Daily Current Affairs in BengaliCurrent Affairs

27th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

27th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৭শে নভেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 27th November Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 26th November Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. চোরা শিকারীদের সন্ধানের জন্য মোতায়েন করা ভারতের প্রথম কুকুর সম্প্রতি প্রয়াত হয়েছে। কুকুরটির নাম কি?

(A) ব্রুনো
(B) জোরবা
(C) লাইকা
(D) শেরা

উত্তর
(B) জোরবা

  • চোরা শিকারীদের ট্র্যাক করার জন্য মোতায়েন করা ভারতের প্রথম কুকুর জোরবা সম্প্রতি প্রয়াত হয়েছে।
  • ১২ বছর বয়সী এই পুরুষ বেলজিয়ান ম্যালিনোইস ‘K9’-এর সদস্য ছিল।
  • জোর্বা ছিল স্কোয়াডের প্রথম কুকুর।
  • কুকুরটি ২০১৯ সালে চাকরি থেকে অবসর নিয়েছিল।

২. কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে একটি বার্ষিক যুব উৎসব ‘Sonzal-2022’ শুরু হয়েছে?

(A) অন্ধ্র প্রদেশ
(B) উত্তরাখণ্ড
(C) জম্মু ও কাশ্মীর
(D) হিমাচল প্রদেশ

উত্তর
(C) জম্মু ও কাশ্মীর

  • জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে বার্ষিক যুব উৎসব ‘সোনজাল-২০২২’-এর উদ্বোধন করেছেন।
  • উৎসবটি তরুণ শিল্পীদের জন্য তাদের প্রতিভা প্রদর্শনের একটি সুযোগ।

৩. কোন দেশ ২৭ বছরের জন্য প্রাকৃতিক গ্যাস সরবরাহের উদ্দেশ্যে চীনের সাথে একটি চুক্তি সাক্ষর করেছে?

(A) সংযুক্ত আরব আমিরাত
(B) রাশিয়া
(C) ইরান
(D) কাতার

উত্তর
(D) কাতার

  • কাতারের রাষ্ট্রীয় শক্তি সংস্থা তার নতুন নর্থ ফিল্ড ইস্ট প্রকল্প থেকে বার্ষিক চার মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ‘চাইনা পেট্রোলিয়াম অ্যান্ড কেমিক্যাল কর্পোরেশনে’ (Sinopec) পাঠাবে।

 

৪. ইউরোপীয় সংসদ কোন দেশকে ‘সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক’ হিসেবে ঘোষণা করেছে?

(A) চীন
(B) পাকিস্তান
(C) আফগানিস্তান
(D) রাশিয়া

উত্তর
(D) রাশিয়া

  • ইউরোপীয় পার্লামেন্ট রাশিয়াকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে মনোনীত করেছে।
  • ইউক্রেনের বেসামরিক লক্ষ্যবস্তু যেমন হাসপাতাল, স্কুল এবং আশ্রয়কেন্দ্রে রাশিয়া তাদের সামরিক হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

৫. সম্প্রতি কাকে ফ্রান্সের প্যারিসে ‘গার্ড অফ অনার’-দ্বারা সম্মানিত করা হয়েছে?

(A) সুরজ পান্ডে
(B) অমরদীপ সিং ভিন্ডার
(C) মনোজ পান্ডে
(D) বিপিন রাওয়াত

উত্তর
(C) মনোজ পান্ডে

  • সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে প্যারিসের গার্ড অফ অনার গ্রহণ করেছেন।
  • তিনি ফ্রান্সে চার দিনের সফরে ছিলেন।

ফ্রান্স :

  • রাষ্ট্রপতি: ইমানুয়েল ম্যাক্রন
  • রাজধানী: প্যারিস

৬. কোন দেশ ‘ইন্টারন্যাশনাল ইলেক্ট্রোটেকনিক্যাল কমিশন'(IEC)-এর ভাইস প্রেসিডেন্সি এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বোর্ডের (SMB) চেয়ার জিতেছে?

(A) চীন
(B) জাপান
(C) কাতার
(D) ভারত

উত্তর
(D) ভারত

  • ভারত ২০২৩-২৫ মেয়াদের জন্য ইন্টারন্যাশনাল ইলেক্ট্রোটেকনিক্যাল কমিশনের (IEC) ভাইস প্রেসিডেন্সি এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বোর্ডের(SMB) চেয়ার জিতেছে।
  • শ্রী বিমল মহেন্দ্রু এখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন।

৭. সম্প্রতি কে ব্যাটিং-এ সর্বোচ্চ স্কোরের বিশ্ব রেকর্ড ভাঙলেন?

(A) নারায়ণ জগদিসান
(B) ঋদ্ধিমান সাহা
(C) ইশাঙ্ক জাগ্গি
(D) শ্রীবৎস গোস্বামী

উত্তর
(A) নারায়ণ জগদিসান

  • ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ১৪১ বলে ২৭৭ রান করে পুরুষদের লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের বিশ্ব রেকর্ড ভেঙেছেন তামিলনাড়ুর ব্যাটার নারায়ণ জগদিসান।

৮. সম্প্রতি প্রয়াত বিক্রম গোখলে কিসের সাথে যুক্ত ছিলেন?

(A) রাজনীতি
(B) ঔষধ
(C) সাহিত্য
(D) অভিনয়

উত্তর
(D) অভিনয়

  • ৭৭ বছর বয়সে ২৬শে প্রয়াত হলেন প্রখ্যাত অভিনেতা বিক্রম গোখলে।
  • বিক্রম গোখলে ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র, টেলিভিশন এবং মঞ্চ অভিনেতা।
  • মারাঠি থিয়েটার, হিন্দি চলচ্চিত্র এবং টেলিভিশনে তার অভিনয়ের জন্য বিখ্যাত তিনি।
  • তিনি প্রবীণ মারাঠি থিয়েটার এবং চলচ্চিত্র অভিনেতা চন্দ্রকান্ত গোখলের পুত্র ছিলেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button