Daily Current Affairs in BengaliCurrent Affairs

28th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

28th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৮শে নভেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 28th November Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 27th November Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. সমস্ত জেলায় Jio 5G পরিষেবার সাথে প্রথম ভারতীয় রাজ্য হয়ে উঠেছে কোনটি?

(A) উত্তর প্রদেশ
(B) মধ্যপ্রদেশ
(C) হিমাচল প্রদেশ
(D) গুজরাট

উত্তর
(D) গুজরাট

  • Jio গুজরাটের ৩৩টি জেলার প্রতিটি সদর দফতরে তার True 5G নেটওয়ার্ক লঞ্চ করেছে, এটি রাজ্যে 5G পরিষেবার ১০০ শতাংশ কভারেজ পাওয়া ভারতের প্রথম রাজ্যে পরিণত হয়েছে।

২. ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারত সরকার কোন দেশের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছে?

(A) মিশর
(B) মালদ্বীপ
(C) ইসরাইল
(D) সংযুক্ত আরব আমিরাত

উত্তর
(A) মিশর

  • ভারত সরকার মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসিকে ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছে।
  • মিশরের রাজধানী কইরো।

৩. কে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা সভাপতি হতে চলেছেন?

(A) কর্ণম মল্লেশ্বরী
(B) পিটি উষা
(C) এমডি ভালসামা
(D) অঞ্জু ববি জর্জ

উত্তর
(B) পিটি উষা

  • কিংবদন্তি পিটি ঊষা ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) প্রথম মহিলা সভাপতি হতে চলেছেন ৷
  • পিটি ঊষা হবেন ৯৫ বছরের ইতিহাসে IOA-এর নেতৃত্বে প্রথম অলিম্পিয়ান এবং প্রথম আন্তর্জাতিক পদক বিজয়ী।

৪. Aero India 2023 কোন শহরে অনুষ্ঠিত হবে?

(A) বেঙ্গালুরু
(B) দিল্লি
(C) চেন্নাই
(D) হায়দ্রাবাদ

উত্তর
(A) বেঙ্গালুরু

  • Aero India এর ১৪ তম সংস্করণ ১৩ই ফেব্রুয়ারি, ২০২৩ থেকে কর্ণাটকের বেঙ্গালুরুতে ইয়েলাহাঙ্কা এয়ার ফোর্স স্টেশনে অনুষ্ঠিত হবে৷
  • এটি হবে এশিয়ার বৃহত্তম Aero Show ৷
  • হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড (HAL) এই ‘অ্যারো শো’ আয়োজন করবে।

৫. ভারত কোন দেশের শীর্ষ পর্যটন বাজার হয়ে উঠেছে?

(A) থাইল্যান্ড
(B) সিঙ্গাপুর
(C) মালদ্বীপ
(D) ইন্দোনেশিয়া

উত্তর
(C) মালদ্বীপ

  • ২০২২ সালে মালদ্বীপের শীর্ষ পর্যটন বাজার হিসাবে উঠে এসেছে ভারত।
  • উল্লেখযোগ্যভাবে, ২০২২ সালে এখন পর্যন্ত প্রায় দুই লাখ ভারতীয় পর্যটক মালদ্বীপে ভ্রমণে গেছেন।

৬. কোন ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে?

(A) ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড
(B) বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
(C) ক্রিকেট দক্ষিণ আফ্রিকা
(D) নিউজিল্যান্ড ক্রিকেট

উত্তর
(B) বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া

  • ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) একটি টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে।
  • আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটানসের মধ্যে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২-এর ফাইনাল ম্যাচের সময় মাইলফলকটি অর্জন করেছে BCCI।

৭. কোন প্রতিষ্ঠান ‘World Intellectual Property Indicators’ রিপোর্ট প্রকাশ করেছে?

(A) World Economic Forum
(B) World Intellectual Property Organisation (WIPO)
(C) NITI Aayog
(D) Asian Development Bank

উত্তর
(B) World Intellectual Property Organisation (WIPO)

  • জেনেভা ভিত্তিক ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (WIPO) ‘ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডিকেটরস’ (WIPI) রিপোর্ট প্রকাশ করেছে।
  • WIPO একটি জাতিসংঘের সংস্থা।
  • সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
  • প্রতিষ্ঠিত: 14 জুলাই 1967
  • প্রধান: ড্যারেন ট্যাং

৮. কোন বছরকে ‘ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস (IYM)’ হিসেবে ঘোষণা করা হয়েছে?

(A) ২০২১
(B) ২০২৫
(C) ২০২৩
(D) ২০২২

উত্তর
(C) ২০২৩

  • ২০১৮ সালে, ভারত ২০২৩ কে আন্তর্জাতিক বাজরা বছর হিসাবে ঘোষণা করার জন্য জাতিসংঘের কাছে প্রস্তাব করেছিল।
  • এটি ২০১৮ সালে খাদ্য ও কৃষি সংস্থা (FAO) দ্বারা অনুমোদিত হয়েছিল।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button