31th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
31th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৩১শে আগস্ট – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 31th August Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. ভারতীয় রেলওয়ে মুম্বাই স্টেশনে সম্প্রতি কোন নতুন মেশিন বসিয়েছে?
(A) জলদূত
(B) মেঘদূত
(C) সাগরশক্তি
(D) জলজীবন
- ভারতীয় রেলওয়ে দাদার, থানে এবং মুম্বাই বিভাগের অন্যান্য স্টেশনে ‘মেঘদূত’ মেশিন স্থাপন করেছে।
- এই অনন্য ‘মেঘদূত’ মেশিনগুলি বায়ুতে জলীয় বাষ্পকে পানীয় জলে রূপান্তর করতে সক্ষম।
২. থাইল্যান্ডে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) অবনীশ শরণ
(B) নাগেশ সিং
(C) অনুপ কুমার
(D) বিবেক কুমার সিং
- তিনি থাইল্যান্ডের বর্তমান রাষ্ট্রদূত সুচিত্রা দুরাইয়ের স্থলাভিষিক্ত হবেন।
- নাগেশ সিং বর্তমানে বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব হিসাবে কর্মরত।
৩. কোন রাজ্যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতের প্রথম কার্বন ফাইবার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা করেছেন?
(A) মহারাষ্ট্র
(B) উত্তর প্রদেশ
(C) তামিলনাড়ু
(D) গুজরাট
- রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ গুজরাটের হাজিরাতে ভারতের প্রথম এবং বিশ্বের অন্যতম বৃহত্তম কার্বন ফাইবার প্ল্যান্ট স্থাপন করবে।
- প্ল্যান্টের বার্ষিক ধারণক্ষমতা হবে ২০,০০০ মিলিয়ন মেট্রিক টন।
৪. সম্প্রতি প্রকাশিত “The Hero of Tiger Hill” শিরোনামের আত্মজীবনীটির লেখক কে?
(A) আর কে ত্যাগী
(B) অনুপ কুমার
(C) যোগেন্দ্র সিং যাদব
(D) গোপাল ভিট্টল
- “The Hero of Tiger Hill: Autobiography of a Param Vir” আত্মজীবনীটি ১৯ বছর বয়সী সর্বকনিষ্ঠ পরম বীর চক্র পুরস্কারপ্রাপ্ত সুবেদার মেজর যোগেন্দ্র সিং যাদব এর অনুপ্রেরণামূলক গল্প সম্পর্কে।
- ১৯৯৯ কার্গিল সংঘাতে তার ও ভারতীয় সৈন্যের বীরত্বের গল্প রয়েছে এতে।
৫. কোন রাজ্যে সম্প্রতি ৫০তম ‘শুমাং লীলা উৎসব’ শুরু হয়েছে?
(A) মণিপুর
(B) ছত্তিসগড়
(C) রাজস্থান
(D) ত্রিপুরা
- মনিপুরে ইম্ফলের প্যালেস কম্পাউন্ডে সম্প্রতি ৫০তম শুমাং লীলা উৎসব শুরু হয়েছে।
- উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিপুরের গভর্নর লা গণেশন এবং মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং।
৬. সম্প্রতি প্রয়াত অভিজিৎ সেন কি জন্য বিখ্যাত ছিলেন?
(A) অর্থনীতিবিদ
(B) অভিনয়
(C) রাজনীতি
(D) গায়ক
- প্রখ্যাত অর্থনীতিবিদ এবং প্রাক্তন পরিকল্পনা কমিশনের সদস্য, অভিজিৎ সেন ৭২ বছর বয়সে প্রয়াত হলেন।
- তিনি প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন।
- ২০১০ সালে জনসেবার জন্য তিনি পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন।
৭. সম্প্রতি অবসরের ঘোষণাকারী কলিন ডি গ্র্যান্ডহোম কোন খেলার সাথে সম্পর্কিত?
(A) ফুটবল
(B) ব্যাডমিন্টন
(C) টেনিস
(D) ক্রিকেট
- নিউজিল্যান্ডের ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম সম্প্রতি অবসরের ঘোষণা করেছেন।
৮. ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সম্প্রতি কে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন?
(A) শত্রুঘ্ন সিনহা
(B) সুভাষ ঘাই
(C) শেখর কাপুর
(D) শ্যাম বেনেগাল
- প্রবীণ বলিউড পরিচালক সুভাষ ঘাই ৬৭তম ফিল্মফেয়ার পুরস্কারে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেয়েছেন।
- তিনি ‘কার্জ’, ‘বিশ্বনাথ’, ‘পরদেশ’, এবং ‘খলনায়ক’-এর মতো আইকনিক সিনেমাগুলির জন্য বিখ্যাত।
৯. ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB)-এর রিপোর্ট অনুসারে, কোন শহরকে ২০২১ সালে ভারতের সবচেয়ে নিরাপদ শহর হিসাবে ঘোষণা করা হয়েছে?
(A) মুম্বাই
(B) পুনে
(C) ব্যাঙ্গালোর
(D) কলকাতা
- সর্বশেষ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুসারে, কলকাতা ২০২১ সালে ভারতের সবচেয়ে নিরাপদ শহর।
- শহরটিতে প্রতি ১ লক্ষ লোকের মধ্যে ১০৩.৪ জন অপরাধের সঙ্গে যুক্ত।
- পুনে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here