Daily Current Affairs in BengaliCurrent Affairs

23rd February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

23rd February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৩শে ফেব্রুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 23rd February Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 22nd February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. হাইকোর্ট গুলির মধ্যে প্রথম কোন হাইকোর্ট সম্প্রতি আঞ্চলিক ভাষায় রায় প্রদান করা শুরু করেছে ?

(A) অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট
(B) হিমাচল প্রদেশ হাইকোর্ট
(C) কেরালা হাইকোর্ট
(D) ঝাড়খণ্ড হাইকোর্ট

উত্তর
(C) কেরালা হাইকোর্ট

কেরালা হাইকোর্ট ২১ ফেব্রুয়ারি ২০২৩  -এ মালায়ালাম ভাষায় তার সাম্প্রতিক দুটি রায় প্রকাশ করেছে। এর মাধ্যমে কেরালা হাইকোর্ট আঞ্চলিক ভাষায় রায়দানকারী ভারতের প্রথম হাইকোর্টে পরিণত হয়েছে।

কেরালা সম্পর্কিত কিছু তথ্য –

  • মুখ্যমন্ত্রী – পিনারাই বিজয়ন
  • গভর্নর – আরিফ মোহাম্মদ খান
  • জেলার সংখ্যা – ১৪টি
  • লোকসভা আসন – ২০টি
  • রাজ্যসভার আসন – ৯টি
  • রাজ্য প্রাণী – ভারতীয় হাতি
  • রাজ্য পাখি – গ্রেট হর্নবিল

২. ২২শে ফেব্রুয়ারি ২০২৩ -এ দিল্লিতে “Modi: Shaping a Global Order in Flux” বইটি কে প্রকাশ করেছেন ?

(A) অমিত শাহ
(B) নিতিন গড়করি
(C) অনুরাগ ঠাকুর
(D) জে পি নাড্ডা

উত্তর
(D) জে পি নাড্ডা

  • বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা এই বইটি প্রকাশ করেছেন ।
  • বইটি সম্পাদনা করেছেন – সুজন চিনয়, বিজয় চৌথাইওয়ালা এবং উত্তম কুমার সিনহা।

৩. ২১শে ফেব্রুয়ারী ২০২৩ এ, কে আন্তর্জাতিক মাতৃভাষা পুরস্কার (International Mother Language Award ) এ ভূষিত হয়েছেন ?

(A) কে.এম. মামেন
(B) ভিপি নন্দকুমার
(C) ডাঃ মহেন্দ্র কুমার মিশ্র
(D) ডাঃ এ.বি.কে. প্রসাদ

উত্তর
(C) ডাঃ মহেন্দ্র কুমার মিশ্র

  • ডক্টর মহেন্দ্র কুমার মিশ্র, একজন ভারতীয় শিক্ষাবিদ এবং সমাজকর্মী, এবারের আন্তর্জাতিক মাতৃভাষা পুরস্কারে ভূষিত হন।
  • তিনি ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এই পুরস্কারটি গ্রহণ করেন।
  • ভারতীয় হিসেবে প্রথম তিনিই এই পুরস্কার পেলেন।

৪. ভারতের নতুন ড্রাগ কন্ট্রোলার জেনারেল (DCGI) হিসাবে নিযুক্ত হয়েছেন –

(A) কে সত্যনারায়ণ
(B) রাজু ভি রামচন্দ্র
(C) রাজীব রঘুবংশী
(D) অরুণ কোহলি

উত্তর
(C) রাজীব রঘুবংশী

রাজীব রঘুবংশীকে ২২ শে ফেব্রুয়ারি ২০২৩ -এ ভারতের নতুন ড্রাগ কন্ট্রোলার জেনারেল (DCGI) হিসাবে নিযুক্ত হয়েছেন।

তিনি DCGI হিসাবে ডক্টর ভিজি সোমানির স্থলাভিষিক্ত হন যিনি ২০১৯ সাল থেকে এই পদে ছিলেন।

৫. সম্প্রতি প্রয়াত কনক রেলে কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত ছিলেন?

(A) কথাকলি
(B) ভরতনাট্যম
(C) সাত্রিয়া
(D) মোহিনীআট্টম

উত্তর
(D) মোহিনীআট্টম
প্রয়াত বিখ্যাত মোহিনীআট্টম নৃত্যশিল্পী কনক রেলে (Kanak Rele) । জানা গিয়েছে, বয়সজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। পদ্মশ্রী (১৯৮৯) পদ্মভূষণ (২০১৩), কালিদাস সম্মান (২০০৬), সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রমুখ সম্মান পেয়েছেন কনক রেলে।

৬. ভারতের প্রথম কৃষি চ্যাটবট “Ama KrushAI” সম্পর্কিত কোন রাজ্যে লঞ্চ হয়েছে ?

(A) ওড়িশা
(B) মেঘালয়
(C) হরিয়ানা
(D) পাঞ্জাব

উত্তর
(A) ওড়িশা
ওড়িশার গভর্নর গণেশি লাল সম্প্রতি ‘Krushi Odisha 2023’-এর সমাপ্তি অধিবেশনে কৃষি খাতের জন্য ভারতের প্রথম চ্যাটবট – Ama KrushAI চালু করেছেন।

৭. তামিলনাড়ুর ভিগনেশ এন আর ভারতের কততম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন ?

(A) ৮০
(B) ৮১
(C) ৮২
(D) ৮৩

উত্তর
(A) ৮০
ভারতের দাবা খেলোয়াড় ভিগনেশ এন আর ভারতের ৮০তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। ভিগনেশের বড় ভাই বিশাখ এনআর ২০১৯ সালে ভারতের ৫৯ তম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন। বিশাখ এবং ভিগনেশ ভারতের প্রথম দুই ভাই যারা গ্র্যান্ডমাস্টার।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button