Daily Current Affairs in BengaliCurrent Affairs

7th September Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৭ই সেপ্টেম্বর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 7th September Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  6th September Current Affairs Quiz 2023 – Bengali


১. “IDOLS: Unearthing the Power of Murti Puja” বইটির লেখক

(A) আমিশ ত্রিপাঠী এবং পৌলোমি চ্যাটার্জি
(B) ভাবনা রায় ও পৌলোমী চ্যাটার্জি
(C) আমিশ ত্রিপাঠি ও ভাবনা রায়
(D) আমিশ ত্রিপাঠি এবং অরুন্ধতী রায়

[spoiler title=’উত্তর ‘ ] (C) আমিশ ত্রিপাঠি ও ভাবনা রায়
HarperCollins India নতুন বই ‘IDOLS: Unearthing the Power of Murti Puja’ প্রকাশ করতে চলেছে।
বইটি লিখেছেন – আমিশ ত্রিপাঠি ও ভাবনা রায় । [/spoiler]

২. সম্প্রতি GI ট্যাগ পাওয়া ‘কোরাপুট কালো জিরা রাইস’-কি নামে পরিচিত ?

(A) The Royal Rice
(B) The Aromatic Delight
(C) The King of Grains
(D) The Prince of Rice

[spoiler title=’উত্তর ‘ ] (C) The King of Grains
সম্প্রতি GI ট্যাগ পেয়েছে ‘কোরাপুট কালো জিরা রাইস’ । কালো রং, ভালো গন্ধ, স্বাদ এবং গঠনের জন্য এটি চাল ভোক্তাদের মধ্যে জনপ্রিয়। [/spoiler]

৩. কে Department of Telecommunications (DoT) এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন?

(A) কে রাজারামন
(B) রাকেশ ভাটনগর
(C) এস.পি. কোছার
(D) নীরজ মিত্তল

[spoiler title=’উত্তর ‘ ] (D) নীরজ মিত্তল
মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি (ACC) নীরজ মিত্তালকে টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে নিযুক্ত করেছে। [/spoiler]

৪. সম্প্রতি প্রয়াত হয়েছেন মালিনী রাজুরকর। তিনি কোন ঘরানার সংগীত শিল্পী ছিলেন ?

(A) জয়পুর ঘরানা
(B) পাতিয়ালা ঘরানা
(C) গোয়ালিয়র ঘরানা
(D) কিরানা ঘরানা

[spoiler title=’উত্তর ‘ ] (C) গোয়ালিয়র ঘরানা
মালিনী রাজুরকর (৮ই জানুয়ারী ১৯৪১ – ৬ই সেপ্টেম্বর ২০২৩ ) ছিলেন গোয়ালিয়র ঘরানার একজন হিন্দুস্তানি শাস্ত্রীয় গায়ক । ২০০১ সালে তিনি সঙ্গীত নাটক একাডেমী পুরস্কার পান । [/spoiler]

৫. ‘The Song of the Cell: An Exploration of Medicine and the New Human’ বইটির লেখক

(A) আতিব রানা
(B) অর্ণব বিশ্বাস
(C) সিদ্ধার্থ মুখোপাধ্যায়
(D) তাবরেজ শেখ

[spoiler title=’উত্তর ‘ ] (C) সিদ্ধার্থ মুখোপাধ্যায়
সিদ্ধার্থ মুখার্জি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্যান্সার বিশেষজ্ঞ এবং লেখক।
তিনি তার “দ্য এম্পারর অফ অল ম্যালাডিস: অ্যা বায়োগ্রাফি অফ ক্যানসার ” বইটির জন্য ২০১১ সালে পুলিৎজার পুরস্কার পান। [/spoiler]

৬. MSME-এর জন্য SBI সম্প্রতি কোন ক্রেডিট কার্ড চালু করেছে ?

(A) SimplyPAY SBI Card
(B) MSME Credit Saver Card
(C) SimplySAVE Merchant SBI Card
(D) RuPay Merchant Card

[spoiler title=’উত্তর ‘ ] (C) SimplySAVE Merchant SBI Card
ক্রেডিট কার্ড ইস্যুকারী SBI কার্ড একটি নতুন MSME ক্রেডিট চালু করেছে।
SimplySAVE Merchant SBI Card নামক এই কার্ডটি MSME এর স্বল্পমেয়াদী ক্রেডিট প্রয়োজনীয়তা মেটাতে চালু করা হয়েছে। [/spoiler]

৭. ভারতের সুপ্রিম কোর্ট নিম্নলিখিত কোন দেশের সাথে বিচারিক সহযোগিতার বিষয়ে একটি MoU স্বাক্ষর করেছে?

(A) থাইল্যান্ড
(B) নেপাল
(C) সিঙ্গাপুর
(D) ইন্দোনেশিয়া

[spoiler title=’উত্তর ‘ ] (C) সিঙ্গাপুর
ভারতের প্রধান বিচারপতি, ধনঞ্জয়া যশবন্ত চন্দ্রচূড়, সিঙ্গাপুরে তার সরকারি সফরের সময় সিঙ্গাপুরের বিচারপতি সুন্দরেশ মেননের সাথে দেখা করেন।
বিচারিক সহযোগিতার ক্ষেত্রে ভারতের সুপ্রিম কোর্ট এবং সিঙ্গাপুরের সুপ্রিম কোর্টের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। [/spoiler]

৮. ৪৪তম বিশ্ব আর্ম রেসলিং এবং ২৫ তম প্যারা আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপ ২০২৩ -এ ভারতীয় দল কতগুলি পদক জিতেছিল?

(A)
(B)
(C) ১০
(D) ১১

[spoiler title=’উত্তর ‘ ] (D) ১১

  • কাজাখস্তানের আলমাটিতে অনুষ্ঠিত ৪৪তম বিশ্ব আর্ম রেসলিং এবং ২৫তম প্যারা আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ ভারতীয় দল ১১টি পদক জিতেছে।
  • ভারত তিনটি স্বর্ণ, ছয়টি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক জিতেছে।
[/spoiler]

৯. স্বচ্ছ বায়ু সার্ভেক্ষন-২০২৩-এ কোন শহর সবচেয়ে পরিষ্কার বাতাসের জন্য শীর্ষস্থান অর্জন করেছে?

(A) দিল্লি
(B) ইন্দোর
(C) মাদুরাই
(D) জামশেদপুর

[spoiler title=’উত্তর ‘ ] (B) ইন্দোর
স্বচ্ছ বায়ু সার্ভেক্ষন-২০২৩ এ শীর্ষে রয়েছে ইন্দোর, অমরাবতী, এবং পারওয়ানু । মাদুরাই, জম্মু এবং কোহিমা ভারতের সবচেয়ে খারাপ বায়ু মানের শহর হিসাবে স্থান পেয়েছে। [/spoiler]

১০. কোন শহর প্রথম ভূগর্ভস্থ ট্রান্সফরমার উন্মোচন করেছে ?

(A) বেঙ্গালুরু
(B) হায়দ্রাবাদ
(C) লখনউ
(D) পুনে

[spoiler title=’উত্তর ‘ ] (A) বেঙ্গালুরু
The Bangalore Electricity Supply Company (BESCOM) সম্প্রতি বেঙ্গালুরুতে একটি ৫০০ KV ভূগর্ভস্থ ট্রান্সফরমার উন্মোচন করেছে । [/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button