Daily Current Affairs in BengaliCurrent Affairs

9th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

9th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৯ই সেপ্টেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 9th September Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কত বছর ব্রিটেনের রাণী ছিলেন?

(A) ৭০ বছর এবং ৮ মাস
(B) ৭০ বছর ৯ মাস
(C) ৭০ বছর এবং ১০ মাস
(D) ৭০ বছর এবং ৭ মাস

উত্তর
(B) ৭০ বছর ৯ মাস

  • ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ মেয়াদী রানী দ্বিতীয় এলিজাবেথ ৮ই সেপ্টেম্বর ২০২২-এ ৯৬ বছর বয়সে প্রয়াত হলেন।
  • তিনি তার পিতা রাজা ষষ্ঠ জর্জের আকস্মিক মৃত্যুর পর ১৯৫২ সালে ২৫ বছর বয়সে সিংহাসনে বসেছিলেন।
  • রানী এলিজাবেথ ৭০ বছর ধরে ব্রিটেনে রাজত্ব করেছেন।
  • তার বড় ছেলে, প্রিন্স চার্লস, প্রোটোকল অনুসারে যুক্তরাজ্যের নতুন রাজা হবেন।

২. কোন নদীর উপর, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সম্প্রতি ভারতের দীর্ঘতম রাবার ড্যাম ‘গয়াজি বাঁধ’ উদ্বোধন করেছেন?

(A) ফাল্গু নদী
(B) করমানসা নদী
(C) সোন নদী
(D) গঙ্গা নদী

উত্তর
(A) ফাল্গু নদী

  • বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৮ই সেপ্টেম্বর ২০২২ এ গয়ার ফাল্গু নদীর উপর ভারতের দীর্ঘতম রাবার ড্যাম ‘গয়াজি বাঁধ’-এর উদ্বোধন করেছেন।
  • এটি ৪১১ মিটার দীর্ঘ এবং ৩ মিটার উঁচু এবং ৩১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।
  • এটি নির্মাণের ফলে, এখন পিন্ডদান করতে আসা ভক্তদের জন্য সারা বছর বিষ্ণুপদ ঘাটের কাছে ফাল্গু নদীতে কমপক্ষে দুই ফুট জল পাওয়া যাবে।

৩. সম্প্রতি প্রকাশিত UNDP-এর মানব উন্নয়ন সূচক ২০২১-এ ভারতের স্থান কত?

(A) ১৩২তম
(B) ১২১তম
(C) ১৬৫তম
(D) ৭১তম

উত্তর
(A) ১৩২তম

  • United Nations Development Programme (UNDP) দ্বারা প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে, ২০২১ সালের মানব উন্নয়ন সূচকে (HDI) ১৯১টি দেশের মধ্যে ভারত ১৩২ তম স্থানে রয়েছে।
  • ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে শ্রীলঙ্কা (৭৩তম), চীন (৭৯তম), বাংলাদেশ (১২৯তম) এবং ভুটান (১২৭তম) ভারতের উপরে।
  • শীর্ষস্থানে সুইজারল্যান্ড, এরপর নরওয়ে ও আইসল্যান্ড।
  • ২০২০ সালের সূচকে ভারত ১৩১তম স্থানে ছিল।

৪. কোন রাজ্য সরকার সম্প্রতি বৃষ্টির জল সংগ্রহের উদ্দেশ্যে ‘CHHATA’ স্কিম চালু করেছে?

(A) গোয়া
(B) ওড়িশা
(C) রাজস্থান
(D) গুজরাট

উত্তর
(B) ওড়িশা

  • ওড়িশা সরকার ‘CHHATA’ নামে একটি বৃষ্টির জল সংগ্রহের প্রকল্প চালু করেছে।
  • CHHATA : Community Harnessing and Harvesting Rainwater Artificially from Terrace to Aquifer।
  • প্রকল্পের অধীনে, পাঁচ বছরে ৩৭৩.৫২ কোটি লিটার জল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

৫. কোন রাজ্য সরকার বিরল রোগে আক্রান্ত রাজ্যের SC/ST রোগীদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে?

(A) আসাম
(B) কর্ণাটক
(C) গোয়া
(D) ত্রিপুরা

উত্তর
(B) কর্ণাটক

  • কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতায় নেই এমন রোগগুলির জন্য রাজ্য সরকার আর্থিক সহায়তা প্রদান করবে।
  • সরকার এই নতুন প্রকল্পের জন্য ২৩.১৮ কোটি টাকা বরাদ্দ করেছে।

৬. Pacific Area Travel Writers Association (PATWA) দ্বারা কোন রাজ্যকে ‘International Travel Award 2023’ দ্বারা পুরস্কৃত করা হয়েছে?

(A) কর্ণাটক
(B) উত্তর প্রদেশ
(C) কেরালা
(D) পশ্চিমবঙ্গ

উত্তর
(D) পশ্চিমবঙ্গ

  • পশ্চিমবঙ্গকে ২০২৩ সালের ‘আন্তর্জাতিক ভ্রমণ পুরস্কার’ প্রদান করা হয়েছে।
  • ‘সংস্কৃতির জন্য সেরা গন্তব্য’-হিসাবে এই পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ।
  • ৯ই মার্চ, ২০২৩-এ বার্লিনে ওয়ার্ল্ড ট্যুরিজম অ্যান্ড এভিয়েশন লিডার্স সামিটে পুরস্কারটি প্রদান করা হয়েছে।

৭. রাম চন্দ্রা মানঝি সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কি জন্য বিখ্যাত ছিলেন?

(A) থিয়েটার শিল্পী
(B) লেখক
(C) ডাক্তার
(D) আইনজীবী

উত্তর
(A) থিয়েটার শিল্পী

  • বিহারের ভোজপুরি লোক নাট্য শিল্পী রাম চন্দ্র মানঝি সম্প্রতি প্রয়াত হলেন।
  • তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং পদ্মশ্রী পুরস্কারের প্রাপক।
  • ভোজপুরি ভাষার শেক্সপিয়র নামে পরিচিত ভিখারি ঠাকুরের দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

৮. সর্বশেষে, নীরজ চোপড়া নিচের কোন চ্যাম্পিয়নশিপে জ্যাভলিনে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় হলেন?

(A) ডায়মন্ড লীগ চ্যাম্পিয়নশিপ
(B) এশিয়ান গেমস
(C) বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ
(D) ইউরোপীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ

উত্তর
(A) ডায়মন্ড লীগ চ্যাম্পিয়নশিপ

  • নীরজ চোপড়া জুরিখে মর্যাদাপূর্ণ ডায়মন্ড লিগের ফাইনালে ৮৮.৪৪ মিটার নিক্ষেপ করে স্বর্ণপদক জিতেছেন।
  • তার সর্বশেষ কৃতিত্বের সাথে, তিনি চ্যাম্পিয়নশিপ জয়ী প্রথম ভারতীয়ও হয়ে উঠেছেন।

৯. জাতিসংঘের মানবাধিকারের (United Nations Human Rights) পরবর্তী প্রধান হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) আচিম স্টেইনার
(B) ভলকার তুর্ক
(C) সুসান আকরাম
(D) মেলিসা ফ্লেমিং

উত্তর
(B) ভলকার তুর্ক

  • ৮ই সেপ্টেম্বর, ২০২২ তারিখে জাতিসংঘ অস্ট্রিয়ান কূটনীতিক ভলকার তুর্ককে জাতিসংঘের মানবাধিকারের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত করেছে।
  • তিনি চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেটের স্থলাভিষিক্ত হবেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button