Daily Current Affairs in BengaliCurrent Affairs

31st January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

31st January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৩১শে জানুয়ারি  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (31st January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. Jio Platforms (JPL) সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয়ের সাথে 6G প্রযুক্তিতে গবেষণা এবং মানককরণ (standardization)-সম্পর্কিত কার্যকলাপের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে?

(A) Tampere University
(B) University of Oulu
(C) University of Oxford
(D) Harvard University

উত্তর :
(B) University of Oulu

Jio Platforms (JPL) :

  • প্রতিষ্ঠাতা : মুকেশ আম্বানি
  • প্রতিষ্ঠা : ২০১৯, ১৫ই নভেম্বর
  • সদর দপ্তর : মুম্বাই

২. কোন রাজ্য সম্প্রতি ‘AVGC center of excellence’ (animation, visual effects, gaming, and comics) চালু করেছে?

(A) মহারাষ্ট্র
(B) পাঞ্জাব
(C) কর্ণাটক
(D) গুজরাট

উত্তর :
(C) কর্ণাটক

কর্ণাটক :

  • মুখ্যমন্ত্রী : বাসবরাজ বোম্মাই
  • রাজ্যপাল : থাওয়ারচাঁদ গেহলট
  • জেলার সংখ্যা : ৩১টি
  • লোকসভা আসন : ২৮টি
  • রাজ্যসভার আসন : ১২টি
  • জাতীয় উদ্যান : আনশি জাতীয় উদ্যান, বান্দিপুর জাতীয় উদ্যান, ব্যানারঘাটা জাতীয় উদ্যান, কুদ্রেমুখ জাতীয় উদ্যান, রাজীব গান্ধী (নাগারহোল) জাতীয় উদ্যান।

৩. সম্প্রতি কে ভারতের প্রথম ‘UN Development Programme (UNDP) Youth Climate Champion’ হয়েছেন?

(A) প্রাজকতা কলি
(B) কুশা কপিলা
(C) বরখা সিং
(D) মিথিলা পালকর

উত্তর :
(A) প্রাজকতা কলি

প্রখ্যাত ইউটিউবার এবং অভিনেত্রী প্রাজকতা কলি সম্প্রতি ভারতের প্রথম ‘জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি’ (UNDP)-র Youth Climate Champion হয়েছেন।

UNDP :

  • প্রতিষ্ঠা : ১৯৬৫, ২২শে নভেম্বর
  • সদর দপ্তর : নিউইয়র্ক
  • ‘ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ হল জাতিসংঘের একটি সংস্থা যা বিভিন্ন পিছিয়ে পড়া দেশের দারিদ্র্য দূরীকরণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মানব উন্নয়ন অর্জনে সহায়তা করে।

৪. ISRO-এর ‘গগনযান মিশন’-এর জন্য সম্প্রতি যে ইঞ্জিনটির সফলভাবে ২৫ সেকেন্ডের qualification test সম্পন্ন করা হল তার নাম কি?

(A) Vikram
(B) Paramarsh
(C) Vikas
(D) Param

উত্তর :
(C) Vikas

তামিলনাড়ুর মহেন্দ্রগিরিতে ‘ISRO প্রপালশন কমপ্লেক্স’-এ পরীক্ষাটি করা হয়েছে।

ISRO :

  • সদর দপ্তর : বেঙ্গালুরু
  • প্রতিষ্ঠা : ১৫ই অগাস্ট ১৯৬৯
  • প্রতিষ্ঠাতা : বিক্রম সারাভাই
  • এবং মানব উন্নয়ন অর্জনে সহায়তা করে।

৫. কোন মহিলা দল হিমাচল প্রদেশে ‘Ice Hockey Association of India’ দ্বারা আয়োজিত নবম-তম ‘National Women’s Ice Hockey Championship’ জিতেছে?

(A) দিল্লী
(B) লাদাখ
(C) তেলেঙ্গানা
(D) হিমাচল প্রদেশ

উত্তর :
(B) লাদাখ

  • চ্যাম্পিয়নশিপটি ২০২২-এ হিমাচল প্রদেশের কাজা এলাকায় ১৫-২১শে জানুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।
  • দিল্লি, লাদাখ, হিমাচল প্রদেশ, চণ্ডীগড়, তেলেঙ্গানা এবং ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ থেকে ছয়টি দল চ্যাম্পিয়নশিপে অংশ নেয়।

৬. হরিয়ানা এবং হিমাচল প্রদেশের সরকার কোন জেলার ‘আদি বদ্রি’-তে পৌরাণিক সরস্বতী নদীর ওপর একটি বাঁধ নির্মাণের জন্য চুক্তি করেছে?

