Daily Current Affairs in BengaliCurrent Affairs

8th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

8th June Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৮ই জুন  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 8th June Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. প্রতিবছর কোন দিনটিতে ‘World Oceans Day’ পালিত হয়?

(A) ২রা জুন
(B) ১লা জুন
(C) ৮ই জুন
(D) ৩রা জুন

উত্তর :
(C) ৮ই জুন

  • বিশ্ব মহাসাগর দিবস প্রতি বছর ৮ই জুন সারা বিশ্বে পালিত হয়।
  • এই দিবসের উদ্দেশ্য হল সমুদ্রে মানুষের ক্রিয়াকলাপের প্রভাব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং সমুদ্রের পরিবেশ দূষণমুক্ত করা।
  • ২০২২ সালের বিশ্ব মহাসাগর দিবসের থিম হল “Impact of human actions on the ocean”।
  • “বিশ্ব মহাসাগর দিবস” ২০০৮ সালে জাতিসংঘ কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়।

২. ২২তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে (IIFA) সম্প্রতি কে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন?

(A) রণবীর কাপুর
(B) ভিকি কৌশল
(C) বরুণ ধাওয়ান
(D) রণবীর সিং

উত্তর :
(B) ভিকি কৌশল

  • সেরা অভিনেতা : ‘Sardar Udham’ এর জন্য ভিকি কৌশল
  • সেরা অভিনেত্রী : কৃতি স্যানন
  • সেরা পরিচালক : শেরশাহ-এর জন্য বিষ্ণু বর্ধন
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র : শেরশাহ

৩. সম্প্রতি কে ‘Para Shooting World Cup’-এ মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং SH1-এ স্বর্ণপদক জিতেছেন?

(A) দীপা মালিক
(B) অবনী লেখারা
(C) মানসী সেমওয়াল
(D) দিলরাজ কৌর

উত্তর :
(B) অবনী লেখারা

  • ভারতের অবনী লেখারা ৭ই জুন ২০২২ এ SH1 এ মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে ২৫০.৬ এর বিশ্ব রেকর্ড স্কোর করে প্যারা শুটিং ওয়ার্ল্ডকাপে স্বর্ণপদক জিতেছেন।
  • SH1 ক্যাটাগরি হল রাইফেল ইভেন্টে প্রতিযোগিতার জন্য নিম্ন অঙ্গের প্রতিবন্ধকতা সহ ক্রীড়াবিদদের জন্য।

৪. কোন টেলিকম অপারেটর প্যাংগং এলাকায় 4G মোবাইল সংযোগ প্রদানকারী প্রথম অপারেটর হয়ে উঠেছে?

(A) Bharti Airtel
(B) Bharat Sanchar Nigam Ltd. ( BSNL)
(C) Vodafone Idea Limited
(D) Reliance Jio

উত্তর :
(D) Reliance Jio

  • ৭ই জুন ২০২২-এ, লাদাখের লোকসভা সদস্য জামিয়াং সেরিং নামগিয়াল প্যাংগং লেকের কাছে স্প্যাংমিক গ্রামে Jio মোবাইল টাওয়ারের উদ্বোধন করেছিলেন।

৫. সম্প্রতি কে আলবেনিয়ার নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন?

(A) ইব্রাহিম সোলেহ
(B) বজরাম বেগজ
(C) রইস ম্যাথিউ
(D) ইসহাক মুসা

উত্তর :
(B) বজরাম বেগজ

আলবেনিয়া:

  • রাজধানী : তিরানা
  • মুদ্রা : আলবেনিয়ান লেক
  • সভাপতি : ইলির মেটা
  • মহাদেশ : ইউরোপ

৬. কোন রাজ্য চতুর্থ ‘State Food Safety Index (SFSI)-এ শীর্ষে রয়েছে?

(A) উত্তর প্রদেশ
(B) হিমাচল পরদেশ
(C) তামিলনাড়ু
(D) ত্রিপুরা

উত্তর :
(C) তামিলনাড়ু

  • কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডাভিয়া ৭ই জুন ২০২২-এ চতুর্থ State Food Safety Index (SFSI) প্রকাশ করেছে।
  • এই সূচকে তামিলনাড়ু শীর্ষস্থানীয় রাজ্য, তারপরে গুজরাট এবং মহারাষ্ট্র রয়েছে।

৭. ২০২২ Environment Performance Index (EPI)-এ কোন দেশ শীর্ষে রয়েছে?

(A) ফিনল্যান্ড
(B) স্পেন
(C) ডেনমার্ক
(D) নরওয়ে

উত্তর :
(C) ডেনমার্ক

  • ২০২২ এনভায়রনমেন্ট পারফরমেন্স ইনডেক্সে (EPI) ভারত ১৮০টি দেশের মধ্যে সর্বনিম্ন স্কোর করেছে।

৮. কেন্দ্র ২ বছরের জন্য SBI-এর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে সম্প্রতি কাকে নিয়োগের অনুমোদন দিয়েছে?

(A) অলোক কুমার চৌধুরী
(B) বিজয় শেখর শর্মা
(C) সিন্ধু গঙ্গাধরন
(D) জ্ঞানেশ ভারতী

উত্তর :
(A) অলোক কুমার চৌধুরী

  • কেন্দ্র SBI-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অলোক কুমার চৌধুরীকে ২ বছরের জন্য ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে।
  • তিনি প্রাক্তন MD অশ্বানি ভাটিয়ার স্থলাভিষিক্ত হবেন যিনি সম্প্রতি SEBI-এর সদস্য হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন ৷


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button