বীমা প্রকল্প অনুমোদন করেছে । বছরে ১২৫ কোটি টাকা এর জন্য বরাদ্দ করা হয়েছে।
[/spoiler]১৭. বিশ্ব বাঁশ দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) জুলাই ৭
(B) অগাস্ট ২৯
(C) সেপ্টেম্বর ১৮
(D) সেপ্টেম্বর ২৯
বিশ্ব বাঁশ দিবস প্রতিবছর ১৮ই সেপ্টেম্বর পালন করা হয়। ২০২০ সালের বিশ্ব বাঁশ দিবসের থিম ছিল – Bamboo now ।
[/spoiler]১৮. ন্যাশনাল স্কুল অফ ড্রামা এর চেয়ারম্যান নিযুক্ত হলেন কে?
(A) শরদ কুমার
(B) পরেশ রাওয়াল
(C) অনুপম খের
(D) বিমল জালান
ন্যাশনাল স্কুল অফ ড্রামা এর চেয়ারম্যান নিযুক্ত হলেন বিখ্যাত বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। ২০১৪ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভুষিত করে।
[/spoiler]১৯. সম্প্রতি কোন রাজ্যে “My Family, My Responsibility” ক্যাম্পেন লঞ্চ করা হল?
(A) মধ্যপ্রদেশ
(B) কর্ণাটক
(C) কেরালা
(D) মহারাষ্ট্র
মহারাষ্ট্র সরকার করোনা মহামারীর বিরুদ্ধে এই ক্যাম্পেইনটি শুরু করেছে ।
[/spoiler]২০. সম্প্রতি কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে ‘অরুণ জেটলি মেমোরিয়াল স্পোর্টস কমপ্লেক্স’ এর শিলান্যাস হল?
(A) উত্তরাখণ্ড
(B) দিল্লি
(C) হিমাচলপ্রদেশ
(D) জম্মু ও কাশ্মীর
সম্প্রতি জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার হিরানগরে ‘অরুণ জেটলি মেমোরিয়াল স্পোর্টস কমপ্লেক্স’ এর শিলান্যাস হল ।
[/spoiler]২১. কোন দিনটিতে হিন্দী দিবস পালন করা হয়?
(A) সেপ্টেম্বর ১১
(B) সেপ্টেম্বর ১২
(C) সেপ্টেম্বর ১৩
(D) সেপ্টেম্বর ১৪
প্রতিবছর ১৪ই সেপ্টেম্বর ভারতে হিন্দী দিবস পালন করা হয় ।
[/spoiler]২২. কোন দিনটিতে জাতীয় ইঞ্জিনিয়ার দিবস পালন করা হয়?
(A) সেপ্টেম্বর ১৩
(B) সেপ্টেম্বর ১৪
(C) সেপ্টেম্বর ১৫
(D) সেপ্টেম্বর ১৬
ভারতরত্ন মোক্ষগুন্ডম বিশ্বেসরাইয়ার জন্মদিন ১৫ই সেপ্টেম্বর ভারতে প্রতিবছর জাতীয় ইঞ্জিনিয়ার দিবস পালন করা হয়।
[/spoiler]২৩. আন্তর্জাতিক গণতন্ত্র দিবস (International Day of Democracy ) প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) সেপ্টেম্বর ১৩
(B) সেপ্টেম্বর ১৪
(C) সেপ্টেম্বর ১৫
(D) সেপ্টেম্বর ১৬
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস জাতিসংঘ কর্তৃক ২০০৭ সাল থেকে সদস্যভূক্ত দেশগুলোতে গনতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং গনতন্ত্র চর্চাকে উৎসাহিত করার জন্য প্রচলিত একটি বিশেষ দিন, যা প্রতি বছর ‘১৫ সেপ্টেম্বর’ তারিখে পালিত হয়।
[/spoiler]২৪. স্মার্ট সিটি ইনডেক্স ২০২০ অনুযায়ী কোন শহর শীর্ষস্থানে রয়েছে?
(A) সিঙ্গাপুর
(B) বার্লিন
(C) ওসাকা
(D) বেজিং
শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে হেলসিঙ্কি ও জুরিখ ।
[/spoiler]২৫. প্রথম আন্তর্জাতিক সমান বেতন দিবস ( International Equal Pay Day ) কোন দিনটিতে পালিত হলো ?
(A) সেপ্টেম্বর ১৮, ২০২০
(B) সেপ্টেম্বর ১৯ , ২০২০
(C) সেপ্টেম্বর ২০ , ২০২০
(D) সেপ্টেম্বর ২১, ২০২০
ইউনাইটেড নেশন সম্প্রতি সেপ্টেম্বর ১৮, ২০২০ তারিখে প্রথম আন্তর্জাতিক সমান বেতন দিবস ( International Equal Pay Day ) পালন করলো।
[/spoiler]২৬. ১৩তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ১৯ শে সেপ্টেম্বর ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শুরু হয়েছে । এবারের IPL এ মোট কতগুলি ম্যাচ খেলা হবে ?
(A) ৫৫
(B) ৬০
(C) ৬৫
(D) ৮০
মোট ৬০টি ম্যাচ খেলা হবে ।
[/spoiler]২৭. ২০২০ সালের সেপ্টেম্বরে, কোন দেশ জাতীয় সুরক্ষার কারণে চীনা অ্যাপ TikTok ডাউনলোড করা এবং ম্যাসেজিং ও পেমেন্ট প্ল্যাটফর্ম WeChat ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে ?
(A) জাপান
(B) জার্মানি
(C) মার্কিন যুক্তরাষ্ট্র
(D) অস্ট্রেলিয়া
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় সুরক্ষার কারণে চীনা অ্যাপ TikTok ডাউনলোড করা এবং ম্যাসেজিং ও পেমেন্ট প্ল্যাটফর্ম WeChat ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে ।
[/spoiler]আরো দেখে নাও
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
সাম্প্রতিকী – আগস্ট মাস- ২০২০ । Monthly Current Affairs | August 2020
সাম্প্রতিকী | সেপ্টেম্বর ১২, ১৩, ১৪, ১৫, ১৬ – ২০২০ | Daily Current Affairs
প্রণব মুখোপাধ্যায় – কিছু জানা অজানা তথ্য
কমন এলিজিবিলিটি টেস্ট | ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি
জাতীয় ক্রীড়া সম্মান ২০২০ । National Sports Awards 2020 । PDF Download
To check our latest Posts - Click Here