(A) কাংড়া
(B) মান্ডি
(C) বিলাসপুর
(D) যমুনানগর

উত্তর :
(D) যমুনানগর

  • হিমাচল প্রদেশ সীমান্তের কাছে হরিয়ানায় অবস্থিত আদি বদ্রীকে সরস্বতী নদীর উৎপত্তিস্থল বলে মনে করা হয় (সরস্বতী উদ্গম তীর্থ)।
  • বাঁধটির প্রস্থ হবে ১০১.০৬ মিটার এবং উচ্চতা ২০.৫ মিটার।

৭. নিম্নলিখিতদের মধ্যে কে সম্প্রতি ‘অস্ট্রেলিয়ান ওপেনস’ -এ ওমেন’স সিঙ্গেল টাইটেল জিতেছে?

(A) অ্যাশলে বার্টি
(B) সেরেনা উইলিয়ামস
(C) নাওমি ওসাকা
(D) ড্যানিয়েল কলিন্স

উত্তর :
(A) অ্যাশলে বার্টি

  • অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড় অ্যাশলে বার্টি ২৯শে জানুয়ারী ২০২২-এ আমেরিকান ড্যানিয়েল কলিন্সকে পরাজিত করে অস্ট্রেলিয়ান ওপেনস ওমেন’স সিঙ্গেল টাইটেল জিতেছেন।
  • তিনি ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন এবং ২০২১ সালে Wimbledon জিতেছিলেন এবং ১০০ সপ্তাহেরও বেশি সময় ধরে বিশ্বের ১ নম্বর র‍্যাঙ্কিং-এর মহিলা টেনিস খেলোয়াড় ছিলেন।

৮. নিম্নলিখিতদের মধ্যে কে সম্প্রতি ‘অস্ট্রেলিয়ান ওপেনস’-এ মেন্’স সিঙ্গেল ফাইনালে জিতেছেন?

(A) রাফায়েল নাদাল
(B) নোভাক জোকোভিচ
(C) রজার ফেদেরার
(D) ড্যানিল মেদভেদেভ

উত্তর :
(A) রাফায়েল নাদাল

  • স্পেনের রাফায়েল নাদাল রাশিয়ার ড্যানিল মেদভেদেভকে ২-৬, ৬-৭, ৬-৪, ৬-৪, ৭-5 এ অস্ট্রেলিয়ান ওপেন মেন্’স সিঙ্গেল ফাইনালে পরাজিত করেন এবং ৩০শে জানুয়ারী ২০২২-এ রেকর্ড ২১তম ‘Grand Slam’ শিরোপা জিতে নেন।
  • ম্যাচটি অনুষ্ঠিত হয় মেলবোর্নের রড ল্যাভার অ্যারেনায়।

৯. ‘National Commission for Women’ (NCW)-এর প্রতিষ্ঠা দিবস হিসেবে কোন দিনটি পালিত হয়?

(A) ২৫শে জানুয়ারী
(B) ২১শে জানুয়ারী
(C) ৩১শে জানুয়ারী
(D) ২৪শে জানুয়ারী

উত্তর :
(C) ৩১শে জানুয়ারী

  • ২০২২-এর এই প্রতিষ্ঠা দিবসের থিম হল ‘She The Change Maker’।
  • মহিলাদের জন্য সাংবিধানিক এবং আইনি সুরক্ষা পর্যালোচনা, প্রতিকারমূলক আইনী ব্যবস্থার সুপারিশ ইত্যাদির জন্য ১৯৯০ সালের জানুয়ারিতে National Commission for Women একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসাবে National Commission for Women Act, 1990 এর অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল।

১০. নিচের কোন শহরটিতে ভারতের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন স্থাপন করা হল?

(A) চণ্ডীগড়
(B) কলকাতা
(C) মুম্বাই `
(D) গুরুগ্রাম

উত্তর :
(D) গুরুগ্রাম

  • হরিয়ানার গুরুগ্রামে ১০০ এরও বেশি চার্জিং পয়েন্ট সহ একটি বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন খোলা হয়েছে।
  • এটি চার চাকার ইলেকট্রিক গাড়ির জন্য ভারতের বৃহত্তম চার্জিং স্টেশন।
  • নতুন EV (Electric Vehicle) চার্জিং স্টেশনটি তৈরি করেছে টেক-পাইলটিং কোম্পানি Alektrify Private Ltd ।
  • পূর্বে, ভারতের বৃহত্তম EV চার্জিং স্টেশনটি ছিল মুম্বাইয়ের নাভিতে, যেখানে EVগুলির জন্য ১৬টি AC এবং ৪টি DC চার্জিং পোর্ট রয়েছে ৷


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button